
সৈয়দজাদা যদি বাতেল বা বদআকিদা সম্পন্ন হয় তবে তাঁকে সৈয়দ বংশ বা আওলাদে রাসুল হিসেবে সম্মান করা যাবে? কিংবা সম্মান করতেই হবে?➡️উত্তরঃ-সৈয়দজাদার আকিদা যদি নিশ্চিত ভাবে বদমাজহাবী ও কুফরি পর্যায়ে পৌঁছে যায় তাহলে তাকে আর সম্মান করা যাবেনা। কারণ কোরানের আয়াতে এ ধরনের সন্তান কে সন্তান নয় বলে স্পষ্ট করা হয়েছ…