ঈদের দিনের সুন্নাত ও মুস্তাহাব আমলসমূহ

পবিত্র ঈদুল ফিতরের দিনে নিম্নবর্ণিত কাজসমূহ সুন্নাত এবং মুস্তাহাব। যথা:

১. নিজ মহল্লাহর সমজিদে ফজরের নামায পড়া।

২. সকাল সকাল উঠা

৩. মিসওয়াক করা।

৪. গোসল করা (সুগন্ধিযুক্ত খুশবুদার সাবান দিয়ে)

৫. আতর-খুশবু ব্যবহার করা।



৬. ঈদের নামাযের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা।

৭. সাধ্যানুযারী সুন্দর পোশাক পরিধান করা।

৮. খুশি এবং আনন্দ প্রকাশ করা।
 ৯. ঈদের নামাযে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাওয়া।

১০. আগে আগে ঈদের নামাযে উপস্থিত হওয়া।

১১. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।

১২. এক পথে যাওয়া, অন্য পথে আসা।

১৩. ঈদগাহে যাওয়ার পথে চুপে চুপে তাকবীর বলা। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر وله الحمد .

১৪. ঈদগাহে ঈদের জামা'আত করা। 
 ১৫. ধীরস্থিরভাবে ঈদগাহে যাওয়া।

রেফারেন্স :
বুখারী তিরমিযী, মুস্তাদরাকে হাকেম, আবূ দাউদ, ইবন মাজা, বায়হাকী দ্রষ্টব্য।
 
Top