পবিত্র কোরআনে ১১তম পারার, ১১তম রুকুতে, সূরা ইউনুসের ৬২ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানযুল ঈমানের অনুবাদ: ‘শুনে নাও; নিশ্চয়ই আল্লাহর ওলীগণের না কোনো ভয় আছে, না কোনো দুঃখ।’


আর শাহেনশাহে বাগদাদ, হুযুর গাউসে পাক رحمه الله ছিলেন আল্লাহর পাকের ওলীদের মধ্যে অন্যতম। এই ১১ এর নিসবত নিয়ে তিনি দুনিয়াতে আগমন করেন। তিনি পিতার দিক থেকে রাসূলে পাক ﷺ এর প্রিয় নাতী সায়্যিদুল আসখিয়া ইমাম হাসান মুজতবা رضي الله عنه এর ১১তম নাতী।


তিনি ১ম রমযান শরীফে সোমবার সুবহে সাদিকের সময় দুনিয়াতে জন্মগ্রহণ করেন। যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন জিলান শহরে ১১ শতাধিক শিশুর জন্ম হয়েছিল এবং সবাই ছেলে ছিল। আর তাদের সবাই আল্লাহ পাকের ওলীদের অন্তর্ভুক্ত হয়েছেন।


তিনি رحمه الله ৫৬১ হিজরী মোতাবেক ১১ই রবিউস সানিতে দুনিয়া থেকে বিদায় নেন। এবং আজও লাখো-কোটি আশিকানে আউলিয়া এই তারিখে তাঁর পবিত্র ওরস মোবারক উদযাপন করে।


‘মুহাম্মদ ﷺ কা রাসূল-ও মে হ্যায় যেসে মার্তাবা আলা,

হ্যায় আফজাল আউলিয়া মে ইউ হি রুতবা গাউসে আযম কা’

–স্বাধীন আত্তারী

 
Top