প্রশ্ন: আমার স্ত্রীর কাছে তিন তোলা স্বর্ণ ও কিছু রূপা আছে, কিন্তু তার কাছে পশু কোরবানি করার মতো টাকা নেই, এমনকি কোরবানির অংশ নেওয়ার সামর্থ্যও নেই। এক্ষেত্রে সে কি ঋণ নিয়ে কোরবানি করতে পারবে? এতে কি তার উপর থেকে ওয়াজিব আদায় হবে?
ফাতওয়া নম্বর: ৪৭৯৫
তারিখ: ০৫-০৯-২০১৬
দারুল ইফতা আহলে সুন্নাত
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
الجواب بعون الملك الوهاب، هُوَ الْهَادِيْ إِلَى الصَّوَابِ
যদি কোনো নারীর উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে তার জন্য যেকোনো অবস্থাতেই কোরবানি করা জরুরি। এমনকি তাকে যদি ঋণ নিয়ে কোরবানি করতে হয়, তবুও তা আদায় করে (ওয়াজিব) দায়িত্ব পূর্ণ করবে।
ফতওয়ায়ে রযবীয়্যাহ-তে বর্ণিত হয়েছে:
“যার ওপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু হাতে নগদ অর্থ নেই, সে ঋণ নিয়ে অথবা নিজের কোনো সম্পদ বিক্রি করে কোরবানি করতে পারে।”
(ফতওয়ায়ে রযবীয়্যাহ, খণ্ড ২০, পৃষ্ঠা ৩৭০, রযা ফাউন্ডেশন, লাহোর)
এছাড়াও ওয়াকারুল ফতওয়া-য় উল্লেখ রয়েছে:
“যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তার ওপর কোরবানি ওয়াজিব। সে স্বর্ণ বা রূপা বিক্রি করুক অথবা ঋণ নিয়ে কোরবানি করুক—এই দুটি উপায়ের যেকোনো একটির মাধ্যমে সে আমল করুক।”
(ওয়াকারুল ফতওয়া, খণ্ড ২, পৃষ্ঠা ৪৭০, প্রকাশক: মাতমুয়া বাজম ওয়াকারুদ্দীন, করাচি)
وَاللّٰهُ تَعَالٰى أَعْلَمُ وَرَسُوْلُهٗ أَعْلَمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
ফতওয়া লিখক:
মুফতী মুহাম্মদ কাসিম আত্তারী
দারুল ইফতা আহলে সুন্নাত
তারিখ: ০২ জিলহজ্ব ১৪৩৭ হিজরি / ০৫ সেপ্টেম্বর ২০১৬ ইং
দ্রষ্টব্য:
দারুল ইফতা আহলে সুন্নাত থেকে প্রকাশিত যেকোনো ফাতওয়া যাচাই করতে ভিজিট করুন:
www.daruliftaahlesunnat.net
অনুবাদক: স্বাধীন আহমেদ আত্তারী।
.
.
#fatwa #masail #daruliftaahlesunnat #swadhinahmed