নারীর সবচেয়ে বড় সম্মান হলো মাতৃত্ব। দুনিয়ার সব নবী-রাসূল ও মহান মনীষীদের আল্লাহ তা'আলা মায়ের মাধ্যমেই পৃথিবীতে পাঠিয়েছেন— এটাই মাতৃত্বের শ্রেষ্ঠ মর্যাদার স্পষ্ট প্রমাণ। ইসলাম নারীর এই মর্যাদাকে শ্রদ্ধার আসনে বসিয়েছে, মায়ের পায়ের নিচে জান্নাত রাখার ঘোষণা দিয়েছে। অথচ আজকের লিবারেলিজম ও আধুনিক ফেমিনিজম নারীদের সেই মর্যাদা থেকে দূরে সরিয়ে, তাদের আজাদীর নামে এক নতুন দাসত্বে আবদ্ধ করতে চায়।
এই মতবাদগুলো বাহ্যিকভাবে নারীর স্বাধীনতার কথা বললেও বাস্তবে তাদেরকে পরিণত করেছে ভোগ্যপণ্যে। নারীকে পরিবারের মূলভিত্তি না ভেবে বানাতে চায় কর্পোরেট দুনিয়ার যন্ত্র। মায়ের মর্যাদাকে ‘পিছিয়ে থাকা’ বলে উপহাস করা হয়, অথচ ইসলাম এই ভূমিকাকেই দিয়েছে সর্বোচ্চ সম্মান।
আধুনিক সভ্যতার মুখোশের আড়ালে নারীর পরিচয় আজ শুধু চাকরি, শরীর আর তথাকথিত 'স্বাধীনতা'। কিন্তু ইসলাম চায় নারী হোক সম্মানের প্রতীক—যিনি মা, বোন, স্ত্রী ও কন্যা হয়ে সমাজকে নির্মাণ করেন। ইসলাম নারীর অধিকার দেয় নিরাপত্তা ও মর্যাদার ছায়ায়— not exploitation in the name of freedom.
আজ দরকার, মুসলিম নারীরা আবার ফিরে আসুক তাদের আসল পরিচয়ে—যেখানে তারা কেবল স্বাধীনই নয়, সম্মানিত ও নিরাপদও।
.
.
#swadhinahmed #womenrightsinislam #fitna #feminisme