পবিত্র কুরআনে নবীজীর (ﷺ) পরিচিতি।
✍লেখক ও সংকলকঃ ️ইমরান বিন বদরী
(সম্পাদনা ও তথ্য সংযোজন : মাসুম বিল্লাহ সানি)
═════ ❇ ═════ 

নাহমাদুহু ওয়ানুসাল্লি আ'লা রাসুলিহিল কারীম আম্মা বা'দ। কুরআন এমন একটি কিতাব " لاَ رَيْبَ فِيهِ " যেখানে সন্দেহ বলতে কিছুই নেই। মুত্তাকীদের হিদায়াতের জন্য প্রেরিত মহান আল্লাহ পাকের পবিত্র একটি বিশুদ্ধ কালাম। এটিই একমাত্র কিতাব যা পড়লে বা শুনলেও নেকি অর্জিত হয়। দেখতে ছোট হলেও এর বিশালতার দিকগুলো অবর্ননীয়। 
আল্লাহ পাক এ কুরআন সম্পর্কে বলেন,

 إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। (সূরা হিজর ৯)

➡️ আরেকটু সহজভাবে বলতে গেলে স্পষ্ট হয় যে এটিই ছিলো সীরতে রাসুল (ﷺ)। এ কুরআন মানব জীবনের প্রতিটা ক্ষেত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তোলেছেন রাসুলুল্লাহ (ﷺ) এর জীবনীতে। রাসুলুল্লাহ  (ﷺ) যেখানে গিয়েছে পবিত্র কুরআনকে মহান আল্লাহ তায়ালা সেখানেই পাঠিয়েছেন। সেই গারে হেরার 'ইকরা' দিয়ে শুরু করে বিদায় হজ্বের ভাষণে দ্বীনের পরিপূর্নতা পর্যন্ত প্রতিটি স্তরে কুরআনের আয়াত নিয়ে জিব্রিল আমীন নবীজীর দরবারে হাজির হয়েছিলেন। আমার রাসুলের (ﷺ) দীর্ঘ তেইশটি নবুয়তি বছরে কুরআন নিয়ে আসার দায়িত্বে ছিলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম।

রাসুলুল্লাহ (ﷺ) এর উত্তম চরিত্রটাই ছিলো পুরো কুরআনের মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীবের মাধ্যমে নিজেকে বান্দার কাছে প্রকাশের অন্যতম মাধ্যম ছিলো এই পবিত্র কুরআনে কারীম। বান্দার প্রতি একত্ববাদ আর রেসালাতের সমন্বয়ে মানব জীবনে একটি পূর্নাঙ্গ জীবন বিধান হিসেবে রাব্বুল আলামীনের অনন্য দান এই পবিত্র কুরআনে কারীম। সুফিয়ানী ভাষায় বলতে গেলে বলা যায় যে রাসুলে পাক (ﷺ) এর সমস্ত কর্মকাণ্ড উম্মতের বোধগম্য করে তোলার জন্যই কুরআনে কারীমকে অবতীর্ণ করা হয়। পৃথিবীর মানবগড়া কোন সাহিত্য দিয়ে এ পবিত্র গ্রন্থের মাননির্ণয় করাও অকল্পনীয়। পবিত্র কুরআন এমন একটি কিতাবুল্লাহ যেখানে আপনার সমস্ত জিজ্ঞাসার উত্তর আপনি যথাযথভাবে পেয়ে যাবেন। অন্যভাবে বলতে গেলে বলা যায় যে কুরআন হলো প্রিয় নবীজীর অনন্য একটি মু'জিজার অংশ যা মানবীয় চিন্তাশক্তির ঊর্ধ্বে।

🔹যেমনঃ আপনি নবীজী (ﷺ) এর সীরত এবং সুরাত সম্পর্কে যদি পবিত্র কুরআনকে প্রশ্ন করেন তো তার উত্তরগুলি ঠিক এভাবেই পেয়ে যাবেন।

➡) প্রশ্নঃ হে কুরআন, নবীজীর চেহারা কেমন ছিলো? 
উত্তরঃ ওয়াদ'দোহা। ওয়াল্ লাইলি ইঝা সাজা।
অর্থাৎ: শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা গভীর হয়। (সূরা আদ-দোহা)

➡) প্রশ্নঃ হে কুরআন নবীজীর চিনা মুবারক কেমন ছিলো? 
উত্তরঃ আলাম নাস্ রাহ্ লাকা সাদ্ রাক।
অর্থাৎ: আমি কি আপনার বক্ষ (মুবারক) উম্মুক্ত করে দেইনি?
(সূরা আলাম নাশরাহ ১)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর মর্যাদা কেমন? 
উত্তরঃ ওরাফা্না- লাকা জিকরাক্।
অর্থাৎ: এবং আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি। 
(সূরা ইনশিরাহ)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর জন্মের শহর সম্পর্কে বলুন?
উত্তরঃ লা উক্বসিমু বিহাজাল বালাদ্।
অর্থাৎ: আমি এই নগরীর শপথ করি।
(সূরা বালাদ ১)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর নবুয়ত সম্পর্কে বলুন?
উত্তরঃ ইয়া আইয়ুহান্‌ নাবিয়্যু।
অর্থাৎ: হে গায়েবের সংবাদদাতা ! (ﷺ) 
(অনেক সূরায়)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর রিসালাত কি?
উত্তরঃ ইয়া আইয়ুহার রাসুল। ইন্নি রাসুলুল্লাহি ইলাইকুম জামিআ।' 
অর্থাৎ: হে রাসুল (ﷺ) (আপনি বলুন)। নিশ্চয় আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসুল হিসেবে আবির্ভূত হয়েছি। (আরাফ :১৫৮)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর সিফাত কি?
উত্তরঃ সাহিদা, মুবাসসিরা, নাজিরা, ওয়া সিরাজাম মুনিরা।
অর্থাৎ: আপনাকে সাক্ষী, সুসংবাদ দাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি। এবং উজ্জ্বল প্রদীপরূপে প্রেরণ করেছি। 
(সূরা আহযাব ৪৬)

➡) প্রশ্নঃ হে কুরআন নবীজীর খতমে নবুয়ত কেমন? 
উত্তরঃ মা'কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির্-রিজালিকুম ওলা'কির রসুলিল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
অর্থাৎ: মুহাম্মদ (ﷺ) তোমাদের মধ্যে কোন মানুষের পিতা নহেন; বরং তিনি আল্লাহর রাসুল ও সর্বশেষ নবী।
(সূরা আহযাব ৩৩)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর আকৃতি কেমন ছিলো? 
উত্তরঃ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া।' 
অর্থাৎ: বলুন [হে মুহাম্মদ (ﷺ)]! নিশ্চয়ই আমি তোমাদের মত একজন মানুষ যাহার উপর অহি নাজিল হয়। (সূরা কাহাফ ১১০) 
(সেটাই সাধারণ আর অসাধারণ এর মাঝে পার্থক্য)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর চরিত্র কেমন ছিলো? 
উত্তরঃ ইন্নাকা লা'আলা খুলকিন আজীম।
অর্থাৎ (হে রাসুল) নিশ্চয়ই আপনি সর্বোন্নত চারিত্রিক মাধুর্যের ওপর প্রতিষ্ঠিত আছেন।
(সূরা কালাম ৪)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর মিরাজ কেমন ছিলো? 
উত্তরঃ সুবহানাল্লাজী আসরা বিয়াবদীহি লাইলাম মিনাল্ মাসজিদিল্ হারা-মি ইলাল্ মাসজিদিল্ আক্বসা।
অর্থাৎ: পবিত্র মহান সে সত্তা, যিনি তাঁর প্রিয় বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত।
(সূরা ইসরা ১)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর তেলাওয়াত কেমন ছিলো? 
উত্তরঃ ওরাত্তিলীল কুরআনা তার'তীলা।
অর্থাৎ কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে।
(সূরা মুজাম্মিল ৪)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর নাম কি ছিলো?
উত্তরঃ হুয়াল্লাজী আর'সালা রাসুলাহু বিলহুদা ওয়াদ্বীনিল হক্কি লিউঝহিরাহু আলা'দ্দ্বিনী ওয়াকুল্লি মুহাম্মাদুর রাসুলুল্লাহ (ﷺ)।

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজী (ﷺ) সৃষ্টিজগতের জন্য কেমন ছিলো? 
উত্তরঃ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন।
অর্থাৎ: [হে মুহাম্মদ (ﷺ)!] আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছি। (সূরা আম্বিয়া ১০৭)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর চরিত্র কেমন ছিলো? 
উত্তরঃ লাকাদ কানা লাকুম ফী রাসুলিল্লাহী উচওয়াতুন হাসানা।
অর্থাৎ: তোমাদের জন্য রাসুলের (ﷺ) জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। [আল আহযাব, আয়াত: ২১].

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর আনুগত্য কেমন হওয়া চাই?
উত্তরঃ 
১) আতিউল্ লাহা ওয়াতিউর রাসুল। 
অর্থাৎ তোমরা আল্লাহর আনুগত্য অর্জনে রাসুলুল্লাহর (ﷺ) আনুগত্য কর। (সূরা নিসা ৫৯)
২)কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি য়ুহবিব কুমুল্লাহ।'
অর্থাৎ : হে রাসুল, আপনি বলে দিন- তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ কর। তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন। (আল ইমরান ৩১)
৩) মা আতাকুমুর রাসুলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফানতাহু।'
অর্থাৎ তোমাদের রাসুল যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো; আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকো। (সূরা হাশর ৭)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর প্রতি দরুদপাঠ সম্পর্কে বলুন?
উত্তরঃ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আ’লান্নাবিয়্য। ইয়া আইয়ু হাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা’’। 
অর্থাৎ: নিশ্চয়ই আল্লাহ এবং তাঁর ফেরেস্তারা নবীর উপর দুরূদ পড়েন। হে ঈমানদারগণ! তোমরাও তাঁর উপর দুরূদ পড় এবং যথাযথ সম্মানের সাথে তাঁকে সালাম জানাও।
(সূরা আহযাব ৫৬)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজী (ﷺ) কে কালামুল্লাহ কে শিক্ষা দিয়েছেন?
উত্তরঃ 
১) ইকরা। অর্থাৎ: পড়ুন। 
২) আর রহমান, আল্লামাল কুরআন।
অর্থাৎ: করুনাময় আল্লাহ, শিক্ষা দিয়েছেন কোরআন। (সূরা আর-রহমান)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজী (ﷺ) কে আল্লাহ কিভাবে সম্বোধন করেছেন?
উত্তরঃ 
★ ইয়া সীন, ত্বোয়াহা। 
★ ইয়া আইয়্যুহাল মুয্যাম্মিল, ইয়া আইয়্যুহাল মুদ্দাসসির। অর্থাৎ হে বস্ত্রাবৃত! হে বস্ত্রাচ্ছাদিত!
(সূরা মুজাম্মিল, ইয়াসিন, ত্বোয়াহা)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর জ্ঞান কেমন ছিলো?
উত্তরঃ ওয়াল্লামাকা মা'লাম তাকুনো তা'লামুন।
অর্থাৎ: এবং আপনাকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা আপনি জানতেন না। (সমস্ত ইলম) (সূরা নিসা ১১৩)

➡) প্রশ্নঃ হে কুরআন নবীজীর অবাধ্যদের কি পরিনাম হবে? 
উত্তরঃ ওমাই ইয়াসিল্লাহা ওয়ারসুলাহু ওয়াতা'আদ্দা হুদুদাহু ইয়ুদখিলহু না'রা।
অর্থাৎ : জাহান্নামে প্রবেশ করানো হবে।

➡) প্রশ্নঃ হে কুরআন নবীজীকে আল্লাহ কি বলে সম্বোধন করেছেন?
উত্তরঃ "ক্বদ যা আকুম মিনাল্লাহি নূর " 
অর্থাৎ: নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে  নূর এসেছে। (মুহাম্মাদুর রাসুলুল্লাহ (ﷺ) এসেছে।
(সূরা মায়েদা ১৫) 

💠 এভাবে প্রশ্নের যেমন শেষ হবেনা আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম এর শান মানও দেখবেন পবিত্র কুরআন বর্ণনা করে শেষ করছেনা। সুবহানআল্লাহ!  
উপরোল্লিখিত আয়াতগুলোর ভিত্তিতে আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম এর যেসব গুণ ও বৈশিষ্ট্যের পরিচয় পাই তা হলো- সর্বোত্তম আদর্শ, অনুসরণীয় ব্যক্তিত্ব, গোটা বিশ্বের সবার জন্য তিনি রাসুল, এবং স্রষ্টার শ্রেষ্ঠ রহমত, আল্লাহর ভালোবাসাপ্রাপ্তির মাধ্যম। তাঁর আদেশ-নিষেধের বাধ্যবাধকতা, বিশ্বভুবনের রহমত ও সর্বোৎকৃষ্ট নৈতিক ও চারিত্রিক অবস্থান। এটি ছিল নিঃসন্দেহে মহান আল্লাহর সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ নির্বাচন মানবকুলে।।পবিত্র কুরআনে নবীজীর (ﷺ) পরিচিতি।
✍লেখক ও সংকলকঃ ️ইমরান বিন বদরী
(সম্পাদনা ও তথ্য সংযোজন : মাসুম বিল্লাহ সানি)
═════ ❇ ═════ 

নাহমাদুহু ওয়ানুসাল্লি আ'লা রাসুলিহিল কারীম আম্মা বা'দ। কুরআন এমন একটি কিতাব " لاَ رَيْبَ فِيهِ " যেখানে সন্দেহ বলতে কিছুই নেই। মুত্তাকীদের হিদায়াতের জন্য প্রেরিত মহান আল্লাহ পাকের পবিত্র একটি বিশুদ্ধ কালাম। এটিই একমাত্র কিতাব যা পড়লে বা শুনলেও নেকি অর্জিত হয়। দেখতে ছোট হলেও এর বিশালতার দিকগুলো অবর্ননীয়। 
আল্লাহ পাক এ কুরআন সম্পর্কে বলেন,

 إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। (সূরা হিজর ৯)

➡️ আরেকটু সহজভাবে বলতে গেলে স্পষ্ট হয় যে এটিই ছিলো সীরতে রাসুল (ﷺ)। এ কুরআন মানব জীবনের প্রতিটা ক্ষেত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তোলেছেন রাসুলুল্লাহ (ﷺ) এর জীবনীতে। রাসুলুল্লাহ  (ﷺ) যেখানে গিয়েছে পবিত্র কুরআনকে মহান আল্লাহ তায়ালা সেখানেই পাঠিয়েছেন। সেই গারে হেরার 'ইকরা' দিয়ে শুরু করে বিদায় হজ্বের ভাষণে দ্বীনের পরিপূর্নতা পর্যন্ত প্রতিটি স্তরে কুরআনের আয়াত নিয়ে জিব্রিল আমীন নবীজীর দরবারে হাজির হয়েছিলেন। আমার রাসুলের (ﷺ) দীর্ঘ তেইশটি নবুয়তি বছরে কুরআন নিয়ে আসার দায়িত্বে ছিলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম।

রাসুলুল্লাহ (ﷺ) এর উত্তম চরিত্রটাই ছিলো পুরো কুরআনের মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীবের মাধ্যমে নিজেকে বান্দার কাছে প্রকাশের অন্যতম মাধ্যম ছিলো এই পবিত্র কুরআনে কারীম। বান্দার প্রতি একত্ববাদ আর রেসালাতের সমন্বয়ে মানব জীবনে একটি পূর্নাঙ্গ জীবন বিধান হিসেবে রাব্বুল আলামীনের অনন্য দান এই পবিত্র কুরআনে কারীম। সুফিয়ানী ভাষায় বলতে গেলে বলা যায় যে রাসুলে পাক (ﷺ) এর সমস্ত কর্মকাণ্ড উম্মতের বোধগম্য করে তোলার জন্যই কুরআনে কারীমকে অবতীর্ণ করা হয়। পৃথিবীর মানবগড়া কোন সাহিত্য দিয়ে এ পবিত্র গ্রন্থের মাননির্ণয় করাও অকল্পনীয়। পবিত্র কুরআন এমন একটি কিতাবুল্লাহ যেখানে আপনার সমস্ত জিজ্ঞাসার উত্তর আপনি যথাযথভাবে পেয়ে যাবেন। অন্যভাবে বলতে গেলে বলা যায় যে কুরআন হলো প্রিয় নবীজীর অনন্য একটি মু'জিজার অংশ যা মানবীয় চিন্তাশক্তির ঊর্ধ্বে।

🔹যেমনঃ আপনি নবীজী (ﷺ) এর সীরত এবং সুরাত সম্পর্কে যদি পবিত্র কুরআনকে প্রশ্ন করেন তো তার উত্তরগুলি ঠিক এভাবেই পেয়ে যাবেন।

➡) প্রশ্নঃ হে কুরআন, নবীজীর চেহারা কেমন ছিলো? 
উত্তরঃ ওয়াদ'দোহা। ওয়াল্ লাইলি ইঝা সাজা।
অর্থাৎ: শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা গভীর হয়। (সূরা আদ-দোহা)

➡) প্রশ্নঃ হে কুরআন নবীজীর চিনা মুবারক কেমন ছিলো? 
উত্তরঃ আলাম নাস্ রাহ্ লাকা সাদ্ রাক।
অর্থাৎ: আমি কি আপনার বক্ষ (মুবারক) উম্মুক্ত করে দেইনি?
(সূরা আত-ত্বীন)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর মর্যাদা কেমন? 
উত্তরঃ ওরাফা্না- লাকা জিকরাক্।
অর্থাৎ: এবং আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি। 
(সূরা ইনশিরাহ)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর জন্মের শহর সম্পর্কে বলুন?
উত্তরঃ লা উক্বসিমু বিহাজাল বালাদ্।
অর্থাৎ: আমি এই নগরীর শপথ করি।
(সূরা বালাদ ১)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর নবুয়ত সম্পর্কে বলুন?
উত্তরঃ ইয়া আইয়ুহান্‌ নাবিয়্যু।
অর্থাৎ: হে গায়েবের সংবাদদাতা ! (ﷺ) 
(অনেক সূরায়)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর রিসালাত কি?
উত্তরঃ ইয়া আইয়ুহার রাসুল। ইন্নি রাসুলুল্লাহি ইলাইকুম জামিআ।' 
অর্থাৎ: হে রাসুল (ﷺ) (আপনি বলুন)। নিশ্চয় আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসুল হিসেবে আবির্ভূত হয়েছি। (আরাফ :১৫৮)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর সিফাত কি?
উত্তরঃ সাহিদা, মুবাসসিরা, নাজিরা, ওয়া সিরাজাম মুনিরা।
অর্থাৎ: আপনাকে সাক্ষী, সুসংবাদ দাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি। এবং উজ্জ্বল প্রদীপরূপে প্রেরণ করেছি। 
(সূরা আহযাব ৪৬)

➡) প্রশ্নঃ হে কুরআন নবীজীর খতমে নবুয়ত কেমন? 
উত্তরঃ মা'কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির্-রিজালিকুম ওলা'কির রসুলিল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
অর্থাৎ: মুহাম্মদ (ﷺ) তোমাদের মধ্যে কোন মানুষের পিতা নহেন; বরং তিনি আল্লাহর রাসুল ও সর্বশেষ নবী।
(সূরা আহযাব ৩৩)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর আকৃতি কেমন ছিলো? 
উত্তরঃ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া।' 
অর্থাৎ: বলুন [হে মুহাম্মদ (ﷺ)]! নিশ্চয়ই আমি তোমাদের মত একজন মানুষ যাহার উপর অহি নাজিল হয়। (সূরা কাহাফ ১১০) 
(সেটাই সাধারণ আর অসাধারণ এর মাঝে পার্থক্য)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর চরিত্র কেমন ছিলো? 
উত্তরঃ ইন্নাকা লা'আলা খুলকিন আজীম।
অর্থাৎ (হে রাসুল) নিশ্চয়ই আপনি সর্বোন্নত চারিত্রিক মাধুর্যের ওপর প্রতিষ্ঠিত আছেন।
(সূরা কালাম ৪)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর মিরাজ কেমন ছিলো? 
উত্তরঃ সুবহানাল্লাজী আসরা বিয়াবদীহি লাইলাম মিনাল্ মাসজিদিল্ হারা-মি ইলাল্ মাসজিদিল্ আক্বসা।
অর্থাৎ: পবিত্র মহান সে সত্তা, যিনি তাঁর প্রিয় বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত।
(সূরা ইসরা ১)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর তেলাওয়াত কেমন ছিলো? 
উত্তরঃ ওরাত্তিলীল কুরআনা তার'তীলা।
অর্থাৎ কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে।
(সূরা মুজাম্মিল ৪)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর নাম কি ছিলো?
উত্তরঃ হুয়াল্লাজী আর'সালা রাসুলাহু বিলহুদা ওয়াদ্বীনিল হক্কি লিউঝহিরাহু আলা'দ্দ্বিনী ওয়াকুল্লি মুহাম্মাদুর রাসুলুল্লাহ (ﷺ)।

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজী (ﷺ) সৃষ্টিজগতের জন্য কেমন ছিলো? 
উত্তরঃ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন।
অর্থাৎ: [হে মুহাম্মদ (ﷺ)!] আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছি। (সূরা আম্বিয়া ১০৭)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর চরিত্র কেমন ছিলো? 
উত্তরঃ লাকাদ কানা লাকুম ফী রাসুলিল্লাহী উচওয়াতুন হাসানা।
অর্থাৎ: তোমাদের জন্য রাসুলের (ﷺ) জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। [আল আহযাব, আয়াত: ২১].

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর আনুগত্য কেমন হওয়া চাই?
উত্তরঃ 
১) আতিউল্ লাহা ওয়াতিউর রাসুল। 
অর্থাৎ তোমরা আল্লাহর আনুগত্য অর্জনে রাসুলুল্লাহর (ﷺ) আনুগত্য কর। (সূরা নিসা ৫৯)
২)কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি য়ুহবিব কুমুল্লাহ।'
অর্থাৎ : হে রাসুল, আপনি বলে দিন- তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ কর। তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন। (আল ইমরান ৩১)
৩) মা আতাকুমুর রাসুলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফানতাহু।'
অর্থাৎ তোমাদের রাসুল যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো; আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকো। (সূরা হাশর ৭)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর প্রতি দরুদপাঠ সম্পর্কে বলুন?
উত্তরঃ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আ’লান্নাবিয়্য। ইয়া আইয়ু হাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা’’। 
অর্থাৎ: নিশ্চয়ই আল্লাহ এবং তাঁর ফেরেস্তারা নবীর উপর দুরূদ পড়েন। হে ঈমানদারগণ! তোমরাও তাঁর উপর দুরূদ পড় এবং যথাযথ সম্মানের সাথে তাঁকে সালাম জানাও।
(সূরা আহযাব ৫৬)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজী (ﷺ) কে কালামুল্লাহ কে শিক্ষা দিয়েছেন?
উত্তরঃ 
১) ইকরা। অর্থাৎ: পড়ুন। 
২) আর রহমান, আল্লামাল কুরআন।
অর্থাৎ: করুনাময় আল্লাহ, শিক্ষা দিয়েছেন কোরআন। (সূরা আর-রহমান)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজী (ﷺ) কে আল্লাহ কিভাবে সম্বোধন করেছেন?
উত্তরঃ 
★ ইয়া সীন, ত্বোয়াহা। 
★ ইয়া আইয়্যুহাল মুয্যাম্মিল, ইয়া আইয়্যুহাল মুদ্দাসসির। অর্থাৎ হে বস্ত্রাবৃত! হে বস্ত্রাচ্ছাদিত!
(সূরা মুজাম্মিল, ইয়াসিন, ত্বোয়াহা)

➡)প্রশ্নঃ হে কুরআন নবীজীর জ্ঞান কেমন ছিলো?
উত্তরঃ ওয়াল্লামাকা মা'লাম তাকুনো তা'লামুন।
অর্থাৎ: এবং আপনাকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা আপনি জানতেন না। (সমস্ত ইলম) (সূরা নিসা ১১৩)

➡) প্রশ্নঃ হে কুরআন নবীজীর অবাধ্যদের কি পরিনাম হবে? 
উত্তরঃ ওমাই ইয়াসিল্লাহা ওয়ারসুলাহু ওয়াতা'আদ্দা হুদুদাহু ইয়ুদখিলহু না'রা।
অর্থাৎ : জাহান্নামে প্রবেশ করানো হবে।

➡) প্রশ্নঃ হে কুরআন নবীজীকে আল্লাহ কি বলে সম্বোধন করেছেন?
উত্তরঃ "ক্বদ যা আকুম মিনাল্লাহি নূর " 
অর্থাৎ: নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে  নূর এসেছে। (মুহাম্মাদুর রাসুলুল্লাহ (ﷺ) এসেছে।
(সূরা মায়েদা ১৫) 

💠 এভাবে প্রশ্নের যেমন শেষ হবেনা আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম এর শান মানও দেখবেন পবিত্র কুরআন বর্ণনা করে শেষ করছেনা। সুবহানআল্লাহ!  
উপরোল্লিখিত আয়াতগুলোর ভিত্তিতে আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম এর যেসব গুণ ও বৈশিষ্ট্যের পরিচয় পাই তা হলো- সর্বোত্তম আদর্শ, অনুসরণীয় ব্যক্তিত্ব, গোটা বিশ্বের সবার জন্য তিনি রাসুল, এবং স্রষ্টার শ্রেষ্ঠ রহমত, আল্লাহর ভালোবাসাপ্রাপ্তির মাধ্যম। তাঁর আদেশ-নিষেধের বাধ্যবাধকতা, বিশ্বভুবনের রহমত ও সর্বোৎকৃষ্ট নৈতিক ও চারিত্রিক অবস্থান। এটি ছিল নিঃসন্দেহে মহান আল্লাহর সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ নির্বাচন মানবকুলে।।


 
Top