• নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিম আ'লা ইমামুস সাক্বালাইনি।।আম্মা বা'দঃ-
   
বদরের যুদ্ধ (আরবি: غزوة بدر‎‎)ঃঃ-
২ হিজরির ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়।

মূল যুদ্বঃ-মুসলিম-কুরাইশ যুদ্ধ।।

তারিখঃ-১৭ রমজান ২ হিজরি / ১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ।।

অবস্থানঃ-মদিনার দক্ষিণে বদর কূয়া।।

ফলাফলঃ-মুসলিমদের বিজয়।।

যুধ্যমান পক্ষঃ-মদিনার মুসলিমম এবং ক্কার কুরাইশ।।

সেনাধিপতিঃ- মুসলমান:হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম),আবু বকরউ,মর ইবনুল খাত্তাবহা,হামজা ইবনে আবদুল মুত্তালিব,আলি ইবনে আবি তালিব।
কাফেরঃআবু জাহল,উতবা ইবনে রাবিয়া,উমাইয়া ইবনে খালাফ।। 

শক্তিঃ- মুসলমানঃ৩১৩জন পদাতিক, ২টি ঘোড়া, ৭০টি উট
কাফেরঃ৯৫০জন পদাতিক, ১০০টি ঘোড়া, ১৭০টি উট।।

হতাহত ও ক্ষয়ক্ষতিঃ- মুসলমানঃ-নিহত ১৪ জন(শহীদ হন)
কাফেরঃ-নিহত ৭০, বন্দী ৭০

বদর যুদ্ধের ৩১৩ জন সাহাবীর নামের তালিকা পেশ করা হলো:–

আসহাবে বদরঃ- বদর যুদ্ধে যে সমস্ত সাহাবী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ গ্রহণ করেছিলেন তাদেরকে আসহাবে বদর বলে।

পরোক্ষ অংশ গ্রহণের বিষয়টি এমন যে,
রাসূল(সাঃ) এর
নির্দেশে বা অনুমতিক্রমে বদর
যুদ্ধে অংশ গ্রহণ
করতে পারেনি বা করেননি যে সমস্ত
সাহাবী। এরা হলেন-

১।হযরত ওসমান বিন আফফান(রাঃ)
২।তালহা বিন উবায়দুল্লাহ(রাঃ)
৩।সায়ীদ বিন জায়েদ(রাঃ)
৪।আবু লুবাবা(রাঃ)
৫।ইসম বিন আদি(রাঃ)
৬।হারিছ বিন হাতিব(রাঃ)
৭।হারিছ বিন ছুম্মা(রাঃ) ও
৮।সাওগায়াত বিন জুবায়ের(রাঃ)

বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের
মোট সংখ্যা নিয়ে কিছুটা মতভেদ
আছে। তবে প্রবল মতটি হলো ৩১৩ জন
সাহাবী সরাসরি বদর প্রান্তরের
যুদ্ধে শরীফ ছিলেন। অবশ্য যে সমস্ত
অপ্রাপ্ত বয়স্ক বালক সাহাবী এ
যুদ্ধে অংশ নিয়েছিলেন,অথচ
তাদেরকে যুদ্ধে অংশ গ্রহণের
অনুমতি প্রদান করা হয়নি তারা এ ৩১৩
জনের বাইরে। যেমন-

১।বারা বিন আজিব(রাঃ)
২।আবদুল্লাহ বিন উমর(রাঃ)
৩।আনাস ইবনে মালিক(রাঃ) ও
৪।জাবির ইবনে আবদুল্লাহ(রাঃ)

এ ছাড়া পরবর্তীকালে লেখকগণ
আসহাবে বদরের তালিকা প্রস্তুত
করতে গিয়ে কারো কারো ব্যাপারে সঠিক সিদ্ধান্তে উপনীত
হতে পারেননি যে তিনি আসহাবে বদর
ছিলেন কি ছিলেন না।
যে কারণে অধিক সতর্কতা অবলম্বন
করার মানসে ঐ সমস্ত সাহাবীকেও
আসহাবে বদরের তালিকা ভুক্ত
করা হয়েছে।ফলে আসহাবে বদরের
তালিকা দীর্ঘ হয়ে ৩৬৩ পর্যন্ত
পৌছেছে। অবশ্য এর অর্থ এ নয়
যে আসহাবে বদরের সংখ্যা ৩৬৩
ছিল,আমরা একথা আগেই বলেছি যে,
প্রবল মত হচ্ছে ৩১৩ জন। অতএব
সে অনুযায়ী ৩১৩+৪(বালক
সাহাবী)+৮(যারা রাসূল(সাঃ) এর
নির্দেশ বা অনুমতিক্রমে অংশ গ্রহণ
করেন নি।)= ৩২৩। হয়ত বা আরও কিছু
বেশিও হতে পারে। আমরা এখানে ৩৩৫
জন সাহাবীর নাম উল্লেখ করবো।তার
আগে বদর
যুদ্ধে অংশগ্রহনকারী শহীদগণের নাম
উল্লেখ করতে চাই। বদর
যুদ্ধে মুসলমানদের পক্ষের ১৪ জন
মর্দে মুজাহিদ সাহাবী শাহাদাত বরণ
করেন। অন্যমতে ১৭ জন, আবার
কারো কারো মতে ২২ জন। তবে ১৪ জন
শহীদ হওয়ার খবরটিই প্রসিদ্ধ। শহীদ ১৪ জন
সাহাবী হলেনঃঃ-


১।হযরত মাহজা বিন সালেহ(রাঃ)
২।হযরত উবায়দা বিন হারিছ(রাঃ)
৩।হযরত উমায়ের বিন ওয়াক্কাস(রাঃ)
৪।হযরত আকিল বিন বুকায়ের(রাঃ)
৫।হযরত যুশশিমালাইন উমায়ের বিন
আবদে উমায়ের(রাঃ)
আনসার সাহাবী
৬।হযরত আউফ বিন হারিছ(রাঃ)
৭।হযরত হারিছ বিন সুরাফা(রাঃ)
৮।হযরত মুয়াউয়িয বিন আফরা(রাঃ)
৯।হযরত রাফে বিন মুআল্লাহ(রাঃ)
১০।হযরত ইয়াজিদ বিন হারিছ(রাঃ)
১১।হযরত আম্মার বিন রিয়াদ(রাঃ)
১২।হযরত উমায়ের বিন হুমাম(রাঃ)
১৩।হযরত মুবাশ্বির বিন আবদুল মুনজির
(রাঃ)
১৪।হযরত সাদ বিন বিন খায়সুরা(রাঃ)
বদর।

যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের তা

১।হযরত আবুবকর সিদ্দীক (রাঃ)(মৃঃ ১৩
হি)
২।হযরত ওমর ইবনুল খাত্তাব(রাঃ)(মৃঃ ২৩
হি)
৩।হযরত উসমান ইবনে আফফান(রাঃ)
(মৃঃ ৩৫ হি)
৪।হযরত আলী ইবনে আবি তালিব(রাঃ)
(মৃঃ ৪০ হি)
৫।হযরত বিলাল বিন রাবাহ(রাঃ)(মৃ ২০
হি)
৬।হযরত আকরাম বিন আবুল আকরাম(রাঃ)
৭।হযরত ইয়াস বিন বুকায়ের(রাঃ)
৮।হযরত হামজা বিন আবদুল মুত্তালিব
(রাঃ)(মৃ ওহুদ যুদ্ধে শহীদ)
৯।হযরত হাতিব বিন আবিল
তায়া(রাঃ)(মৃ ৩০ হি)
১০।হযরত রাবিয়া বিন আকসম(রাঃ)(মৃ
খায়বার যুদ্ধে শহীদ)
১১।হযরত খুনাইছ বিন হুজায়ফা(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
১২।হযরত জুবায়ের বিন ইয়াস(রাঃ)
১৩।হযরত জাহির বিন হারাম(রাঃ)
১৪।হযরত জিয়াদ বিন কাব বিন আমর
(রাঃ)
১৫।হযরত জায়েদ বিন খাত্তাব(রাঃ)
১৬।হযরত ছায়িব বিন মাজউন
কুরাইশী(রাঃ)
১৭।হযরত সালিম বিন মা’কল(রাঃ)
১৮।হযরত ছুবরা বিন ফাতিক আল
আসাদী(রাঃ)
১৯।হযরত ছায়িব বিন উসমান বিন মাজউন
(রাঃ)
২০।হযরত সাদ বিন খাওলী(রাঃ)
২১।হযরত সাদ বিন আবি ওকাস
কুরাইশী(রাঃ)(মৃ ৫৫ হি)
২২।হযরত সালিত বিন আমার(রাঃ)(মৃ ১৪
হি)
২৩।হযরত সায়ীদ বিন জায়েদ বিন আমর
(রাঃ)(মৃ ৫১ হি)
২৪।হযরত সাওয়ীত বিন সাদ(রাঃ)
২৫।হযরত সুয়াইদ বিন মুখশী(রাঃ)
২৬।হযরত শুজা বিন আবি ওহাব(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ)
২৭।হযরত সাহল বিন বাইদা(রাঃ)
২৮।হযরত শামাস বিন উসমান(রাঃ)(মৃ ওহুদ
যুদ্ধে শহীদ)
২৯।হযরত শাকরান হাবলী(রাঃ)
৩০।হযরত সুহায়েব বিন সিনান(রাঃ)
৩১।হযরত সাফওয়ান বিন বাইদা(রাঃ)(মৃ
২৮ হি)
৩২।হযরত তালহা বিন উবায়দুল্লাহ(রাঃ)
(মৃ উষ্ট্রের যুদ্ধে শহীদ)
৩৩।হযরত তুফায়েল বিন হারিছ(রাঃ)(মৃ
৩৩ হি)
৩৪।হযরত আকিল বিন বুকায়ের(রাঃ)(মৃ
বদর যুদ্ধে শহীদ)
৩৫।হযরত তুলায়েব বিন উমায়ের(রাঃ)(মৃ
ইয়ারমুকের যুদ্ধে শহীদ)
৩৬।হযরত আমির বিন রাবীয়া(রাঃ)
৩৭।হযরত আমির বিন হারিছ(রাঃ)
৩৮।হযরত আমির বিন ফুহায়রা(রাঃ)(মৃ ৪
হি)
৩৯।হযরত আমির বিন আবদুল্লাহ(রাঃ)(মৃ
১৮ হি)
৪০।হযরত আবদুর রহমান বিন সাহল(রাঃ)
৪১।হযরত আবদুল্লাহ বিন জাহাশ(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
৪২।হযরত আবদুল্লাহ বিন সাঈদ(রাঃ)
৪৩।হযরত আবদুল্লাহ বিন সুহায়েল(রাঃ)
(মৃ ১২ হি)
৪৪।হযরত আবদুল্লাহ বিন আবদুল আসাদ
(রাঃ)(মৃ ৩ হি)
৪৫।হযরত আবদুল্লাহ বিন
মাখরামা(রাঃ)(মৃ ইয়ামামার
যুদ্ধে শহীদ)
৪৬।হযরত আবদুল্লাহ বিন মাসউদ(রাঃ)(মৃ
৩৩ হি)
৪৭।হযরত আবদুল্লাহ বিন মাজউন(রাঃ)(মৃ
৩ হি)
৪৮।হযরত আবদুর রহমান বিন আউফ(রাঃ)
৪৯।হযরত উবায়দা বিন হারিছ(রাঃ)(মৃ
বদর যুদ্ধে শহীদ)
৫০।হযরত ইয়ালিল বিন নাসির (রাঃ)(মৃ
ওমর(রাঃ) র খেলাফতকালে)
৫১।হযরত উমর বিন সুরাকা(রাঃ)(মৃ হযরত
উসমান(রাঃ)খেলাফত কালে)
৫২।হযরত আমর ইবনুল হারিছ(রাঃ)
৫৩।হযরত উসমান বিন আবি আমর(রাঃ)(মৃ
৬ হি)
৫৪।হযরত উসমান বিন মাজউন(রাঃ)
৫৫।হযরত আমর বিন আবি সারখ(রাঃ)(মৃ
৩০ হি)
৫৬।হযরত আমমার বিন ইয়াসির(রাঃ)(মৃ
৩৭ হি)
৫৭।হযরত উমায়ের বিন আউফ(রাঃ)
৫৮।হযরত উমায়ের বিন আবি ওক্কাস
(রাঃ)(মৃ বদর যুদ্ধে শহীদ)
৫৯।হযরত উকবা বিন ওহাব(রাঃ)
৬০।হযরত আউফ ইবনে আসাসা(রাঃ)(মৃ
৩৪হি)
৬১।হযরত ইয়াদ বিন জুহায়ের(রাঃ)(মৃ ৩০
হি)
৬২।হযরত আবু মারসাদ(রাঃ)(মৃ ১৪ হি)
৬৩।হযরত কসীর ইবনে আমার(রাঃ)
৬৪।হযরত কুদামা বিন আমজউন(রাঃ)(মৃ ৩৬
হি)
৬৫।হযরত মালিক বিন আবু খাওলী(রাঃ)
৬৬।হযরত মালিক বিন উমাইয়া(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ)
৬৭।হযরত মালিক বিন আমর(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ)
৬৮।হযরত মিদলাজ বিন আমর(রাঃ)(মৃ ৫০
হি)
৬৯।হযরত মুহারিজ বিন নদ্বলা(রাঃ)(মৃ ৬
হি)
৭০।হযরত মালিক বিন উমায়লা(রাঃ)
৭১।হযরত মারছদ বিন আবু মারছদ(রাঃ)(মৃ ৩
হি)
৭২।হযরত মাসউদ বিন রাবী (রাঃ)(মৃ ৩০
হি)
৭৩।হযরত মাসআব বিন উমায়ের(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
৭৪।হযরত মুয়াত্তাব বিন হামরা(রাঃ)(মৃ
৫৭ হি)
৭৫।হযরত ওয়াকিদ বিন আবদুল্লাহ(রাঃ)
(মৃ ওমর(রাঃ) খেলাফতকালে)
৭৬।হযরত মাহজা বিন সালেহ(রাঃ)(মৃ
বদর যুদ্ধে শহীদ)
৭৭।হযরত মামার বিন আবি ছারাহ
(রাঃ)(মৃ ৩০ হি)
৭৮।হযরত ওহাব বিন মিহসা(রাঃ)
৭৯।হযরত ওহাব বিন বিন আবি সারাহ
(রাঃ)
৮০।হযরত ইয়াজিদ বিন রুকায়েছ(রাঃ)
৮১।হযরত হেলাল বিন
আবি খাওলী(রাঃ)
৮২।হযরত ওহাব বিন সাদ(রাঃ)(মৃ মুতার
যুদ্ধে শহীদ)
৮৩।হযরত আবু হুজায়ফ বিন উতবা(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধ শহীদ)
৮৪।হযরত আবু ওয়াকিদ লায়ছী(রাঃ)(মৃ
৬৮ হি)
৮৫।হযরত আবু কাবাশা(রাঃ)
৮৬।হযরত আবু ছাবুরা(রাঃ)(মৃ ওসমান
(রাঃ) র খেলাফতকালে)
আনসার সাহাবী
৮৭।হযরত উবাই বিন কাব(রাঃ)(মৃ ২০ হি)
৮৮।হযরত উসায়েদ বিন হুদায়ের (রাঃ)(মৃ
২১ হি)
৮৯।হযরত উবাই বিন সাবিত(রাঃ)(মৃ
বীরে মাউনার যুদ্ধে শহীদ)
৯০।হযরত আসবোরা বিন আমর(রাঃ)
৯১।হযরত আনাস বিন মুয়াজ(রাঃ)(মৃ
উসমান(রাঃ)র খেলাফতকালে)
৯২।হযরত আনাছ বিন মালিক(রাঃ)(মৃ
৯২/৯৩ হি)
৯৩।হযরত আনিস বিন কাতাদাহ(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
৯৪।হযরত আনাসা মাওলায়ে রাসুলুল্লাহ
(রাঃ)(মৃ আবুবকর(রাঃ) এর
খেলাফতকালে)
৯৫।হযরত আউস বিন খাওলী(রাঃ)(মৃ
ঊসমান(রাঃ) এর খেলাফতকালে)
৯৬।হযরত আউস বিন সাবিত (রাঃ)(মৃ ওহুদ
যুদ্ধে শহীদ)
৯৭।হযরত আউস বিন সামিত(রাঃ)(মৃ
ওসমান(রাঃ) এর খেলাফতকালে)
৯৮।হযরত বিশর বিন বারা বিন মারুর
(রাঃ)(মৃ খায়বর এ বিষ প্রয়োগে)
৯৯।হযরত ইয়াছ বিন ওদকা(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ ১২ হি)
১০০।হযরত বশির বিন সাদ (রাঃ)(মৃ আইনুত
তামারের যুদ্ধে শহীদ)
১০১।হযরত সাবিত বিন আকরাম(রাঃ)(মৃ
১২ হি)
১০২।হযরত সাবিত বিন জাজা(রাঃ)(মৃ
তায়েফের যুদ্ধে শহীদ)
১০৩।হযরত সাবিত বিন খালিদ(রাঃ)(মৃ
ইয়ামামা অথবা বীরে মাউনার যুদ্ধে )
১০৪।হযরত সাবিত বিন ওবায়দা(রাঃ)(মৃ
সিফফিনের যুদ্ধে শহীদ)
১০৫।হযরত সাবিত বিন আমির(রাঃ)(মৃ ১২
হি)
১০৬।হযরত সাবিত বিন আমর(রাঃ)(মৃ
ওহুদের যুদ্ধে শহীদ)
১০৭।হযরত সালাবা নি হাতিব(রাঃ)
১০৮।হযরত সাবিত বিন হাজাল(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ ১২ হি)
১০৯।হযরত সালাবা বিন আমর(রাঃ)(মৃ
ওমর(রাঃ) এর খেলাফতকালে শহীদ)
১১০।হযরত জাবির ইবনে আবদুল্লাহ(রাঃ)
১১১।হযরত সালাবা বিন গনামা(রাঃ)
(মৃ খন্দকের যুদ্ধে শহীদ)
১১২।হযরত জাবির বিন আতিক(রাঃ)(মৃ
৬১ হি)
১১৩।হযরত যুবায়ের বিন আদি(রাঃ)(মৃ ৪
হি ফাসির কাষ্ঠে ঝুলিয়ে)
১১৪।হযরত হারিছা বিন সুরাকা(রাঃ)(মৃ
বদরের যুদ্ধে প্রথম শহীদ)
১১৫।হযরত খাল্লাদ বিন রাফে(রাঃ)
১১৬।হযরত রেফায়া বিন রাফে(রাঃ)(মৃ
মুয়াবিয়া(রাঃ) এর শাসনকালের
প্রথমদিকে)
১১৭।হযরত রবী বিন ইয়াছ(রাঃ)
১১৮।হযরত আবু লুবাবা রেফায়া বিন
আবদুল মুনজির(রাঃ)(মৃ আলী(রাঃ) এর
খেলাফতকালে)
১১৯।হযরত রেফায়া বিন আমর(রাঃ)
১২০।হযরত রেফায়া বিন আমর বিন
জায়েদ(রাঃ)
১২১।হযরত যায়েদ বিন দাছনা(রাঃ)(মৃ ৩
হি শহীদ)
১২২।হযরত জায়েদ বিন আসিম(রাঃ)
১২৩।হযরত জায়েদ বিন সাহল(রাঃ)(মৃ ৫১
হি)
১২৪।হযরত জায়েদ বিন মুজাইন(রাঃ)(মৃ
রজীর ঘটনার দিন ধরে নিয়ে শহীদ
করা হয়)
১২৫।হযরত জিয়াদ বিন লবীদ(রাঃ)(মৃ
মুয়াবিয়া(রাঃ)এর শাসনামলে)
১২৬।হযরত সালিম বিন ওমায়ের(রাঃ)(মৃ
মুয়াবিয়া(রাঃ) এর শাসনামলে)
১২৭।হযরত সুরাকা বিন আমর(রাঃ) (মৃ
মুতার যুদ্ধে শরীফ হন)
১২৮।হযরত সুবায়ে বিন কায়েস(রাঃ)
১২৯।হযরত সুফিয়ান বিন বিশর(রাঃ)
১৩০।হযরত সাদ বিন খাওলী(রাঃ)(মৃ বদর
যুদ্ধে শহীদ হন)
১৩১।হযরত সুরাকা বিন কা’ব(রাঃ)(মৃ
মুয়াবিয়ার শাসনামলে)
১৩২।হযরত সাদ বিন খায়সুমা(রাঃ)(মৃ বদর
যুদ্ধে শহীদ)
১৩৩।হযরত সাদ বিন সাহল(রাঃ)
১৩৪।হযরত সাদ বিন রাবী(রাঃ)(মৃত অহুদ
যুদ্ধে শহীদ হন)
১৩৫।হযরত সাদ বিন উবায়েদ(রাঃ)(মৃ ১৫
হি কাদেসিয়ার যুদ্ধে শহীদ হন)
১৩৬।হযরত সাদ(রাঃ)
১৩৭।হযরত সাদ বিন জায়েদ(রাঃ)
১৩৮।হযরত সাদ বিন উসমান(রাঃ)
১৩৯।হযরত সায়ীদ বিন সুহায়েল(রাঃ)
১৪০।হযরত সাদ বিন মু’আজ(রাঃ)(মৃ
খন্দকের যুদ্ধে তীরের আঘাত প্রাপ্ত
হয়ে পরবর্তীকালে শহীদ হন)
১৪১।হযরত সুফিয়ান বিন বশর(রাঃ)
১৪২।হযরত সালমা বিন সাবিত(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
১৪৩।হযরত সালামা আসসালাম(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
১৪৪।হযরত সালমা বিন হাতিব(রাঃ)
১৪৫।হযরত সুলাইত বিন কায়েছ(রাঃ)(মৃ
জাসারে আবু উবায়েদের ঘটনায় শহীদ)
১৪৬।হযরত সালমা বিন সালামত(রাঃ)(মৃ
৫৫ হি)
১৪৭।হযরত সুলাইম বিন হারিস(রাঃ)(মৃ
বদর যুদ্ধে শহীদ)
১৪৮।হযরত সুলাইম বিন আমার(রাঃ)(মৃ ওহুদ
যুদ্ধে শহীদ)
১৪৯।হযরত সুলাইম বিন মিলহান(রাঃ)(মৃ
বীরে মাউনার যুদ্ধে শহীদ)
১৫০।হযরত সুলাইম বিন কায়েস(রাঃ)
১৫১।হযরত সেমাক বিন সাদ(রাঃ)(মৃ বদর
যুদ্ধে শহীদ)
১৫২।হযরত সেমাক বিন খরশাতা(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ)
১৫৩।হযরত সেনান বিন আবি সেনান
(রাঃ)
১৫৪।হযরত সাহল বিন হুনায়েফ(রাঃ)(মৃ
২৮ হি)
১৫৫।হযরত সেনান বিন সাইফী(রাঃ)
১৫৬।হযরত সাহল বিন আতিক(রাঃ)
১৫৭।হযরত সুহায়েল বিন রাফে(রাঃ)(মৃ
ওমর(রাঃ) এর খেলাফতকালে)
১৫৮।হযরত সাহল বিন কায়েস(রাঃ)(মৃ ওহুদ
যুদ্ধে শহিদ)
১৫৯।হযরত সুহায়েল বিন আমর(রাঃ)(মৃ ৩৭
হি সিফফিনের যুদ্ধে শহীদ)
১৬০।হযরত সাওয়াদ বিন ইয়াজিদ(রাঃ)
১৬১।হযরত সাওয়াদ ইবনে গাজিয়্যাহ
(রাঃ)
১৬২।হযরত দ্বাহাক বিন হারিছা(রাঃ)
১৬৩।হযরত দামরা বিন আমর(রাঃ)(মৃ ওহুদ
যুদ্ধে শহীদ)
১৬৪।হযরত দাহাক বিন আবদে আমর(রাঃ)
১৬৫।হযরত তোফায়েল বিন মালিক
(রাঃ)
১৬৬।হযরত আসিম বিন সাবিত(রাঃ)(মৃ
মক্কা ও গাসফানের মধ্যবর্তী স্থানে বনু
লাহইয়ান গোত্রের
লোকেরা তাকে শহীদ করে )
১৬৭। হযরত আমির বিন উমাইয়া(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
১৬৮।হযরত আসিম বিন কায়েস(রাঃ)
১৬৯।হযরত আমির বিন সাবিত(রাঃ)
১৭০।হযরত আমির বিন আবদে আমর(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
১৭১।হযরত আরিজ বিন মা’য়ীদ(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ)
১৭২।হযরত আমির বিন মুখাল্লাদ(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
১৭৩।হযরত আবদুল্লাহ বিন
সালাবা(রাঃ)
১৭৪।হযরত আবদুল্লাহ বিন আনজাদ(রাঃ)
১৭৫।হযরত আবদুল্লাহ বিন জুবায়ের(রাঃ)
(মৃ ওহুদ যুদ্ধে শহীদ)
১৭৬।হযরত আবদুল্লাহ বিন হুমায়ের(রাঃ)
১৭৭।হযরত আবদুল্লাহ বিন
রাওয়াহা(রাঃ)(মৃ মুতার যুদ্ধে শহীদ)
১৭৮।হযরত আবদুল্লাহ বিন রাবী(রাঃ)
১৭৯।হযরত আবদুল্লাহ বিন জায়েদ(রাঃ)
(মৃ ৩২ হি)
১৮০।হযরত আবদুল্লাহ বিন
সালিমা(রাঃ)(মৃ ওহুদ যুদ্ধে শহীদ)
১৮১।হযরত আবদুল্লাহ বিন আমির(রাঃ)
১৮২।হযরত আবদুল্লাহ বিন তারিফ(রাঃ)
(মৃ রজী নামক স্থানে শহীদ)
১৮৩।হযরত আবদুল্লাহ বিন আবদে মনাফ
(রাঃ)
১৮৪।হযরত আবদুল্লাহ বিন উবায়েস(রাঃ)
১৮৫।হযরত আবদুল্লাহ বিন আবাস(রাঃ)
১৮৬।হযরত আবদুল্লাহ বিন সাহল(রাঃ)
১৮৭।হযরত আবদুল্লাহ বিন উরফুতা(রাঃ)
১৮৮।হযরত আবদুল্লাহ বিন আবদুল্লাহ
(রাঃ)(মৃ ১২ হি ইয়ামামার যুদ্ধে শহীদ)
১৮৯।হযরত আবদুল্লাহ বিন আমর বিন
হারাম(রাঃ)(মৃ ওহুদ যুদ্ধে শহীদ)
১৯০।হযরত আবদুল্লাহ বিন কায়েস বিন
খালিদ(রাঃ)(মৃ উসমান(রাঃ) এর
খেলাফতকালে)
১৯১।হযরত আবদুল্লাহ বিন
কা’বা মাজিনী(রাঃ)(মৃ উসমান
(রাঃ) এর শাসনকালে)
১৯২।হযরত আবদুর রহমান বিন জবর(রাঃ)(মৃ
৩৪ হি)
১৯৩।হযরত আবদুল্লাহ বিন নো’মান(রাঃ)
১৯৪।হযরত আবদুর রহমান বিন আবদুল্লাহ
(রাঃ)(মৃ ইয়ামামার যুদ্ধে শহীদ)
১৯৫।হযরত আবদে রাব্বি বিন হক্ক(রাঃ)
১৯৬।হযরত আবদুর রহমান বিন কাব(রাঃ)
(তাবুক যুদ্ধে অংশ গ্রহণ না করার
কারণে প্রচন্ড অনুতপ্ত হওয়ার
প্রেক্ষিতে পবিত্র কোরআনের আয়াত
নাযিল হয়)
১৯৭।হযরত আব্বাদ বিন বিশর(রাঃ)
১৯৮।হযরত আব্বাদ বিন কয়েস(রাঃ)(মৃ
মুতার যুদ্ধে শহীদ)
১৯৯।হযরত আব্বাদ বিন খাশখাশ(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
২০০।হযরত আব্বাদ বিন কায়েস(রাঃ)(মৃ
মুতার যুদ্ধে শহীদ)
২০১।হযরত উবাদা বিন কায়েস(রাঃ)(মৃ
মুতার যুদ্ধে শহীদ)
২০২।হযরত উবাদা বিন সামিত(রাঃ)(মৃ
৩২ হি)
২০৩।হযরত উবায়েদ বিন আবু উবায়েদ
(রাঃ)
২০৪।হযরত উবাদা বিন কায়েস(রাঃ)(মৃ
মুতার যুদ্ধে শহীদ)
২০৫।হযরত উবায়দা বিন তাইয়্যিহান
(রাঃ)(মৃ ওহুদ যুদ্ধে শহীদ)
২০৬।হযরত উবায়েদ বিন বিন জায়েদ
(রাঃ)
২০৭।হযরত উবায়েদ বিন আউস(রাঃ)
২০৮।হযরত আবস বিন আমির(রাঃ)
২০৯।হযরত উৎবা বিন গাজওয়ান(রাঃ)(মৃ
১৫ হি)
২১০।হযরত উৎবা বিন আওদুল্লাহ(রাঃ)
২১১।হযরত ইতবান বিন মালিক(রাঃ)
২১২।হযরত উসায়মা(রাঃ)
২১৩।হযরত আদি বিন জাগবা(রাঃ)(মৃ ওমর
(রাঃ) র খেলাফতকালে)
২১৪।হযরত উসায়মা(রাঃ)(মৃ
মুয়াবিয়া(রাঃ) র শাসনামলে)
২১৫।হযরত উকবা বিন আমির(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ)
২১৬।হযরত আতিয়া ইবনে নূওয়াইয়া(রাঃ)
২১৭।হযরত উকবা বিন রাবিয়া(রাঃ)
২১৮।হযরত উকবা বিন ওহাব(রাঃ)
২১৯।হযরত উকবা বিন উসমান(রাঃ)
২২০।হযরত আলিফা বিন আদি(রাঃ)
২২১।হযরত আমার বিন ইয়াস(রাঃ)
২২২।হযরত আমার বিন সালবা(রাঃ)
২২৩।হযরত আমর বিন জুমুহ(রাঃ)(মৃ ওহুদ
যুদ্ধে শহীদ)
২২৪।হযরত আওর বিন আউফ(রাঃ)
২২৫।হযরত আমর বিন আতামা(রাঃ)
২২৬।হযরত আমর বিন গজিয়া(রাঃ)
২২৭।হযরত আমর বিন মুয়াজ(রাঃ)(মৃ ওহুদের
যুদ্ধে শহীদ)
২২৮।হযরত উমারা বিন হাজম (রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ)
২২৯।হযরত উমায়ের বিন আমির(রাঃ)
২৩০।হযরত আমর বিন মুয়িদ(রাঃ)
২৩১।হযরত উমর বিন হারিছ(রাঃ)
২৩২।হযরত উমায়ের হুমাম (রাঃ)(মৃ বদর
যুদ্ধে শহীদ)
২৩৩।হযরত উমায়ের(রাঃ)
২৩৪।হযরত উমায়ের বিন মাবদ(রাঃ)
২৩৫।হযরত আমমার বিন যিয়াদ(রাঃ)(মৃ
বদর যুদ্ধে শহীদ)
২৩৬।হযরত আউফ বিন আছরা(রাঃ)
২৩৭।হযরত আনতারা(রাঃ)(মৃ ওহুদ
অথবা সিফফিনের যুদ্ধে শহীদ)
২৩৮।হযরত উয়েম বিন সায়োদা(রাঃ)(মৃ
রাসূল(সাঃ) এর জীবদ্দশায়)
২৩৯।হযরত গানাম(রাঃ)
২৪০।হযরত ওয়াইমীর বিন আশকর(রাঃ)
২৪১।হযরত ফারওয়া বিন আমার(রাঃ)
২৪২।হযরত কাতাদা বিন নোমান(রাঃ)
(মৃ ২৩ হি)
২৪৩।হযরত ফাকেহা বিন বশীর(রাঃ)(মৃ
বদর যুদ্ধে শহীদ)
২৪৪।হযরত কায়েস বিন সাকান(রাঃ)(মৃ
১৫ হি জাসরে আবু ওবায়েদ যুদ্ধে শহীদ
হন)
২৪৫।হযরত কুতবা বিন আমির(রাঃ)(মৃ
ওসমানের শাসনামলে শহীদ হন)
২৪৬।হযরত কায়েস বিন আমর(রাঃ)
২৪৭।হযরত কায়েস বিন মাখলাদ(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
২৪৮।হযরত কায়েস বিন মিহছান(রাঃ)
২৪৯।হযরত কায়েস বিন
আবি ছা’ছা(রাঃ)
২৫০।হযরত কাব বিন জায়েদ(রাঃ)(মৃ
খন্দকের যুদ্ধে শহীদ হন)
২৫১।হযরত কাব বিন জাম্মাজ(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ হন)
২৫২।হযরত কাব বিন আমর(রাঃ)(মৃ ৫৫ হি)
২৫৩।হযরত মালিক বিন দুখাইশম(রাঃ)
২৫৪।হযরত মালিক বিন তাইহান(রাঃ)(মৃ
১২ হি)
২৫৫।হযরত মালিক বিন রাফে(রাঃ)
২৫৬।হযরত মালিক বিন কুদামা(রাঃ)
২৫৭।হযরত মালিক বিন রাবিয়া(রাঃ)
(মৃ ৫০ হি আসহাবে বদরের তিনিই
সর্বশেষ ওয়াত প্রাপ্ত ব্যক্তি)
২৫৮।হযরত মালিক বিন মাসঊদ(রাঃ)
২৫৯।হযরত মুবশশির বিন আবদুল মুনজির
(রাঃ)
২৬০।হযরত মালিক বিন
নোমায়লা(রাঃ)
২৬১।হযরত মুজাজির বিদ যিয়াদ(রাঃ)(মৃ
ওহুদের যুদ্ধে শহীদ)
২৬২।হযরত মুহম্মদ বিন মুসলিমা(রাঃ)(মৃ ৪৭
হি)
২৬৩।হযরত মুহাররিজ বিন আমির(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধের দিন ভোরে)
২৬৪।হযরত মুরাবা বিন রাবিয়া(রাঃ)।
(তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য
যে তিনজন সাহাবীর তওবা কবুল হওয়ার
ঘটনা কোরানে উল্লেখ
করা হয়েছে তিনি তাদের অন্যতম।)
২৬৫।হযরত মাসউদ বিন খালদা(রাঃ)(মৃ
বীরে মাউনা অথবা খায়বার
যুদ্ধে শহীদ হন)
২৬৬।হযরত মাসউদ বিন আউস(রাঃ)(মৃ ওমর
(রাঃ) র আমলে)
২৬৭।হযরত মাসউদ বিন রাজী(রাঃ)(মৃ ৩০
হি)
২৬৮।হযরত মাসউদ বিন আবদে সউদ(রাঃ)
২৬৯।হযরত মাসউদ বিন সাদ(রাঃ)(মৃ
বীরে মাউনার ঘটনায় শহীদ)
২৭০।হযরত মুয়াজ ইবনে জাবাল(রাঃ)(মৃ
১২ হি)
২৭১।হযরত মুয়াজ বিন আমর ইবনুল জুমুহ
(রাঃ)র (তারই আক্রমণে আবু জেহেল
মাটিতে গড়িয়ে পড়ে এবং নিহত হয়)
২৭২।হযরত মুয়াজ বিন আফরা(রাঃ)(মৃ
আলী(রাঃ)র খেলাফতকালে )
২৭৩।হযরত মুয়াজ ইবনে মায়িদ(রাঃ)(মৃ
বীরে মাউনার ঘটনায় শহীদ)
২৭৪।হযরত মা’বদ বিন কয়েস(রাঃ)
২৭৫।হযরত মা’বদ ইবনে উবাদা(রাঃ)
২৭৬।হযরত মা’বদ বিন ওহব(রাঃ)
২৭৭।হযরত মুয়াত্তাব ইবনে উবায়েদ
(রাঃ)
২৭৮।হযরত মুয়াত্তাব বিন বশীর(রাঃ)
২৭৯।হযরত মাকাল বিন মুহাজির(রাঃ)
২৮০।হযরত মাআন বিন আদি(রাঃ)
২৮১।হযরত মা’মুর বিন হারিস(রাঃ)
২৮২।হযরত মা’আন বিন ইয়াজিদ(রাঃ)
২৮৩।হযরত মুআওয়ীজ বিন আফরা(রাঃ)
২৮৪।হযরত মা’আন বিন আফরা(রাঃ)
২৮৫।হযরত মুলাইল বিন ওয়ীরা(রাঃ)
২৮৬।হযরত মুনজির বিন উরফুজা(রাঃ)
২৮৭।হযরত মুনজির বিন কুদামা(রাঃ)
২৮৮।হযরত মুনজির বিন মুহাম্মদ(রাঃ)(মৃ
বীরে মাউনার ঘটনায় শহীদ)
২৮৯।হযরত নসর বিন হারিস(রাঃ)
২৯০।হযরত নাহাস বিন সালাবা(রাঃ)
২৯১।হযরত নোমান বিন আবি খাজামাহ
(রাঃ)
২৯২।হযরত নোমান বিন আবদে আমর
(রাঃ)(মৃ ওহুদ যুদ্ধে শহীদ)
২৯৩।হযরত নোমান বিন সিনান(রাঃ)
২৯৪।হযরত নোমান বিন আকর(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ)
২৯৫।হযরত নোমান বিন মালিক(রাঃ)
২৯৬।হযরত নোমান বিন আমর(রাঃ)(মৃ
মুয়াবিয়ার শাসনামলে)
২৯৭।হযরত নোয়ায়েমান বিন আমর(রাঃ)
(মৃ মুয়াবিয়া (রাঃ) এর শাসনামলে)
২৯৮।হযরত হানি বিন নাইয়ার(রাঃ)(মৃ
৪৫ হি)
২৯৯।হযরত নওফল বিন সালাবা(রাঃ)(মৃ
ওহুদ যুদ্ধে শহীদ)
৩০০।হযরত হোবায়েল বিন ওবরাহ(রাঃ)
৩০১।হযরত হেলাল বিন মুয়াল্লা(রাঃ)
৩০২।হযরত হেলাল বিন উমাইয়া(রাঃ)।
(তাবুক যুদ্ধে যে তিনজন অংশগ্রহণ
না করার কারণে অনুতপ্ত হয়েছিলেন
তিনি তার একজন।)
৩০৩।হযরত হোমাম বিন হারিস(রাঃ)
৩০৪।হযরত ওদিয়া বিন আমর (রাঃ)
৩০৫।হযরত ওদকা বিন ইয়াস(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ)
৩০৬।হযরত ইয়াজিদ বিন সালাবা(রাঃ)
৩০৭।হযরত ইয়াজিদ বিন মুনজির(রাঃ)
৩০৮।হযরত ইয়াজিদ বিন হারিস(রাঃ)(মৃ
বদর যুদ্ধে শহীদ)
৩০৯।হযরত আবু সরমা(রাঃ)(শীর্ষ স্থানীয়
কবি ছিলেন)
৩১০।হযরত আবু ঈসা হারিসী(রাঃ)(মৃ
ওসমান(রাঃ)র খেলাফতকালে)
৩১১।হযরত আবু দাইয়াহ(রাঃ)(মৃ খায়বার
যুদ্ধে শহীদ)
৩১২।হযরত আবু মুলাইল((রাঃ)
৩১৩।হযরত আবু ফুদালা(রাঃ)
এছাড়া কোন কোন ঐতিহাসিকদের
মতে নম্নোক্ত সাহাবীগণও বদর
যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন-
৩১৪।হযরত আমর বিন কায়েস(রাঃ)
৩১৫।হযরত আবদুল্লাহ বিন ছুরাকা(রাঃ)
৩১৬।হযরত আসআদ বিন ইয়াজিদ(রাঃ)
৩১৭।হযরত রেফায়া বিন হারেস(রাঃ)
৩১৮।হযরত যায়েদ বিন আছলাম(রাঃ)
৩১৯।হযরত যায়েদ বিন ওদীয়া(রাঃ)
৩২০।হযরত আসিম বিন বুকায়ের(রাঃ)
৩২১।হযরত আমির বিন সালমা(রাঃ)
৩২২।হযরত আবদুল্লাহ বিন সাদ বিন
খায়সুমা(রাঃ)
৩২৩।হযরত আবদুল্লাহ বিন সাহেল(রাঃ)
(মৃ খন্দকের যুদ্ধে শহীদ)
৩২৪।হযরত আবদুল্লাহ বিন উমায়ের(রাঃ)
৩২৫।হযরত আবদুল্লাহ বিন কায়েস সখর
(রাঃ)
৩২৬।হযরত আব্বাদ বিন কায়েস(রাঃ)
৩২৭।হযরত ইসমত(রাঃ)
৩২৮।হযরত আসমত ইবনে হাসীন(রাঃ)
৩২৯।হযরত উকবা বিন আমর(রাঃ)
৩৩০।হযরত উমায়ের বিন হারাম(রা)
৩৩১।হযরত নুমান বিন কাওকাল(রাঃ)
৩৩২।হযরত ইয়াজিদ বিন আখনাস(রাঃ)
৩৩৩।হযরত ইয়াজিদ বিন সাবিত(রাঃ)(মৃ
ইয়ামামার যুদ্ধে শহীদ)
৩৩৪।হযরত ইয়াজিদ বিন আমির (রাঃ)
৩৩৫।হযরত আবু কাতাদা(রাঃ)(মৃ ৪১ হি)
 
Top