"শূন্য রাজ্যে পড়িয়া"
[লেখক :: আরিফ ওয়াকিজ]

তুমি কেমন প্রেমের কারিগর
প্রেম লীলার বাজারে? 
আসিয়া তুমি ফের চলে যাও 
প্রেমে মজাইয়া মোরে! 

সাগর সমান তৃষ্ণায় আমি
দিলা এই বিন্দু জল!
ডুবিয়া থাকি প্রেম সাগরে
মিটেনা কভু তৃষ্ণা ছল।

কেমন শারাব পান করিলাম
মাতাল হেলে দুলে,
পাগল মজনুন প্রেম শারাবি
সাথী স্বজন বলে।

আবার রইবে নিথর দেহ
শূন্য রাজ্যে পড়িয়া,
সঞ্চাল করো প্রান তাতে
দয়াল আবার আসিয়া।

মনের হালত জানো সবি
তবুও কেনো বাহানা!
একা আমি নই তো শুধু
পাগল সারা জামানা।

আমার আবার কিসের ভয়
কিসের চিন্তা তাতে? 
দোয়া হোক কবুল বা রদ
তোমার দামান হাতে।

আনা মাজনুন আহমদ তৈয়্যব
তাহের সাবের পেশওয়ারী,
ওয়াকিজ সদা এই দুয়ারের
অধম পাপী ভিখারী।


 
Top