কৃতঃ মোহাম্মদ হাসান শামস উদ্দিন
আমাকে অনেকেই প্রশ্ন করেন, প্রকৃত ওলি চেনার উপায় কি?
উত্তর - বর্তমান আধুনিক বা কলি যুগে পীর বা ওলি চেনা খুবই দুষ্কর। আল্লাহ যাকে ওলি বানাবেন তিনিই ওলী হওয়ার যোগ্যতা অর্জন করবেন। কেহ কাউকে ওলি বানাতে পারেন না। আল্লাহর তরফ থেকে ওলীত্বের  নির্দেশনা আসে তিন ভাবে ১) মাধ্যমের সাহায্যে (পীর অলি আউলিয়া গাউস কুতুব) ২) গোপনে ৩) স্বপ্নযোগে।  তবে জাহেরী ভাবে ওলি বা পীর চেনার একেবারে প্রাথমিক সহজ পদ্ধতি হলো। মুখমন্ডলে নুর আছে কিনা এবং নিয়মিত মোরাকাবা করেন কিনা। এই দুটো জিনিস যদি অনুপস্থিত থাকে তাহলে ধরে নিতে হবে যে, সে প্রকৃত ওলি বা পীর না। প্লেয়ার হতে হলে খেলতে হবে। সংগীত শিল্পী হতে হলে সংগীত চর্চা করতে হবে। কবি হতে হলে কাব্য সাধনা করতে হবে। ঠিক তেমনিভাবে আধ্যাত্মিক জগতে বিচরণ করতে হলে তাকে অবশ্যই অবশ্যই নিয়মিত মোরাকাবা চর্চা করতে হবে এর কোনো বিকল্প নেই নেই নেই (পাশাপাশি শরীয়ত বা ব্যাকরণ ও চর্চা করতে হবে)। মোরাকাবা ব্যতীত পীর বা ওলী হতে পেরেছে মানব সভ্যতার ইতিহাসে একজনকেও খুঁজে পাওয়া যাবে না। মোরাকাবা হচ্ছে আধ্যাত্মিক জগতে  ভ্রমণের বা সংযোগ স্থাপনের প্রথম ও পূর্বশর্ত‌ তার সাথে প্রেম হচ্ছে অনুষঙ্গ। নবীজিও করে গেছেন। নবীজি অবশ্য দুই ধরনের মোরাকাবা করতেন। গভীর রাতে নিভৃতে ফিকির করা(মোরাকাবা/চিন্তা) হাজার বছরের ইবাদতের সমান।
 
Top