♥ কাসীদায়ে সায়্যিদিল মুরসালিন (ﷺ) 

লেখক→ (মাসুম বিল্লাহ সানি)

     (১)

নবীর শানে বিদ্বেষীগণ, ওহে মূর্খ বেয়াদবেরা তোমরা শোনে রাখো-

- প্রাণ ব্যতীত যেমন প্রাণীকুল কল্পনাও করা যায় না। তেমনি নবীর প্রতি ভালবাসা ব্যতীত কেউ ইমানদার হবে সেটা কল্পনাও করা যায় না।

- হ্যাঁ, আমরা নবী ছাড়া আর কিছুই বুঝি না।

- আমল, আখলাক সবকিছু প্রিয়নবীর ভালবাসাতেই হয়ে থাকে।

- খোদাকে চিনেছি প্রিয় নবীর উসীলাতেই। 

- আর খোদার একাত্ববাদের ঘোষণা করতে শিখেছি প্রিয় নবীর আহবানেই। 

- খোদার বানী আল-কুরআন পেয়েছি প্রিয় নবীর উপর তা নাজিল হওয়াতেই।

- খোদার সাথে মুমিনগণ সালাতের মাধ্যমে মেরাজের সুযোগ পেয়েছে নবীর প্রস্তাবেই।

- যাকে ভালবাসার নাম ইমান, যার ভালবাসা শিক্ষা দিচ্ছে স্বয়ং আল্লাহ তায়ালা, যিনি নবীদেরও নবী, ইমামুল আম্বিয়া (ﷺ)

- সেই প্রাণ প্রিয় নবী তিনি তাজেদারে মদীনা মেরে আক্বা হযরত সায়্যিদুনা রাসুলাল্লাহ, হাবিবুল্লাহ  (ﷺ) এর কদম মোবারকে লক্ষ কোটি সালাম।

     (২)

- সীমাহীন অঝোর বারিধারার প্রতিটি ফোটা যেন আপনার ভালবাসায় সিক্ত, 

ইহা এজন্য যে হযরতের নগরীর অলি-গলিতে বহমান পদধূলির স্পর্শ পেয়েছিল বলে।

- রহমত, ক্ষমা ও করুণার শেষ আশ্রয়স্থল, পরম পরমাত্মা, দয়ার সাগর ওগো হযরত (ﷺ)! 

- ইয়া রাসুলুল্লাহ (ﷺ) যতক্ষণ আপনার প্রতি অগাধ ভালবাসা আছে, ততক্ষণই আমি মানুষ। 

তার অবর্তমানে আমি পশুর চাইতে অধম। 

- আল্লাহর নিকট প্রার্থনা করি এমন দিন আসার আগেই যেন আমার মৃত্যু হয়।

- আপনাকে ভালবেসেই যেন মরতে পারি, কারণ সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ট ও শেষ আশ্র‍য়স্থল,

খোদা তায়ালার রহমতের উৎস, করুণার দরিয়া সবকিছু তো আপনিই।

   (৩)

- হে আল্লাহ আমাকে আপনি এমন ইলম দান করুন যাতে করে আমি আমার তামাম জিন্দেগী আপনার ও আপনার হাবীব (ﷺ) এর শান-মান ও সিফাত বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত হতে পারি। 

- আমাকে এমন জ্ঞান দান করিয়েন না যাতে করে আমি গোস্তাখকারী (বেয়াদব) দের অন্তর্ভুক্ত হই।

- নিঃসন্দেহে আপনার হাবীব (ﷺ) এর আদবের মধ্যেই সিরাতুল-মুস্তাকিম রয়েছে। কারণ-

⛔" রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ 
যে ব্যক্তি আমার অনুসরণ করল, সে আল্লাহরই অনুসরণ করল, 

আর যে ব্যক্তি আমার নাফরমানী করল, সে তো আল্লাহ্‌রই নাফরমানী করল।"

★ সুনানু ইবনে মাজাহঃ- ০৩

 
Top