পবিত্র তাফসিরগ্রন্থে কালিমার বর্ণনা
তাফসিরে ইবনে কাছির
➖➖➖
তাফসিরে    ইবনে   কাছির,    তাফসিরে    কুরতুবি,    তাফসিরে বাহরুল       মুহিত,      তাফসিরে       রুহুল      মায়ানী,      তাফসিরে জালালাইন,   আইসারুত   তাফাসির,   তাফসিরে   তাবারীসহ  প্রায়    সকল     তাফসিরের    মধ্যে      মুফাসসিরীনে    কেরামগণ কালিমায়ে      তাইয়্যিবা      ‘লা      ইলাহা      ইল্লাল্লাহু      মুহাম্মাদুর  রাসূলুল্লাহ’ বর্ণনা করেছেন। নিম্নে ধারাবাহিকভাবে কয়েকটি তাফসিরের উদ্ধৃতি পেশ করা হল।

তাফসিরে ইবনে কাছির
==========
আল্লামা  ইবনে   কাছির   স্বীয়   গ্রন্থে  বিভিন্ন  সূরার   তাফসিরে পূর্ণ কালিমার দলিল পেশ করেছেন-

ক.    আল্লাহতা’য়ালা      সূরা     সাফফাতের    ২৬    নং     আয়াতে  বলেছেন-

فانزل الله سكينته  على  رسوله  وعلى المؤمنين  والزمهم  كلمة التقوى وكانوا احق بها واهلها-
অর্থ:  অতঃপর  আল্লাহ তাঁর রাসূল ও মুমিনদের    উপর স্বীয় প্রশান্তি     নাযিল     করেন      এবং      তাদের      জন্য       কালিমায়ে তাকওয়া  অপরিহার্য   করে   দিলেন।  বস্তুত  তারাই  ছিল  এর অধিকতর যোগ্য ও উপযুক্ত।

উক্ত আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাছির বলেন-

وقال  الله    جل   ثناؤه    والزمهم  كلمة    التقوى  وكانوا  احق  بها  واهلها وهى  لا اله الا  الله محمد   رسول الله-   فاستكبروا عنها واستكبرعنها المشركون يوم الحديبية

অর্থ:     আল্লাহতা’য়ালা    বলেন-   এবং   আল্লাহ   তাদের   জন্য  তাকওয়ার    কালিমা     অপরিহার্য       করে    দিলেন।    আর     সে কালিমা   হল-   لا     اله     الا   الله     محمد   رسول   الله   ।   পূর্ববর্তী সম্প্রদায়ের  লোকেরা   এ  কালিমা   সম্পর্কে   ঔদ্ধত্য    প্রদর্শন করেছিল।       ঠিক      এমনিভাবে       হুদায়বিয়ার       সন্ধির       দিন মুশরিকগণ   এ কালিমা সম্বন্ধে অহংকার  প্রদর্শন  করেছিল।  উক্ত  মতের   পক্ষে  দলিল  হিসেবে   আল্লামা   ইবনে     কাছির  বলেন-

قال عطاء الخراسانى هى لا اله الا الله محمد رسول الله

অর্থ:   আত্বা আল  খুরাসানি বলেছেন- এই কালিমা  হল- ‘লা ইলাহা        ইল্লাল্লাহু       মুহাম্মাদুর       রাসূলুল্লাহ।       আত্বা        আল খুরাসানীর  পূর্ণ  নাম হল  عطاء بن  ابى مسلم  الخراسانى তিনি  সিকাহ   তাবেয়ি ছিলেন। ১৩৫  হিজরিতে   ইন্তেকাল করেন। ইবনে   হাজর   আসকালানী  রহমতুল্লাহি   আলাইহি  বলেছেন (تذيهب التهذيب গ্রন্থে)

عطاء بن ابى مسلم  الخراسانى من الطبقة الخامسة من طبقات رواة الحديث   النبوى التى تضم صغار  التابعين-  ورتبته عند اهل الحديث وعلماء الجرح والتعديل يعتبر صدوق-

অর্থ:  আত্বা বিন আবি মুসলিম  আল খুরাসানী ছিলেন পঞ্চম স্থরের    হাদিস    বর্ণনাকারী।    তাকে    সীগারে    তাবেয়িনদের  পর্যায়ে   গণ্য   করা   হয়।   হাদিস  বিশারদগণের  নিকট  তিনি ছিলেন বিশ্বস্ত। (তাহযিবুত তাহযিব)

 
Top