আম্বিয়ায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামকে উছিলা ধরা, তাদের নিকট ফরিয়াদ করা ও সাহায্য প্রার্থনা করা- ইহকালীন ও পরকালীন উভয় ক্ষেত্রেই শরীয়ত মতে ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঐক্য মতে জায়েজ ।আহলে সুন্নাতকে হাদিস শরীফে ছেওয়াদে আজম বা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দল বলা হয়েছে এবং তাদের অনুসরণ করার জন্য তাকিদ করা হয়েছ । তাদের ঐক্যমত বাইজমা সত্যের দলিল । কেননা, অসত্যের উপর সকলে একমত হতে পারে না । তাদের ইজমা ভুলত্রুটি হতে মুক্ত । এ প্রসঙ্গে নবী করিম (সঃ) এর কয়েকখানা হাদিস শরীফপ্রণিধান যোগ্য ।

১) ইমাম আহমদ ও তাবরানী কর্তৃক রেওয়ায়েতকৃত হাদিসে নবী করিম (সঃ) এরশাদ করেছেনঃ

আমি আমার রবের দরবারে এই ফরিয়াদ করেছি যে, আমার সখ্যাগরিষ্ঠ উম্মত যেনকোন বাতিল বিষয়ে একমত না হয় । আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেছেন

— ইমাম আহমদ ও তাবরানী

এতে বুঝা গেল যে বিষয়ে জমহুরে উম্মত একমত হয় তা বাতিল নয় ।

২) ইমাম হাকেম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে নবী করিম (দঃ) এর বানী উদ্ধৃত করেছেন এভাবে

আল্লাহ তা’আলা আমার সমস্ত উম্মতকে গোমরাহির বিষয়ে কখনও ঐক্যমত্য করবেননা । আরও এরশাদ করেছেন, মুসলানগনের মতে যাহা ভাল ও উত্তম, তাহা আল্লাহরনিকটও উত্তম বলে গণ্য

— হাকেম ও তাবরানী

 
Top