উপমা কাব্যানুবাদ (মূলঃ ইমাম আহমদ রেজা রহ.)

উপমা তোমার কেউ দেখেনি কখন,তোমারই মত কেউ হয়নি সৃজন,
সম্রাট-মুকুট তব শিরে তো শোভে, দোজাহানে তুমিই তো এমনি রাজন।

সাগর উচ্ছাসে আর ঢেউ বে-সামাল,
অসহায় আমি, ঝড় কী যে ভয়াল!
মাঝ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল,
মম কান্ডারী তরী পার করো হে এখন।

তৃষ্ণার্ত আমি তব দান যে অপার,
পূত কেশদামে মেঘ আছে তো দয়ার,
ঝরে রিমঝিম রিমঝিম ধারা করুণার,
দুটি বিন্দু এদিকে হোক না পতন।

হে সূর্য দেখেছ রাত্রি আমার,
মদিনায় গিয়ে নিবেদিত এ ব্যাপার,
তব কিরণ জ্যোতি কাটে ভবের আঁধার,
মম রাত্রি কাটেনা বিরহমগণ।

হতচিত্ত মম, জ্বালা অবিরত;
মন ও প্রাণ জ্বলে তায় তিক্ত ক্ষত,
পথ এমনি বিপথে খুঁজব কত,
তুমি ছাড়া বিজনে কে আছে স্বজন।

নিবেদিত এ প্রাণ, বাড়ে প্রেমের অনল;
প্রেম শিখা হৃদয়ে, এমনি ধকল,
মম তনুমন ধন সঁপে দিয়েছি সকল,
প্রিয় নবী ছাড়া নাহি বাঁচে এ জীবন।

আপনার মত কাউকে এ চোখ দেখে নি।
আপনার মত কেউ ইতিপূর্বে জন্মগ্রহন করে নি ।
বিশ্বমুকুট আপনার মাথায় শোভা পাচ্ছে।
আপনিই তো দো’জাহানের সরদার ।

সমুদ্র তরঙ্গবিক্ষুব্ধ, উত্তাল জলরাশি,
প্রলয়ঙ্করী ঝড়ের মাঝে আমি বড় অসহায়।
ঢেউয়ের স্রোতে আটকে গেছি, বাতাসও বইছে বিপরিত।
আমার তরী আপনি পাড় করে দিন ।

আমার জান আপনার জন্য কোরবান।
ইশকের স্ফুলিঙ্গে আগুন বৃদ্ধি করে দিন।
ধন, মন, দেহ আপনার তরে উৎসর্গিত ।
এই প্রাণও জ্বালিয়ে দিন ।



 
Top