হাদিসের আলোকে তীব্র শীত থেকে বাঁচার দোয়াঃ 


ইমাম ইবনুল সুন্নী (رحمة الله) হাদিসটি নিম্নোক্ত সনদে বর্ণনা করেছেনঃ


أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ جَوْصَا، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ،

 حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ سُلَيْمٍ ابْنِ عَامِرٍ، عَنْ أَبِي أُمَامَةَ -رَضِيَ اللَّهُ عَنْهُ- عَنْ رَسُولِ اللَّهِ -صَلَّى اللَّهُ 

عَلَيْهِ وَسَلَّمَ


আরবি সনদের বাংলা অনুবাদঃ


"আমাকে সংবাদ দিয়েছেন আহমাদ বিন উমাইর বিন জাওসা, তিনি বলেন আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন আমর ইবনু উসমান, তিনি বলেন আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন বাকিয়্যাহ, তিনি বর্ণনা করেছেন সাফওয়ান বিন আমর থেকে, তিনি সুলাইম ইবনু আমির থেকে, তিনি (সাহাবী) আবু উমামাহ (রা.) থেকে, আর তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেনঃ যখন কোনো তীব্র শীতের দিন আসে, তখন কোনো বান্দা যদি বলে— 


لَا إلٰهَ اِلَّا اللهُ، مَا أَشَدَّ بَرْدَ هٰذَا الْيَوْمِ، اللهُمَّ أَجِرْنِي مِنْ زَمْهَرِيرِ جَهَنَّم


উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু, মা আশাদদা বারদা হাযাল ইয়াওমি, আল্লাহুম্মা আজিরনী মিন যামহারীরি জাহান্নাম।


বাংলা অর্থঃ "আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আজকের দিনটি কতই না শীতল! হে আল্লাহ, আমাকে জাহান্নামের তীব্র শীত (যামহারীর) থেকে রক্ষা করুন।" 


বান্দা যখন এই দোয়াটি পাঠ করে, তখন মহান আল্লাহ জাহান্নামকে লক্ষ্য করে বলেন— "নিশ্চয়ই আমার এক বান্দা তোমার 'যামহারীর' (তীব্র শীত) থেকে আমার কাছে আশ্রয় চেয়েছে। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি যে, আমি তাকে তা থেকে আশ্রয় দান করলাম।" 


এরপর সাহাবীগণ জিজ্ঞাসা করলেন— "হে আল্লাহর রাসূল! জাহান্নামের যামহারীর কী?" তখন নবী কারীম (ﷺ) উত্তরে বললেন— "যামহারীর হলো জাহান্নামের এমন একটি গর্ত বা এলাকা, যেখানে কাফেরদের নিক্ষেপ করা হবে। সেখানকার প্রচণ্ড ঠান্ডার কারণে তাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো খসে পড়বে।"


তথ্যসূত্রঃ { ইমাম বায়হাকী (رحمة الله) এর ‘আল-আসমা ওয়াস সিফাত’ (الأسماء والصفات) , খন্ডঃ ১ম, পৃষ্ঠা নংঃ ২৯৫, হাদিস নংঃ ৩৮৭, দারুল কুতুবিল ইলমিয়্যাহ সংস্করণ }


সারকথাঃ


এই হাদিসের মাধ্যমে নবী (ﷺ) আমাদের শিক্ষা দিয়েছেন যে, পৃথিবীর এই তীব্র শীত আমাদের পরকালের জাহান্নামের সেই ভয়ংকর শীতের কথা স্মরণ করিয়ে দেয়। তাই শীতের কষ্ট অনুভব করলে আল্লাহর কাছে পরকালের আজাব থেকে মুক্তি চাওয়া উচিত।

Next
This is the most recent post.
Previous
Older Post
Top