হ্যাঁ—হাদীসে এসেছে যে হযরত জিব্রাইল (আ.) রাসূলুল্লাহ ﷺ–কে রুকইয়া (ফুঁক দিয়ে দোয়া) করেছিলেন। সেই দোয়াটি হলো—
আরবি দোয়া:
بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ، بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
উচ্চারণ:
বিসমিল্লাহি আরকীক, মিন কুল্লি শাইইন ইউ’যীক, মিন শাররি কুল্লি নাফসিন আও ‘আইনিন হাসিদ, আল্লাহু ইয়াশফীক, বিসমিল্লাহি আরকীক।
অর্থ:
“আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি—যে কোনো জিনিস যা আপনাকে কষ্ট দেয় তা থেকে, প্রতিটি আত্মা ও হিংসুক চোখের অনিষ্ট থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আল্লাহর নামেই আমি আপনাকে ঝাড়ফুঁক করছি।”
📚 সূত্র: সহীহ মুসলিম

এই দোয়াটি আজও অসুস্থতা, নজর লাগা বা কষ্টে রুকইয়া হিসেবে পড়া যায়—নিজের জন্য বা অন্যের জন্য।
Next
This is the most recent post.
Previous
Older Post
Top