হাফিজ       ইবনে        হাজার       আসকালানী         রহমতুল্লাহি আলাইহি        الاصابة     فى    تميز    الصحابة    গ্রন্থে      বর্ণনা করেছেন-

واخرجه الحاكم من طريق يونس عن  يوسف بن صهيب عن عبد الله بن بريدة عن ابيه- قال انطلق ابو ذروعيهم ابن عم ابى ذر وانا معهم يطلب رسول الله صلى الله عليه وسلم وهو مستتر بالجبل- فقال له ابو ذر يا محمد اتيناك لنسمع ما تقول قال  اقول  لا   اله  الا   الله  محمد رسول الله فامن به ابو ذر وصاحبه-

অর্থ:  ইমাম হাকিম এ  হাদিসটি ইউনুসের    সুত্রে  বর্ণনা করেছেন    তিনি    ইউসুফ    বিন    সুহাইব    থেকে,    তিনি  আব্দুল্লাহ   বিন   বুরাইদা    থেকে,   তিনি    পিতা    বুরাইদা থেকে বর্ণনা করেছেন।   বুরাইদা  বলেন-  একবার আবু যর   ও তার চাচাত ভাই   নুয়াইম   রাসূলুল্লাহ   সাল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লাম  এর  সাথে  সাক্ষাতের  জন্য  বের  হলেন।  আমিও তাদের সাথে  ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু      আলাইহি      ওয়াসাল্লাম      পাহাড়ের      মধ্যে  অবস্থান     করছিলেন।    তখন    আবু    যর    বললেন-    হে  মুহাম্মদ   সাল্লাল্লাহু   আলাইহি     ওয়াসাল্লাম    আপনি   কি বলেন  তা  শুনার জন্য আমরা  আপনার কাছে  এসেছি। তখন      রাসূলুল্লাহ       সাল্লাল্লাহু      আলাইহি      ওয়াসাল্লাম  বললেন-  আমি  বলছি   ‘লা  ইলাহা   ইল্লাল্লাহু  মুহাম্মাদুর রাসূলুল্লাহ’। তখন আবু  যরও তার সাথী ঈমান আনয়ন করলেন। (হা. ন. ৮৮০৯)

 
Top