♣ হুজুর পূরনুর-[ﷺ]-ইরশাদ করেন, একদিন হযরত জীবরাঈল আমার নিকট এসে আরজ করলেন, আপনি জানেন কি, কিভাবে আপনার রব আপনার মর্যাদাকে বুলন্দ করেছেন? আমি বললাম, আল্লাহ তা ভালো জানেন। তখন জীবরাঈল বললেন, আল্লাহ তায়ালা ঘোষনা করেছেন যে, যেখানে আমার-(আল্লাহর)-স্নরণ হবে সেখানে আপনাকেও স্নরণ করা হবে।
★ সহিহ ইবনে হিব্বান, খন্ড-০৮, পেজ-১৭৫, হাদিস নং-৩৩৮২
★ মুসনাদে আবু ইয়ালা, হাদিস নং-১৩৮

কোরানের আয়াত:- (ওয়া রাফানা লাকা জিকরাক্)

♣ হযরত সৈয়্যদুনা শায়খ আব্দুল হক্ব মুহাদ্দেছ দেহলভি (রহঃ) বর্ণনা করেন, নিঃসন্দেহে হুজুর পূরনুর [ﷺ] এর শুভ আগমনের রাত লাইলাতুল কদর এর চেয়ে উত্তম। কেননা-বেলাদতের রাত হুজুর পাকঁ (ﷺ) এর এই দুনিয়াতে শুভাগমনের রাত। যেহেতু-লাইলাতুল কদর সরকারে আকা-[ﷺ]-কে প্রদত্ত-(নেয়ামত রাজির)-একটি মাত্র রাত-(নেয়ামত) আর যে রাত হুজুর পাকঁ-[ﷺ]-এর জাতে-(মুকাদ্দেস)-প্রকাশিত হওয়ার মাধ্যমে সম্মানিত, তা ঐ রাতের চেয়েও উত্তম, যে রাতে ফেরেস্তা অবতীর্ণ হওয়ার মাধ্যমে সম্মানিত হয়েছে। অর্থাত-শবে কদর।
★ মা সাবাতা বিস সুন্নাহ, পেজ-১০০

 
Top