Al-Quran: Kanzul Imaan
৯১.সূরা আশ-শামস্ (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
وَالشَّمسِ وَضُحىٰها
91:1 সূর্য ও সেটার আলোক-রশ্মির শপথ,
وَالقَمَرِ إِذا تَلىٰها
91:2 এবং চাঁদের (শপথ), যখন সেটার পশ্চাদানুসরণ করে,
وَالنَّهارِ إِذا جَلّىٰها
91:3 এবং দিনের (শপথ), যখন সেটাকে উজ্জ্বল করে,
وَالَّيلِ إِذا يَغشىٰها
91:4 এবং রাতের, যখন সেটাকে গোপন করে,
وَالسَّماءِ وَما بَنىٰها
91:5 এবং আস্‌মান ও সেটার সৃষ্টিকর্তার শপথ,
وَالأَرضِ وَما طَحىٰها
91:6 এবং পৃথিবী ও সেটার সম্প্রসারণকারীর শপথ,
وَنَفسٍ وَما سَوّىٰها
91:7 এবং আত্নার এবং তাঁরই, যিনি তাকে সুঠাম করেছেন,
فَأَلهَمَها فُجورَها وَتَقوىٰها
91:8 অতঃপর তার অসৎকর্ম ও তার খোদাভীরুতা অন্তরে জাগিয়ে দিয়েছেন,
قَد أَفلَحَ مَن زَكّىٰها
91:9 নিশ্চয় লক্ষ্যস্থলে পৌঁছেছে, যে সেটাকে পবিত্র করেছে।
وَقَد خابَ مَن دَسّىٰها
91:10 এবং নিরাশ হয়েছে যে সেটাকে পাপের মধ্যে আচ্ছন্ন করেছে।
كَذَّبَت ثَمودُ بِطَغوىٰها
91:11 সামূদ (গোত্র) আপন অবাধ্যতার দরুন অস্বীকার করেছে।
إِذِ انبَعَثَ أَشقىٰها
91:12 যখন তার সর্বাধিক হতভাগা উঠে দাড়িয়েছে,
فَقالَ لَهُم رَسولُ اللَّهِ ناقَةَ اللَّهِ وَسُقيٰها
91:13  তখন   তাকে  আল্লাহ্‌র  রসূল  বললেন,  ‘আল্লাহর   উষ্ট্রী   এবং  সেটার  (পান  করার) পালার ব্যাপারে সাবধান হও’।
فَكَذَّبوهُ فَعَقَروها فَدَمدَمَ عَلَيهِم رَبُّهُم بِذَنبِهِم فَسَوّىٰها
91:14   তখন  তারা   তাকে   অস্বীকার   করলো,   অতঃপর  উষ্ট্রীর  গোছগুলো  কেটে   দিলো। তখন  তাদের  উপর তাদের  রব   তাদের  পাপের দরুন  ধ্বংস  অবতীর্ণ  করে  ওই জনপদকে একাকার করে দিলেন।
وَلا يَخافُ عُقبٰها
91:15 এবং তাদের পশ্চাব্ধাবনের ভয় তার নেই।
 
Top