"এলো ঈদ মোবারাক"
[লেখক:: আরিফ ওয়াকিজ]


বাকা চাঁদের মাথায় করে
পয়গাম নিয়ে এলো,
সবার মনের মাঝে আজি
খুশি ঢেলে দিলো।

বাতাসের গায়ে মধুর সুরে
দিচ্ছে প্রেমের ডাক,
রমজানের ঐ রোজার শেষে
এলো ঈদ মোবারাক।

আতর সুরমা নতুন পোষাক
কস্তুরি মাখিয়া গায়ে,
শিশু কিশোর বড় ছোটজন
ভাসছে সুখের নায়ে।

পড়তে ঈদের নামাজ সকলে
ঈদগাহে চলে যায়,
ধনী গরীব বড় ছোট আজ
একই কাতারে দাড়ায়।

টানবে বুকে প্রেমের সাথে
হিংসা ভুলে সবাই,
দোস্ত দুষমন আপন ও পর
ভেদাভেদ মিশিয়ে ধুলায়।

মাতা পিতাকে করিবে সালাম
চরণে হাত বুলিয়ে,
সকলের তরে ভালোবাসা দিবে
ছড়িয়ে হৃদয় দিয়ে।

যাকাত ফিতরা আদায় করিয়া
গরিবেরে খুশি দিবে,
ঈদের আমেজ সবার তরে
সমানে বিলিয়ে নিবে।

খোদার নেয়ামত পেয়ে খুশি
আজ সারা মুসলমান,
ইসলামের এই মহান শিক্ষা
এটাই তাহার শান।

এত প্রেম আর উদারতার সবক
কোথায় মিলিবে ভাই,
ইসলাম শান্তি সুখের বার্তা
ওয়াকিজ বলিতে চায়।
 
Top