জ্যোর্তিময়
কাজী আহমদ এয়ার খান নাহিয়ান


আলোকদাতা,আলো দাও না নয়নে,
তুমি তো দেনেওয়ালা, আছ এ মনে।।

জগৎ মাঝে,যত আছে,বাঁচে তোমারি দয়ায়,
তুমি চাও যাকে-যেভাবে বাঁচে সে সদায়;
শহর-নগর,দয়ার নজর,গড়ে যে জনে।ঐ।

ব্যাকুল আরশ-পেতে পরশ,নবিﷺ তোমারি
দাঁড়িয়ে সালাম জানায়, ফেরেশতার সারি
সব শয়তান-পালায় ভয়ে,পালায় প্লাবনে(ঐ)

শ্যামল হলো পৃথ্বি-সৃষ্টি,তোমার আগমন--
প্রেমিক সবি,হলো খুশি,(নবিﷺ)তোমার যে আপন,
সৃষ্টি জগৎ,তোমার কথায়, চলে তোমার চলনে(ঐ)

নবিﷺপ্রেমে যার প্রাণ উজালা,
প্রেমাগুনে মন জ্বলে
এ হৃদয়ে নবিরﷺ দেখা পাবি যেমনে(ঐ)

পায়যে মাফী,সকল পাপী (ইয়া রসুলুুল্লাহﷺ)তোমার দুয়ারে,
দ্রোহের জরা যায় যে মুছে, প্রেমের জোয়ারে,
বেদ্বীন-কাফের ঈমান আনে,তোমার চরণে(ঐ)

তোমায় পেয়ে প্রেমিক চোখ অস্রুতে সজল,
নবিপ্রেমের সীমা নাই যে হৃদয়ে অতল,
তোমায় দেখে তোমার গোলাম(ইয়া রসুলুল্লাহﷺ)ভুলে ব্যাথা মরণে(ঐ)

বিঃদ্রঃউপরোক্ত না'তটি আখতার রেযা খান রহ.কর্তৃক রচিত উর্দু নাত "মুনাওয়ার মেরে আঁখো কো,মেরে শামসুদ্দোহা কর দে" দ্বারা প্রভাবিত।।

 
Top