কিতাবঃ ফতোয়ায়ে আজিজি (২য় খন্ড)

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী

প্রকাশনায়ঃ আন্জুমানে কাদেরীয়া চিশ্তীয়া আজিজিয়া, বাংলাদেশ

গ্রন্থ স্বত্বঃ লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সার্বিক তত্ত্বাবধানেঃ

প্রফেসর ড. আবুল ফাতাহ মোহাম্মদ মহিউদ্দীন

অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন

অধ্যক্ষ মাওলানা আবুল ফছিহ মোহাম্মদ আলাউদ্দীন


অনুবাদঃ

মুহাম্মদ আবদুল অদুদ

উপাধ্যক্ষ- ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া আলিয়া মাদ্রাসা


আর্থিক সহযোগিতায়ঃ

হাজী মুহাম্মদ ইলিয়াস আলী


টেক্সট রেডীঃ 

মুহাম্মদ সিরাজুম মুনির তানভীর ও মাসুম বিল্লাহ সানি



সূচীপত্রঃ প্রশ্ন



ঈমান ও আক্বীদার বর্ণনা


❏ প্রশ্ন-১ঃ ‘তাওহীদে উলূহিয়্যাত’ বা আল্লাহ'র একত্ববাদের ওপর ঈমান আনার মমার্থ ও উদ্দেশ্য কি? 

❏ প্রশ্ন-২ঃ  রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ওপর ঈমান আনার মর্মার্থ ও উদ্দেশ্য কি? 

❏ প্রশ্ন-৩ঃ আল্লাহ্ তা‘আলার সত্তা ও গুণাবলীতে মুহাব্বত ও ভালবাসার মর্মার্থ ও উদ্দেশ্য কী?

❏ প্রশ্ন-৪ঃ ‘ইরাদা-ই ইলাহি’ বা ‘আল্লাহর ইচ্ছা’ কাকে বলে? এর মর্মার্থ কী?

❏ প্রশ্ন-৫ঃ لَا اِلٰه اِلّا هُو‘’ বাক্যে هو‘ সর্বনামের মর্মার্থ ও উদ্দেশ্য কী?

❏ প্রশ্ন-৬ঃ তাওহীদের ভিত্তি কিসের ওপর প্রতিষ্ঠিত ?

❏ প্রশ্ন-৭ঃ ‘আল্লাহ্’ (اللهُ) শব্দটি প্রকৃত মাবুদের সত্তাগত নাম, না গুণবাচক নাম?

❏ প্রশ্ন-৮ঃ তাওহীদ ও ‘তাওহীদে রাবুবিয়্যাত’-এর সংজ্ঞা কী? 

❏ প্রশ্ন-৯ঃ ‘দ্বীন’ দ্বারা কী উদ্দেশ্য এবং দ্বীন ও মাযহাবের মধ্যে কী পার্থক্য? 


ইসলাম ধর্মাবলম্বীরা ৭৩ দলে বিভক্ত হওয়ার বর্ণনা


❏ প্রশ্ন-১০ঃ ইসলামের ৭৩ দলগুলো কি কি?বর্ণনা করো।


মোস্তফা (ﷺ)-এর ফযিলত ও বৈশিষ্ট্যাবলীর বর্ণনা


❏ প্রশ্ন-১১ঃ মোস্তফা (ﷺ)   এর ইচ্ছানুযায়ী তিন ওয়াক্ত নামায না পড়ার অনুমতি সাপেক্ষে ইসলাম কবুল করা কিভাবে হলো?

❏ প্রশ্ন-১২ঃ হযরত আলী (رضى الله تعالي عنه)-এর আসরের নামায ও সূর্য পুনরায় উদিত হওয়ার প্রমাণ সম্পর্কে মতামত কি?

❏ প্রশ্ন-১৩ঃ মি‘রাজ কতবার হয়েছে? কখন এবং কোন তারিখে সংঘটিত হয়েছে?

❏ প্রশ্ন-১৪ঃ মি‘রাজ শরীফ রাত্রে কেন হয়েছে?

❏ প্রশ্ন-১৫ঃ হযরত আলী (رضى الله تعالي عنه)’র জন্য রদ্দুস শামস বা সূর্য পুনরায় উদিত হওয়া সংক্রান্ত ঘটনাটি কি?

❏ প্রশ্ন-১৬ঃ যদি হুযূর(ﷺ)কে স্বপ্নযোগে শরীয়ত বিরোধী কোন হুকুম প্রদান করতে দেখলে এর হুকুম কী?

❏ প্রশ্ন-১৭ঃ عيد (ঈদ) অর্থ কী? ঈদুল ফিতর ও ঈদুল আযহা ছাড়া অন্য কোন ঈদ হতে পারে?

❏ প্রশ্ন-১৮ঃ হুযূর মোস্তফা (ﷺ) এর পবিত্র জীবনী ও বংশধারা নির্ভরযোগ্য গ্রন্থাবলীর উদ্ধৃতিসহ দাও।

❏ প্রশ্ন-১৯ঃ হুযূর সৈয়্যদে ‘আলম (ﷺ)-এর সম্মানিত মাতা-পিতার মধ্যকার বিশেষ বংশীয় সম্পর্ক কি ছিল?

❏ প্রশ্ন-২০ঃ হুযূর   তাঁর সম্মানিত পিতার ইন্তিকালের কতদিন পর এ ধরাধামে তাশরীফ আনেন? 

❏ প্রশ্ন-২১ঃ হুযূর   ইহ জগতে তাশরীফ আনয়নের মাস, দিন ও বছর কী ছিল? 

❏ প্রশ্ন-২২ঃ হুযূর মোস্তফা (ﷺ) -এর মুরদি‘আ বা দুধপানকারীনী মাতাগণের বরকতময় নাম কি কি?

❏ প্রশ্ন-২৩ঃ হুযূর (ﷺ) রেযায়ী বা দাইমাগণের তত্ত্বাবধানে কতো দিন ছিলেন?

❏ প্রশ্ন-২৪ঃ হুযূর (ﷺ)-এর শৈশবকাল কীভাবে অতিবাহিত হয়?

❏ প্রশ্ন-২৫ঃ হুযূর (ﷺ)-এর কফীল বা অভিভাবক কে কে ছিলেন এবং তাদের নিকট কতো দিন ছিলেন?

❏ প্রশ্ন-২৬ঃ হযরত সায়্যিদাতুনা খাদিজাতুল কুবরা (رضى الله تعالي عنها) সঙ্গে বিবাহ এবং তাঁর   সিরিয়া সফর কখন হয়? 

❏ প্রশ্ন-২৭ঃ ওহি নাযিল কখন থেকে আরম্ভ হয়?

❏ প্রশ্ন-২৮ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর মি‘রাজ কখন সংঘটিত হয়?

❏ প্রশ্ন-২৯ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর হিজরতের বর্ণনা কর।

❏ প্রশ্ন-৩০ঃ হুযূর মোস্তফা (ﷺ)   পবিত্র মক্কায় কতোদিন অবস্থান করেন এবং কখন মদিনায় হিজরত করেন?

❏ প্রশ্ন-৩১ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর স্বভাব-চরিত্র সম্পর্কে বর্ণনা কর।

❏ প্রশ্ন-৩২ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর জীবদ্দশায় যুদ্ধের সংখ্যা কত ছিল ?

❏ প্রশ্ন-৩৩ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর সম্মানিত বিবিগণের সংখ্যা এবং তাঁদের নাম মুবারক কি ছিল?

❏ প্রশ্ন-৩৪ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর বাঁদী বা ক্রীতদাসী কতজন ছিলেন এবং তাঁদের নাম কি ছিল ?

❏ প্রশ্ন-৩৫ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর আওলাদ বা সন্তান-সন্ততি কতজন ছিলেন?

❏ প্রশ্ন-৩৬ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর ঘোড়াগুলোর নাম কি ছিল?

❏ প্রশ্ন-৩৭ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর যুদ্ধাস্ত্রের নাম কি ছিল?

❏ প্রশ্ন-৩৮ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর ধনুকের সংখ্যা কত ছিল?

❏ প্রশ্ন-৩৯ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর যুদ্ধের পোশাক সংখ্যা কত ছিল?

❏ প্রশ্ন-৪০ঃ হযরত যয়নব বিনতে জাহাশের নাম পরিবর্তন করার কারণ কি ছিল? 

❏ প্রশ্ন-৪১ঃ হুযূর সৈয়্যদে ‘আলম (ﷺ) -এর শাহজাদীগণের মাঝে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কে ছিলেন?

❏ প্রশ্ন-৪২ঃ দু’জাহানের সরদার হুযূর মোস্তফা (ﷺ)-এর সম্মানিতা মাতা কখন এবং কোথায় ইন্তিকাল করেন?

❏ প্রশ্ন-৪৩ঃ ‘আহমদ’ এটা কার নাম ? বর্ণনা কর।

❏ প্রশ্ন-৪৪ঃ মাওলাদ বা  জন্মস্থান ও জন্ম তারিখ দ্বারা উদ্দেশ্য কি বর্ণনা কর?

❏ প্রশ্ন-৪৫ঃ সিদরাতুল মুন্তাহা ও সিদরাতুন নবী কাকে বলে এবং উভয়ের মধ্যে পার্থক্য কি?

❏ প্রশ্ন-৪৬ঃ ‘বাহ্যিক দৃষ্টিতে আদম (عليه السلام)  রাসূলুল্লাহ (ﷺ)-এর পিতা কিন্তু প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ (ﷺ) আদম (عليه السلام)-এর পিতা।’ উক্ত বাণীর লক্ষ্য, উদ্দেশ্য ও মর্মার্থ কি?

❏ প্রশ্ন-৪৭ঃ সরকারে দু’আলম (ﷺ)-এর পবিত্র জানাযায় কোন নির্দিষ্ট ইমাম ছিলেন কি না? 

❏ প্রশ্ন-৪৮ঃ হুযূর আক্বদাস (ﷺ)-এর পবিত্র জানাযায় ইমামতি না হওয়ার হিকমত কী ছিল?

❏ প্রশ্ন-৪৯ঃ হুজুর আক্বদাস (ﷺ) পবিত্র অন্তিম রোগ শয্যায় কোন কোন বিষয়ে অসিয়ত করেছিলেন?

শাফায়াতের বর্ণনা


❏ প্রশ্ন-৫০ঃ শাফা‘আত ও শাফা‘আতে কুবরা কী? তা কখন এবং কিভাবে হবে?

❏ প্রশ্ন-৫১ঃ কিয়ামত দিবসে নবী করীম (ﷺ)’র সুপারিশ কত প্রকারের হবে?

❏ প্রশ্ন-৫২ঃ পবিত্র কুরআনের যে কয়টি আয়াতে শাফা‘আত বা সুপারিশের কথা উল্লেখ রয়েছে। সে আয়াতগুলো কি কি?


কা’বা নির্মাণের বর্ণনা


❏ প্রশ্ন-৫৩ঃ কা’বা ঘর কখন স্থাপিত হয়? এটির নির্মাণ কবে থেকে শুরু হয়েছে?

❏ প্রশ্ন-৫৪ঃ কখন কোন সময় থেকে কা’বায় গিলাফ লাগানো শুরু হয়? এই রীতিটি কে চালু করেন?

❏ প্রশ্ন-৫৫ঃ কা’বা শরীফের ভিত্তি যা ইবরাহীম (عليه السلام) করেছিলেন এবং বর্তমান ভিত্তির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা?


গোসল,অযু ও তায়াম্মুমের বর্ণনা


❏ প্রশ্ন-৫৬ঃ অযু কি দাঁড়িয়ে করা উচিত, না বসে করা? এ-দু’টির কোনটি উত্তম?

❏ প্রশ্ন-৫৭ঃ শীতকালে অযু করলেও অঙ্গ-প্রত্যঙ্গগুলো শুকিয়ে যায় এই পরিস্থিতে কী করণীয়?

❏ প্রশ্ন-৫৮ঃ গরম পানি দ্বারা অযু করা কি জায়েয? এ-বিষয়ে শরয়ী হুকুম কী?

❏ প্রশ্ন-৫৯ঃ বিড়ি, সিগারেট ও হুক্কা পানে কি অযু নষ্ট হয়ে যায়?

❏ প্রশ্ন-৬০ঃ লবনের ওপর তায়াম্মুমের শরয়ী বিধান কি?

❏ প্রশ্ন-৬১ঃ ইসলামী শরীয়তে গোসল কত প্রকার ও কী কী?

❏ প্রশ্ন-৬২ঃ তায়াম্মুমের সময় দাড়ি খিলাল করার বিধান কী?

❏ প্রশ্ন-৬৩ঃ অযুতে ব্যবহৃত কোন অঙ্গ-প্রত্যঙ্গ জখমপ্রাপ্ত হলে, সে ব্যক্তি যদি অযুর সময় ক্ষত স্থানের ব্যান্ডেজের মাসেহ করে, তাহলে এমন ব্যক্তির ইকতেদা করে জামাত পড়া কি জায়েয হবে?


নামাযের বর্ণনা


❏ প্রশ্ন-৬৪ঃ ফরয নামাযে একই সূরা তাক্রার বা পুনরুক্তি করা যেমন- ফজরের ফরয নামাযের উভয় রাকাআতে সূরা ইখলাস পাঠ করা জায়েয আছে কি না ?

❏ প্রশ্ন-৬৫ঃ পায়খানা ও প্রস্রাবের বেগ অধিক হওয়া সত্ত্বেও তা চেপে রেখে নামায আদায় করার হুকুম কী?

❏ প্রশ্ন-৬৬ঃ চোখ বন্ধ করে নামায পড়া কী? কিছু লোক চোখ বন্ধ করে নামায আদায় করে, এটা জায়েয কি না?

❏ প্রশ্ন-৬৭ঃ শীতকালে লোকজন চাদর কিংবা রুমাল দ্বারা মুখ ঢেকে রাখা অবস্থায় নামায আদায় করে থাকে- এর হুকুম কী?

❏ প্রশ্ন-৬৮ঃ সিজদায় যাওয়ার সময় পায়জামা উপরের দিকে উঠানোর হুকুম কী?

❏ প্রশ্ন-৬৯ঃ ইমামের পূর্বে সালাম বলার হুকুম কী?

❏ প্রশ্ন-৭০ঃ একই রাকাআতে একাধিক সূরা পাঠ করা জায়েয কি না?

❏ প্রশ্ন-৭১ঃ ইমাম সাহেব নামায কখন আরম্ভ করবেন?

❏ প্রশ্ন-৭২ঃ নামাযী বা মুসল্লিকে সালাম ফিরানোর সময় কী করা উচিত?

❏ প্রশ্ন-৭৩ঃ নামাযে ছানার পূর্বে ‘বিসমিল্লাহ’ পড়া হয় না কেন? এটা রাসূল (ﷺ)-এর হাদীস 

كل امر ذى بال لم يبداء ببسم الله الخ- এর বিপরীত আমল নয় কি?

❏ প্রশ্ন-৭৪ঃ এশার নামায বিলম্বে আদায় করার হুকুম কী?

❏ প্রশ্ন-৭৫ঃ মহিলাদের স্বতন্ত্র ও এককভাবে জামাতে নামায পড়ার হুকুম কী?

❏ প্রশ্ন-৭৬ঃ নামাযীর সামনে দিয়ে মহিলা চলে গেলে নামায ফাসেদ বা ভঙ্গ হবে কি না?

❏ প্রশ্ন-৭৭ঃ ইমাম নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থানে দাঁড়ালে মুক্তাদিগণ যদি তাঁর কর্মকান্ড ও অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অজানা থাকে তবে এর হুকুম কী?

❏ প্রশ্ন-৭৮ঃ নামাযে নবীকুল সরদার রাসূলুল্লাহ (ﷺ)-এর কল্পনা ও ধ্যান আসলে কি নামায ভঙ্গ কিংবা এর কোন ক্ষতি হবে?

❏ প্রশ্ন-৭৯ঃ পাগড়িবিহীন ইমামের পেছনে নামায পড়া জায়েয কি না?

❏ প্রশ্ন-৮০ঃ নামাযে হাই আসলে কি করা উচিৎ?

❏ প্রশ্ন-৮১ঃ ফরয নামায শেষে ইমাম সাহেব তাৎক্ষণিক দাঁড়িয়ে যাবেন, না কিছুক্ষণ পর দাঁড়াবেন?

❏ প্রশ্ন-৮২ঃ ফরয নামায শেষে ডান হাত মাথার ওপর রেখে কোনো বিশেষ দু‘আ ইত্যাদি পাঠ করার শরয়ী হুকুম কি?

❏ প্রশ্ন-৮৩ঃ রমযান মুবারক ছাড়া বিতির নামায জামাতে পড়ার হুকুম কী?

❏ প্রশ্ন-৮৪ঃ পাগড়ি ছাড়া ইমাম শুধু টুপি পরে নামায পড়া এবং পড়ানো কি জায়েয? এতে নামাযের সওয়াবে তারতম্য বা কম-বেশি হবে কিনা?

❏ প্রশ্ন-৮৫ঃ হুযূর মোস্তফা (ﷺ) অসুস্থাবস্থায় হযরত আবু বকর সিদ্দীক (رضى الله تعالي عنه)-এর পিছনে নামায আদায় করেছিলেন। তখন তাঁর মাথায় পবিত্র পাগড়ি ছিল না কি টুপি?

❏ প্রশ্ন-৮৬ঃ মু’মিনের জন্য নামায মি‘রাজ হওয়া কি হাদীস দ্বারা প্রমাণিত?

❏ প্রশ্ন-৮৭ঃ এশার নামাযের সঠিক সময় দলিলসহ বর্ণনা কর। 

❏ প্রশ্ন-৮৮ঃ মাগরিবের নামায তাড়াতাড়ি পড়ার ফযিলত দেখে কিছু সংখ্যক লোক প্রবঞ্চনার স্বীকার হয় যে, মাগরিবের নামাযের সময় অতীব সংক্ষিপ্ত! সাধারণত মাগরিবের নামাজের সময়সীমা কতটুকু হওয়া উচিত?

❏ প্রশ্ন-৮৯ঃ ইস্তিসকার নামায ছাড়া অন্য কোন শরয়ী পদ্ধতি অনুমোদন আছে কিনা? 

❏ প্রশ্ন-৯০ঃ মাগরিবের নামাযে দীর্ঘ সূরা পাঠ করার বিধান কী?

❏ প্রশ্ন-৯১ঃ কোন ব্যক্তি অপর ব্যক্তিকে ব্যভিচারের অপবাদ দিলে অভিযুক্ত ব্যক্তির পিছনে ইকতিদা করা জায়েয হবে কি না?

❏ প্রশ্ন-৯২ঃ নামাযে আরবী ছাড়া অন্যান্য ভাষায় দু‘আ করার বিধান কী? 

❏ প্রশ্ন-৯৩ঃ জামার আস্তিন বা হাতা কনুইর উপরে উঠিয়ে নামায পড়ার হুকুম কী? এতে নামায মাকরূহ হবে কি না?

❏ প্রশ্ন-৯৪ঃ হজ্ব মৌসুমে আরাফাতের ময়দানে হানাফী মাযহাবের অনুসারী হাজীদের, মুকীম বা স্থায়ী বাসিন্দা ইমামের পিছনে নামায পড়া জায়েয হবে কি না?

❏ প্রশ্ন-৯৫ঃ ওমরা পালনের উদ্দেশ্যে সাউদি আরবে পনের দিনের ভিসা নিয়ে যারা পবিত্র মক্কা ও মদিনা মুনাওয়ারা গমন করেন, তারা নামায পুরো পড়বেন না কসর পড়বেন?

❏ প্রশ্ন-৯৬ঃ মুসাফির ভুলক্রমে দু’রাকাতের পরিবর্তে চার রাকাতের নিয়ত করলে, এ ক্ষেত্রে তার করণীয় কি? সে নিয়ত অনুযায়ী চার রাকাত আদায় করবে, না দু’রাকাত?

❏ প্রশ্ন-৯৭ঃ মুসাফির ইচ্ছাকৃতভাবে পুরা চার রাকাত পড়লে তার নামাযের হুকুম কী?

❏ প্রশ্ন-৯৮ঃ দু’জন ঘনিষ্ঠ ব্যক্তি দুই শহরে স্থায়ী বাসিন্দা হিসেবে বাস করে, একজন অপরজনের নিকট গেলে তারা উভয়ই কী নামায কসর পড়বে?


তারাবীহ নামাযের বর্ণনা


❏ প্রশ্ন-৯৯ঃ হুযূর সৈয়্যদুল মুরসালীন (ﷺ) তারাবীহ কত রাকাত পড়েছেন? 


জানাযার বর্ণনা


❏ প্রশ্ন-১০০ঃ কবরের নিকট দু‘আ করার সময় কবরকে সামনে নিয়ে দু‘আ করা উত্তম, না কিবলামুখী হয়ে?

❏ প্রশ্ন-১০১ঃ মাইয়্যেত বা মৃত ব্যক্তিকে দাফন করার পর দাঁড়িয়ে দু‘আ করা উচিত কি না?

❏ প্রশ্ন-১০২ঃ মসজিদে ইতিকাফকারী জানাযার জন্য মসজিদ থেকে বের হতে পারবে কিনা?

❏ প্রশ্ন-১০৩ঃ দ্বিতীয়বার জানাযার নামায পড়ার বিধান কি?

❏ প্রশ্ন-১০৪ঃ দাঁড়ানোর সময় নিয়ত করতে ভুলে গেলে, এরকম জানাযার নামায পড়ার হুকুম কি?

❏ প্রশ্ন-১০৫ঃ সূর্যোদয়, সূর্যাস্ত এবং দ্বিপ্রহরের সময় জানাযার নামায ও তিলাওয়াতে সিজদা করা জায়েয আছে কিনা?

❏ প্রশ্ন-১০৬ঃ জারজ সন্তান বা অবৈধ পন্থায় জন্মগ্রহণ করেছে এমন সন্তান মৃত্যুবরণ করলে তার জানাযার হুকুম কি?

❏ প্রশ্ন-১০৭ঃ জানাযার নামায পড়ানোর সবচেয়ে অধিক হকদার কে?

❏ প্রশ্ন-১০৮ঃ নিয়তবিহীন জানাযা নামাযের কোন গ্রহণযোগ্যতা আছে কি-না?


কাফন ও দাফনের বর্ণনা


❏ প্রশ্ন-১০৯ঃ কোরআন শরীফের আয়াত সম্বলিত কা’বা শরীফের গিলাফের টুকরো কিংবা কালিমা খচিত কাপড় অথবা অন্য কোন বরকতময় কাপড় কাফনের সাথে তাবার্রুক হিসেবে দেয়া যাবে কি না?

❏ প্রশ্ন-১১০ঃ মাইয়্যেতের ওপর সওয়াবের উদ্দেশ্যে যদি অতিরিক্ত কাপড় দেয়া হয়, এতে কি সওয়াব পাওয়া যাবে?

❏ প্রশ্ন-১১১ঃ কাফনের ওপর কালিমা-ই তাইয়্যেবা কিংবা কোরআন শরীফের আয়াত কালির কলম দ্বারা লিখে দেয়া জায়েয আছে কি না?

❏ প্রশ্ন-১১২ঃ মানুষ মারা গেলে কি মাটি ও পাথর হয়ে যায়? 


পাগড়ির বর্ণনা


❏ প্রশ্ন-১১৩ঃ শরীয়তে পাগড়ির হুকুম কি?

❏ প্রশ্ন-১১৪ঃ শুধু পাগড়ির ওপর মাসেহ করা জায়েয কি না?

তা‘যিমী সিজদার বর্ণনা


❏ প্রশ্ন-১১৫ঃ সিজদায়ে তা‘যিমী বা কবর সিজদা করার প্রকার কতটি এবং তা বিস্তারিত আলোচনা কর। 

❏ প্রশ্ন-১১৬ঃ কোন ওলি, সুফি বা আলিমের সামনে সিজদা করার হুকুম কী?


বিবাহের বর্ণনা


❏ প্রশ্ন-১১৭ঃ দ্বিতীয় বিবাহ কাকে বলে? বিস্তারিত আলোচনা কর?

❏ প্রশ্ন-১১৮ঃ গোপন বিবাহ কাকে বলে?

❏ প্রশ্ন-১১৯ঃ নিকাহ অর্থ কি? নিকাহ কাকে বলে?


ওয়ালিমা এবং যিয়াফতের বর্ণনা


❏ প্রশ্ন-১২০ঃ ওয়ালিমা কাকে বলে? ওয়ালিমা অর্থ কী?

❏ প্রশ্ন-১২১ঃ যিয়াফত বা ভোজ্যানুষ্ঠান কী? এবং কখন হতে এর প্রচলন শুরু হয়?


ওলির বর্ণনা


❏ প্রশ্ন-১২২ঃ ‘ওলি’ অর্থ কী? ওলি কাকে বলে? এবং ওলির সংজ্ঞা কী?


মাযার সমূহের ওপর ঘর নির্মাণ করার বর্ণনা


❏ প্রশ্ন-১২৩ঃ আউলিয়া-ই কিরামের মাযারসমূহের ওপর ভবন বা ঘর নির্মাণ করা কেমন?

❏ প্রশ্ন-১২৪ঃ মাযারসমূহ গোসল দেয়া জায়েযের সপক্ষে কী কোন দলিল আছে?


তাজিমার্থে দাঁড়ানো ও না‘রা দেয়া 


❏ প্রশ্ন-১২৫ঃ কোন সম্মানিত ও মর্যাদাসম্পন্ন ব্যক্তির আগমনে না‘রা বা তাকবীর দেয়ার বিধান কী?

❏ প্রশ্ন-১২৬ঃ কোন মজলিসে সম্মানিত ব্যক্তির আগমনে সমাবেশে উপস্থিত সকলে দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে হযরাত ওলামায়ে কিরামের মতামত কী?


সেমা’র বর্ণনা


❏ প্রশ্ন-১২৭ঃ সেমা তথা ধর্ম-সঙ্গীত সম্পর্কে ওলামায়ে কিরামের অভিমত কি এবং এর ফয়সালার পদ্ধতি কি?


ওহাবী ফেরকার বর্ণনা


❏ প্রশ্ন-১২৮ঃ সংক্ষিপ্তাকারে ওহাবী সম্প্রদায়ের পরিপূর্ণ অবস্থা এবং তারা কতভাগে বিভক্ত হয়েছে তা যথাযথভাবে বর্ণনা কর।


বিভিন্ন প্রকারের মাসায়েল এর বর্ণনা


❏ প্রশ্ন-১২৯ঃ অভিশপ্ত ইবলিশ কি সিজদার আদেশের মুকাল্লাফ (আজ্ঞাবহ) ছিল?

❏ প্রশ্ন-১৩০ঃ জনৈক ব্যক্তির বিবাহের জন্য সঞ্চিত অর্থ যদি বছর ঘুরে আসে তবে সেই অর্থের ওপর  যাকাত ওয়াজিব হবে নাকি হবে না?

❏ প্রশ্ন-১৩১ঃ সূরা ইয়াসিন এর তেলাওয়াত কখন ও কিভাবে করতে হয় এবং এর উপকার কী- দলিলসহ বর্ণনা কর ?

❏ প্রশ্ন-১৩২ঃ উম্মতে মুহাম্মদীর   ওপর  পাঁচ ওয়াক্ত নামাযের হাকীকত কী?

❏ প্রশ্ন-১৩৩ঃ বর্ণনাকারী এবং বৈশিষ্ট্য বা গুণ বিবেচনায় গ্রহণযোগ্য হাদিস কত প্রকার?

❏ প্রশ্ন-১৩৪ঃ সূরা ইনশিরাহ এর আয়াত وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ‘আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি’ এর ব্যবহার  বা প্রয়োগ ব্যাপকার্থে সবার জন্য করা কেমন?

❏ প্রশ্ন-১৩৫ঃ ইসলামে শিরকের অবস্থান কী? উম্মতে মুহাম্মদীয়া হতে শির্ক প্রতীয়মান হতে পারে কি?

❏ প্রশ্ন-১৩৬ঃ ‘এটি (সূর্য) এভাবে চলতে চলতে আরশের নিচে সিজদাবনত হয়’ অত্র হাদিসটির মর্মার্থ ও ব্যাখ্যা কী হবে?

❏ প্রশ্ন-১৩৭ঃ ফিতনার সময় ঈমান, আক্বীদা ও আধ্যাত্মিক বা আত্মিক আমলসমূহ হিফাযতের জন্য ফিত্না-ফাসাদ হতে দূরে পালানোর ধরনটা কি রকম?

❏ প্রশ্ন-১৩৮ঃ দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে কোন কিছু খাওয়ার হুকুম কী?

❏ প্রশ্ন-১৩৯ঃ বলা হয়ে থাকে যে, প্রাচ্য অঞ্চলের লোকেরা শেষ যামানায় হযরত সাইয়েদুনা ইমাম মাহদীর (عليه السلام) সাম্রাজ্যকে সুসংহত ও সুদৃঢ় করবে। একথা কি কোনো দলিল দ্বারা প্রমাণিত নাকি কেবল জনশ্রুতি?

❏ প্রশ্ন-১৪০ঃ ইবলিশ শয়তান কি বিতাড়িত হওয়ার পূর্বে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ ছিলো?

❏ প্রশ্ন-১৪১ঃ হযরত ইবরাহিম (عليه السلام), ইসমাইল (عليه السلام) এর স্থলে যে দুম্বাটি জবাই করেছিলেন ওই দুম্বাটির গোশত কারা ভক্ষণ করেছিলো?

❏ প্রশ্ন-১৪২ঃ কে শাসন ক্ষমতার জন্য অধিক যোগ্য  হবেন? অনভিজ্ঞ মুত্তাকী ও আলেমে দ্বীন নাকি অভিজ্ঞতা আলেম নন এমন মানুষ?

❏ প্রশ্ন-১৪৩ঃ الاستمناء باليد তথা হাত দ্বারা বীর্যপাত করা অর্থাৎ হাত দ্বারা বিশেষ অঙ্গের মাধ্যমে প্রশান্তি লাভ করা, শরীয়তের দৃষ্টিভঙ্গির আলোকে এর বিধান কী?

❏ প্রশ্ন-১৪৪ঃ মুরতাদদেরকে মুসলমান মনে করে তাদের সঙ্গ দেওয়া, তাদের নিকট হতে উন্নতি ও উপকারের আশা করা, শরীয়তে এগুলোর বিধান কী?

❏ প্রশ্ন-১৪৫ঃ নকশবন্দিয়া খান্দানে খতমে খাজেগান সর্বদা দৈনিক পড়া হয়। কোন কোন সময় সহিংসতা, অস্থিরতা ও যুদ্ধ-বিগ্রহকালে ফজরের নামাযে ইমাম সাহেব মসজিদে কুনুতে নাযেলাও পড়েন

❏ প্রশ্ন-১৪৬ঃ কোন নামাযের পর খতমে খাজেগানের পাঠকে নিয়মিত অযিফা বানিয়ে নেওয়া কেমন?

❏ প্রশ্ন-১৪৭ঃ বিয়েতে প্রস্তাবের উত্তরে ‘কবুল’ শব্দের পরিবর্তে আলহামদুলিল্লাহ বলা কেমন?

❏ প্রশ্ন-১৪৮ঃ হযরত আয়েশা সিদ্দিকা (رضى الله عنها ) কর্তৃক তাঁকে (ﷺ) রওজায়ে আকদাসে দাফন করার ব্যাপারে নিষেধ করার কারণ কী ছিল?

❏ প্রশ্ন-১৪৯ঃ কোরআন মজিদ খোলার পূর্বে কিছু লোক তাতে চুমো খায়। এই কাজটি জায়েয বা সঠিক কিনা?

❏ প্রশ্ন-১৫০ঃ مُحَدَّثْ মুহাদ্দাস (দাল বর্ণের ওপর তাশদীদ ও যবর সহকারে) শব্দের অর্থ কী?

❏ প্রশ্ন-১৫১ঃ বারো মাসের গণনা প্রথা কখন হতে শুরু হয়? 

❏ প্রশ্ন-১৫২ঃ আরববাসীগণ নিজেদের চান্দ্র মাসের কী কী নাম রেখেছিলেন?

❏ প্রশ্ন-১৫৩ঃ شاه ‘শাহ’ শব্দটি কোন ভাষার শব্দ এবং তা কোথায় ব্যবহার করা হয়?

❏ প্রশ্ন-১৫৪ঃ শাহাদাত কাকে বলে, এর সংজ্ঞা কী এবং শাহাদাতের সংখ্যা কত?

❏ প্রশ্ন-১৫৫ঃ হযরত ইবরাহিম (عليه السلام) এর পিতার নাম কি ছিল? তারুখ তাঁর পিতার নাম এবং আযর তাঁর চাচা,একথা বলা সঠিক কিনা?

❏ প্রশ্ন-১৫৬ঃ হযরত আনাস (رضى الله تعالي عنه) কর্তৃক বর্ণিত পুরো দুনিয়ার শ্রেষ্ঠ চারজন নারী কারা কারা ছিলেন? আছিয়া কে ছিলেন?

❏ প্রশ্ন-১৫৭ঃ আসফ বিন বরখিয়া কে ছিলেন, তার অবস্থা ও কাহিনী বর্ণনা কর?

❏ প্রশ্ন-১৫৮ঃ হযরত মুসা (عليه السلام) এর মাতার নাম কি ছিল?

❏ প্রশ্ন-১৫৯ঃ হযরত শুয়াইব (عليه السلام)কে কোন্ জাতির নিকট রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছিল?

❏ প্রশ্ন-১৬০ঃ আসহাবে আইকা বলা হয় কাদেরকে, আইকা শব্দের অর্থ কী?

❏ প্রশ্ন-১৬১ঃ وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ ...... فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ   (সূরা মায়েদা, পারা নং-৬) আয়াতটির তাফসীর কী?

❏ প্রশ্ন-১৬২ঃ شهنشاه ‘শাহিনশাহ’ শব্দটির অর্থ কী, তার ব্যবহার জায়েয নাকি না-জায়েয?

❏ প্রশ্ন-১৬৩ঃ শীশ শব্দটি কোন ভাষার শব্দ এবং অর্থ কী? 

❏ প্রশ্ন-১৬৪ঃ ‘শায়খ’ শব্দের ব্যাখ্যা কী এবং ‘শায়খ’ কাকে বলা হয়?

❏ প্রশ্ন-১৬৫ঃ দস্তারবন্দি মাহফিল আয়োজন করার বিধান কী? 

❏ প্রশ্ন-১৬৬ঃ اُم الولد ‘উম্মুল ওয়ালাদ’ কাকে বলা হয় এবং এর সংজ্ঞা ও বিধান কী?

❏ প্রশ্ন-১৬৭ঃ  امّ هانىউম্মে হানীর মূল বা প্রকৃত নাম কি? হুযূর   তাঁর ঘর হতে কিভাবে মি‘রাজে গেলেন?

❏ প্রশ্ন-১৬৮ঃ হযরত উম্মে সালমা কে ছিলেন? তার ব্যাপারে কিছু আলোচনা কর।

❏ প্রশ্ন-১৬৯ঃ ‘জাম্উল জামা’ কাকে বলা হয়?

❏ প্রশ্ন-১৭০: ‘নামুসে আকবর’ দ্বারা উদ্দেশ্য কী এবং ‘নামুস’ শব্দের অর্থ কী?

❏ প্রশ্ন-১৭১: বনী আদম তথা মানব বংশধারা কখন হতে শুরু হলো?

❏ প্রশ্ন-১৭২: হাবীল ও কাবিল এর ঘটনাটি বর্ণনা কর।

❏ প্রশ্ন-১৭৩: অগ্নিপূজক কাদেরকে বলা হয়?

❏ প্রশ্ন-১৭৪: ناد عليا مظهر العجائب الخ এটা কী?

❏ প্রশ্ন-১৭৫: রাইয়ান, সায়রাব ও রাইহান নামগুলির ব্যাখ্যা-বিশ্লেষণ কী?

❏ প্রশ্ন-১৭৬: شهنشاه ‘শাহিনশাহ’ উপাধি দ্বারা কাউকে ডাকা জায়েয নাকি না-জায়েয?

❏ প্রশ্ন-১৭৭: ذوالكفل যুল-কিফিল কে ছিলেন এবং এর অর্থ কী?

❏ প্রশ্ন-১৭৮: ذوالنون ‘যুন্নুন’ কে ছিলেন এবং তাঁর জীবনকাল কীরূপ ছিল?

❏ প্রশ্ন-১৭৯: যখন কোন জাতির ওপর আযাব চলে আসে তখন আযাব চলে আসার পর ঈমান আনা ফলদায়ক নয়। তবে হযরত ইউনুস (عليه السلام) এর জাতির ওপর মেঘরাজি আসার পরেও যখন তারা ঈমান আনলো তখন তাদের ওপর আযাব উঠিয়ে নেওয়া হলো, এর পেছনে রহস্য কী?

❏ প্রশ্ন-১৮০: হযরত নূহ (عليه السلام) কখন হতে রিসালতের পদে অধিষ্ঠিত হন এবং হযরত আদম (عليه السلام)-এর কত বছর পর জন্মগ্রহণ করেন?

❏ প্রশ্ন-১৮১: হযরত আদম (عليه السلام)’র পদার্পনের কত দিন পর এই ঘটনাটি সংঘটিত হয়?

❏ প্রশ্ন-১৮২: يَا هُوَ শব্দের মর্মার্থ ও উদ্দেশ্য কি এবং هو সর্বনামের প্রত্যাবর্তন কোন দিকে? বর্ণনা কর।

❏ প্রশ্ন-১৮৩: ফাসিক কারা এবং এদের নাম কি?

❏ প্রশ্ন-১৮৪: ক্বিবলা কাকে বলে এবং ক্বিবলাকে ক্বিবলা কেন বলা হয়? তাহ্ক্বিকসহ বর্ণনা কর।

❏ প্রশ্ন-১৮৫: غيرذوى العقول বা জ্ঞানহীনদের ক্ষেত্রে ذوى العقول বা জ্ঞানবানদের জন্য ব্যবহৃত শব্দ ব্যবহার করা শুদ্ধ কি-না?

❏ প্রশ্ন-১৮৬: সূরা আ‘রাফে আল্লাহ্ তা‘আলার বাণী, 

مَا لَا يَخْلُقُ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ। এখানে ما  শব্দ দ্বারা কারা উদ্দেশ্য?

❏ প্রশ্ন-১৮৭: সূরা আ‘রাফে مِنْ دُونِ اللهِ عِبَادٌ أَمْثَالُكُمْ আয়াতে عباد শব্দ দ্বারা উদ্দেশ্য কী? 

❏ প্রশ্ন-১৮৮: হযরত ইউসুফ (عليه السلام) ও যুলাইখা বিবির বিবাহের পদ্ধতি ও বাস্তব অবস্থা কিরূপ ছিল?

❏ প্রশ্ন-১৮৯: শয়তান বিতাড়িত ও অভিশপ্ত হওয়ার পূর্বে ফিরিশতাদের সঙ্গে কোন্ কোন্ বিষয়ে আদিষ্ট ছিল?

❏ প্রশ্ন-১৯০: ইচ্ছাকৃত হত্যাকারী কি সর্বদা জাহান্নামে থাকবে?

❏ প্রশ্ন-১৯১: সূরা আলে-ইমরানে হযরত ঈসা (عليه السلام)কে হযরত আদম (عليه السلام)-এর সাদৃশ তুলনা করা হয়েছে। এটা কিভাবে শুদ্ধ হবে?

❏ প্রশ্ন-১৯২: হযরত আদম (عليه السلام) এর সন্তানদের মাঝে ঝগড়া-বিবাদের কারণ কি ছিল? এবং তাদের মধ্যে ভাই-বোনের পার্থক্যের নিয়ম কি ছিল?

❏ প্রশ্ন-১৯৩: আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে কিনা? এ ব্যাপারে ওলামাই কিরামের মতামত কি?

❏ প্রশ্ন-১৯৪: বর্তমানে প্রচলিত ফাঁসির শাস্তি শরীয়তের দৃষ্টিতে কিসাসের হুকুমের অন্তভুর্ক্ত হবে কি-না?

❏ প্রশ্ন-১৯৫: বর্তমানে মানুষ গাছের পরিবর্তে ষ্টীল, লোহা ও পাষ্টিক ইত্যাদি দ্বারা ঘরের সরঞ্জামাদি ও অলংকার তৈরী করছে। এ জাতীয় সরঞ্জাম, খাট ও অলংকার ব্যবহার করা শরীয়তের দৃষ্টিতে জায়েয আছে কিনা?

❏ প্রশ্ন-১৯৬: পুরুষদের জন্য অপ্রয়োজনীয় লোম ক্ষুর দ্বারা পরিষ্কার করা কি আবশ্যক? লোম পরিষ্কার করার পাউডার ব্যবহার করা যাবে কি-না? 

❏ প্রশ্ন-১৯৭: আহলে হাদীস ও জামায়াতে ইসলামীর অভিযোগ মাযহাবের তাকলীদ করা শিরিক এটা কি শুদ্ধ?

❏ প্রশ্ন-১৯৮: ইন্জেকশনের মাধ্যমে জন্তু যেমন-গরু, মহিষ ইত্যাদির বংশ     বিস্তারের জন্য গর্ভধারণের ব্যবস্থা করা শরয়ী বিধান মতে বৈধ কি-না?

❏ প্রশ্ন-১৯৯: রোগীকে রক্ত প্রদান করার শরয়ী বিধান কি?

❏ প্রশ্ন-২০০: সৈয়্যদা হযরত ফাতেমা (رضى الله تعالي عنها)-এর ফযিলত এবং তাঁর নামের অর্থ কি?

❏ প্রশ্ন-২০১: ‘আহলে বাইত’ কারা উদ্ধৃতিসহ বর্ণনা কর।

❏ প্রশ্ন-২০২: নিয়াবত্ বা প্রতিনিধিত্ব কাকে বলে? এবং এর দ্বারা উপকারিতা কি?

❏ প্রশ্ন-২০৩: ঔষধ সেবন এবং চিকিৎসা করার বিধান কি? শারীরিক সুস্থ্যতা ও আত্মিক সুস্থ্যতা কাকে বলে এবং উভয়ের সংজ্ঞা কি?

❏ প্রশ্ন-২০৪: রোগের চিকিৎসা ও ঔষধ সেবন করা কি সুন্নাত? যদি কোন রোগী বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে গোনাহগার হবে কি-না?

❏ প্রশ্ন-২০৫: خَيْرٌ শব্দের তাহ্কীক বা ব্যাখ্যা-বিশ্লেষণ কি?

❏ প্রশ্ন-২০৬: آيات الحفظ বা হিফাযত বা সংরক্ষণের আয়াত কাকে বলে?

❏ প্রশ্ন-২০৮: بارى এবং باديه سماوه এর তাহ্কীক বা ব্যাখ্যা বিশ্লেষণ কি?

❏ প্রশ্ন-২০৯: بلعم بن باعوراء (বল‘আম বিন বাউরা) কে ছিল?

❏ প্রশ্ন-২১০: কখন থেকে চন্দ্র হিসেবে বছরে বার মাস গণনা করা শুরু হয় এবং সূর্য হিসেবে মাস ও হিন্দী মাসের মধ্যে গণনা কিভাবে সাদৃশ্য ও মিলানো হয়?

❏ প্রশ্ন-২১১: বছরে তিন মৌসুম গণনা করা হয়। এটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়?

❏ প্রশ্ন- ২১২:

(ا) الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ الخ   (২) وَهُوَ الَّذِي مَدَّ الْأَرْضَ وَجَعَلَ فِيهَا الخ(৩) أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا الخ

উক্ত আয়াতগুলোর তাফসীর ও ব্যাখ্যা-বিশ্লেষণ কি?

❏ প্রশ্ন-২১৩: সুন্নাত কাকে বলে সংজ্ঞাসহ বর্ণনা কর ?

❏ প্রশ্ন-২১৪: فرعون ও هامان এটি কোন শব্দ? এবং নমরূদ কে ছিল?

❏ প্রশ্ন-২১৫: ســبـأ‘ (সাবা) এর তাফসীর ও তাহকীক বর্ণনা কর ?



 
Top