আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমাত্র দলঃ #SHARE
লেখক, সংকলকঃ [মাসুম বিল্লাহ সানি]
'
⛔ হযরত ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে সে সমস্ত জিনিসের আবির্ভাব ঘটবে যা বণী ইসরাইলের মধ্যে ছিল। যেমন এক জুতা অপর জুতার অনুরূপ। এমনকি বনী ইসরাইলের মধ্যে যদি কেউ মায়ের সাথে প্রকাশ্যে যিনা করে তবে আমার উম্মতের মধ্যেও এমন লোকের আবির্ভাব হবে, যে তা করবে।
নিশ্চই বনী ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তাদের সকলেই জাহান্নামে যাবে তবে একটি দল ব্যতীত। আরজ করা হল তারা কারা? রাসুল (ﷺ) উত্তর দিলেন, যারা আমার ও আমার সাহাবাগণের আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে।
Reference :
★ ইমাম তিবরিযীঃ মিশকাতুল মাসাবিহ ১/৬১, কিতাবুল ই'তিসাম বিস সুন্নাহ, হাদিস ১৬১
★ সুনানু তিরমিজি : ৫/২৬ : হাদিস ২৬৪১
★ ইমাম তাবারানীঃ মু'জামুল কবীরঃ ১৩ খন্ড ৩০ পৃ হাদিস ৬২,
★ ইমাম তাবারানীঃ মু'জামুল কবীরঃ ১৪ খন্ড ৫২ পৃ, হাদিস ১৪৬৪৬
★ ইমাম বায়হাকীঃ ইতিক্বাদ, ১/২৩৩ পৃ
★ ইমাম বাগবীঃ শরহে সুন্নাহ, ১/২১৩ পৃ, হাদিস ১০৪

সম্মানিত ইমামগণের মতে নাযাতপ্রাপ্ত দল কারা?

⛔ ইমাম আবু লাইস সমরকন্দী (রহঃ) [ওফাত ৩৭৩ হিঃ] হাদিসের মতন কিছুটা পরিবর্তন করে এভাবে বর্ননা করেছেন,
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নাযাতপ্রাপ্ত একমাত্র দলটি কোনটি?
রাসুল (ﷺ) বলেন, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আমার ও আমার সাহাবীদের আদর্শের উপর প্রতিষ্ঠিত।
★ ইমাম আবু লাইস সমরকন্দীঃ তফসীরে বাহারুল উলুমঃ ১/৪৫৬ পৃ

⛔ ইমাম সুলতান মোল্লা আলী কারী (রহঃ) বলেন,
এতে কোন সন্দেহ নেই যে, নাযাতপ্রাপ্ত দলটিই হল আহলুস সুন্নাহ ওয়াল জামাত।
★ ইমাম সুলতান মোল্লা আলী কারীঃ মিরকাত শরহে মিশকাতঃ ১/২৫৯ পৃ

⛔ আল্লামা ইমাম ইরাকী (রহঃ) বলেন,
"এটিই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত।"
★ ইমাম ইরাকীঃ তাখরীজে ইহইয়াউল উলুমঃ ১/১১৩৩ পৃ

⛔ ইমাম ইসমাইল হাক্কী (রহঃ) বলেন,
"নাযাতপ্রাপ্ত দলটিই হল আহলুস সুন্নাহ ওয়াল জামাত।"
★ ইমাম ইসমাইল হাক্কীঃ তফসীরে রুহুল বয়ানঃ ১/১৩ সূরা ফাতহ এর ব্যখ্যা।

⛔ আহলে হাদিসদের মুহাদ্দিস আল্লামা মুবারকপুরীর মতে,
"এতে কোন সন্দেহ নেই যে, নাযাতপ্রাপ্ত দলটিই হল আহলুস সুন্নাহ ওয়াল জামাত।"
★ মুবারকপুরীঃ মিরআতুল মাফাতিহঃ ১/২৭৫ পৃ

বিঃ দ্রাঃ [মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুরের"আকায়েদে আহলুস সুন্নাহ" কিতাব থেকে উক্ত পোষ্টটি লিখা হয়েছে]

 
Top