নামদারী আহলে হাদীসদের কিতাবে কালেমা “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” রয়েছে।

★হাসনাইন আহমদ আলকাদেরী★

• নাসীরুদ্দীন আলবানীর কিতাবে উল্লেখ আছে-
إثبات الايمان لمن يشهد أن لا اله الا اللّٰه محمّد رسول اللّٰه صلى اللّٰه عليه وسلم
ঈমান আছে প্রমাণিত হবে যে এই বলে সাক্ষ্য দিবে “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ”।

সুত্র:-আলবানী -মওসুআতুল আলবানী ৪/৩৯৯পৃ;

উক্ত কিতাবের ৪/৪০৯ পৃষ্টায় সে আরো লিখেছে
هذا المشرك لا يشهد لا اله الا اللّٰه محمد رسول اللّٰه
আর সেই লোক মুশরিক হবে যে, সাক্ষ্য দিবেনা
“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ”।


• আহলে হাদীস তথা খবিসদের বিখ্যাত মুহাদ্দীস আব্দুর রহমান মোবারকপুরী লিখেছে-
كلمة التوحيد وهى لا اله الا اللّٰه محمد رسول اللّٰه للإجماع
উম্মতের ইজমায় কালেমায়ে তাওহীদ হলো “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ”।

সুত্র:মোবারকপুর-তুহফাতুল আহওয়াজী ৭/২৮৩;

• তাদের অন্যতম ইমাম শওকানী লিখেছে-
كان مكتوبًا على رايَةِ النبيِّ صلى اللّٰه عليه وسلم “لا اله الا اللّٰه محمد رسول اللّٰه”

সুত্র:-শওকানী-নায়লুল আওতার ৭/২৭৯;

দ্র:- আহলে হাদীস দাবীদার খবিসদের কাছে আমাদের আহবান, এবার জাওয়াব দাও তোমরা তোমাদের এই ইমামদেরকে মুশরিক ফতোওয়া দিতে পারবে কিনা
 
Top