জুম্মার দিন প্রতি কদমে কদমে ১ বছর নফল রোজা ও সালাতের সওয়াবঃ
➖➖➖➖➖➖➖

🌀●● আউস ইব্‌ন আউস সাকাফি ‎রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
“জুমার দিন যে ব্যক্তি ভালো করে গোসল করল; অতঃপর পা হেঁটে আগে ভাগে মসজিদে গেল; বাহনে চড়ল না; ইমামের নিকটবর্তী হল; অনর্থক কথা কর্মে লিপ্ত না হয়ে মনোযোগসহ খুতবা শ্রবণ করল; তার প্রত্যেক কদম কদমে সে ১ বছর (নফল) রোজা ও নামাজের সওয়াব পাবে।’

[আহমদ ফি ‘ফাতহুল রাব্বানি’: (৬/৫১), তিরমিযি: (৪৯৬), আবু দাউদ: (৩৪৫), নাসায়ি: (১৩৮১), ইব্‌ন মাজাহ: (১০৮৭), দারামি: (১৫৪৭), হাকেম: (১০৪১), ইব্‌ন খুজাইমাহ: (১৭৫৮), সহিহ আল-জামে: (৬৪০৫)]
 
Top