৬০ বছর বেঁচেও ইবাদত করছেন মাত্র ২-৩ বছর? 
 ==========================

 ৬০ বছর বেঁচেও মাত্র ২-৩ ইবাদত করছেন 😲 অবাক হচ্ছেন? পড়ে দেখুন! বদলে যান, বদলে দিন। 
 ✍ কৃতঃ Masum Billah Sunny 
 [ব্লগার, সুন্নি-বিশ্বকোষ]
 ➖➖➖➖➖➖➖➖

 ‘তোমারই পথের যাত্রী যেজন,
 তোমারই গৃহে বাস!
 অনেকেই দেখ মিশে গেছে আজ,
 মাটি করেছে গ্রাস!
 নিদ্রিত তুমি, বধির তুমি,
 স্বীয় হস্তেই তব সর্বনাশ!’

  হে মানব সম্প্রদায় আমি তোমাদের বিবেক বলছি। শুনতে পাচ্ছ? কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই আমার কাঠগড়ায় তোমাকে দাঁড় করাব। প্রভুর সামনে তোমাকে সেদিন হিসাব দিতে হবে। চলো আজ ক্ষনিকের জন্য আমার নিকট একটা Interview হয়ে যাক।

 ____________________

 রমজান কিভাবে অতিক্রম করছ?
 - দুপুর-বিকাল পর্যন্ত ঘুম? হ্যাঁ।
 - গান? হ্যাঁ।
 - সিনেমা? হ্যাঁ।
 - নাটক? হ্যাঁ।
 - হিন্দি সিরিয়াল? হ্যাঁ।
 - Dance? হ্যাঁ।
 - Facebook, Chating? হ্যাঁ।
 - আড্ডা? হ্যাঁ।
 - চিল্লাচিল্লি, বকাবকি, গীবত, পরনিন্দা? হ্যাঁ।
 - মিথ্যাচার? অহংকার? অন্যান্য মন্দ কাজ? হ্যাঁ।
 ______________________

 - আল্লাহকে আজ ১০০ বার স্মরণ করেছ? না।
 - মৃত্যুকে ১০০ বার স্মরণ করেছ? না।
 - ১টি সূরা তেলাওয়াত করেছ? হ্যাঁ (২০%) / না (৮০%)। 
 - নামাজ পড়েছ? হ্যাঁ (৩০%) / না (৭০%)।
 - টিভি দেখার সময় মনযোগ কি এক জায়গায় থাকে? হ্যাঁ।
 - নামাযে তোমার মনোযোগ কি এক জায়গায় থাকে? 😣😶 না।
 - তোমার নামাযে, তেলাওয়াতে যে ভুল হচ্ছে জানো? 😣😶 না।
 - নামাজের সব নিয়ম মাসায়েল জানো? যা কিনা তোমার জন্য জানা ফরজ? না 😣😶।
 - ৩বার সূরা ইখলাস পাঠে ১খতম কুরআনের সওয়াব হয়। জানো সেটা? জানি☺।
 - প্রতিদিন করো?😐😣😶 না। 
 - মাসে করো? করি (১০%) করিনা (৯০%)
 - কাউকে ইফতার করিয়েছ? হ্যাঁ (২০%) / (না ৮০%)
 - আর কোন ভাল কাজ করেছ? তেমন না 😐😶।
 - ইসলাম সম্পর্কে জানা ফরজ। সেটা জানো? হ্যাঁ জানি☺।
 - কতটুকু দ্বীনের জ্ঞান অর্জন করেছ? খুবই অল্প 😐😣😶।
 ______________________

 আফসোস তোমার জন্য। আচ্ছা বলো দেখিঃ
 - তীব্র রোদের মধ্যে ২ ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে? না।
 - দিয়াশলাই জ্বালিয়ে হাতের নিচে ধরতে পারবে? না।
 - তাহলে কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? না। 😶😣😩😢😭
 ______________________

 - তুমি কি মরবে? অবশ্যই😭।
 - জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে?অবশ্যই😲।
 - জান্নাতে যাওয়ার মত কি রেখে গেলে?তেমন কিছু না😐😶😢।
 - জাহান্নামে যাওয়ার মত কি রেখে গেলে? 😕😶 প্রায় সবকিছুই 😢
 - কি উপায় হবে তোমার? আল্লাহ পাক যদি বাঁচান সেই আশায় আছি।
 - সবাই তো সেই আশায় থাকে, কারো কারো তো সেই চেতনাও নেই। তবুও কি জাহান্নাম পূর্ণ হবে না? হ্যাঁ 😭।
 - জান্নাতে গেলে তো বেঁচে গেলে (যার কোন গ্যারান্টি নাই) জান্নামে গেলে কি উপায় হবে তোমার (যার গ্যারান্টির জন্য তোমার কাজই যথেষ্ট) 
 - তোমাকে এইসব কাজের তাগিদ কে দিবে প্রতিদিন? জানি না😢।
 - নিশ্চয় আজ যা শিখেছ কাল তা ভুলে যাবে কারণ ভুলে যাওয়াই তোমার স্বভাব। সেজন্যই মৃত্যুর পরও দুনিয়ায় ফিরে এসে সংশোধন হওয়ার দরখাস্ত করবে। সেদিনও তোমার আবেদন Reject (বাতিল) করা হবে।
 _____________________

  তুমি কি ১০০ বছর বাঁচবে? গ্যারান্টি নাই😢।
 - গড় আয়ু কত? ৬০ বছর। 
 - তোমার বয়স কত? ২৫-৩০ বছর। 
 - স্বাভাবিকভাবে কত বাকি রইল? ২৫-৩০ বছর।
 - ইবাদত শুরু করেছ কত বছর বয়স থেকে?
 ১০ অথবা ১৫ বছর থেকে। 
 - ঘুমাও কত ঘন্টা? ৬ ঘন্টা। 
 - তাহলে এ জীবনের কত ঘন্টা ঘুমে কাটাচ্ছ? ১৫ বছর।
 - দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়তে কত সময় ব্যয় হয়? ফজর (১০)+ জোহর (১৫)+ আছর 
 (১০) + মাগরিব (১০)+ এশা (১৫) মিনিট = ৬০ মিনিট।
 - ইবাদতের সময় বাকি রইল? 

 সব Calculations একত্রেঃ

 ◾ গড় আয়ু (৬০) বছর➖ সে ৬০ বছরে প্রতিদিন ৬ ঘন্টা করে ঘুমালে তাতে ব্যয় হয় (১৫) বছর➖ইবাদত শুরু (১০) বছর = বাকি রইল (৩৫) বছর।

 ◾এবার মনে করুন, একজন ২৫ বছরের যুবক-যুবতীর জন্য ইবাদতের সময় কতটুকু? সে যদি বাঁচে আর (৩৫) বছর➖ তার মধ্যে ঘুমে কাটাবে (৮) বছর ➖ বাকি রইল ২৮ বছর। 

 ◾নামাজের জন্য প্রতিদিন ব্যয় হয় ১ঘন্টা, ৫০ বছর দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়লে সে ইবাদত করল (১৮২৫০ ঘন্টা / ৭৬০ দিন/ ২ বছর।)

 ◾২৮ বছরে ১ ঘন্টা করে নামাজ পড়লে ইবাদত করল (১০২২২ ঘন্টা বা ৪২৫ দিন বা ১.১৬ বছর)

 - মানুষ ফরজ নামাজ ত্যাগ করে কয় বছর? ৫/১০/১৫/২০/২৫/৩০/৩৫/৪০/৪৫ বছর? দিনে? মাসে? বছরে? নিয়মিত কয় ওয়াক্ত নামাজ পড়ো❓😣😶😢😭

 [তার মানে দাঁড়াল ৬০ বছর একজন মানুষ বাঁচলে সে শুধুমাত্র ঘুমে কাটায় ১৫ বছর এবং ইবাদত করে মাত্র ২-৩ বছর আর বাকি বছর জিন্দেগী Waste করছে অন্যান্য কাজে।]

 এই হিসাব নিকাশ দেখে জানি না কতটুকু খারাপ লাগছে একবার ভেবে দেখো তোমার প্রভুর নিকট তুমি কিভাবে হিসাব দিবে? সেই সাহস আছে তোমার? তাও যাই ২-৩ বছর ইবাদত করার সুযোগ পাও। নামাজে অনর্থক চিন্তা ভাবনা, ভুল-ত্রুটি, নামাজ ছেড়ে দেয়া, লোক দেখানো নামাজ ও অন্যান্য পাপ দ্বারা ইবাদত যা করেছ তাও মাইনাস করে ফেললে।

   🌀●● মহান আল্লাহ বলেনঃ

 وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

 “কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।” (সূরা যিলযাল ৯৯ : ৮)
 _____________________

  - এক গান তুমি ১০০ বার শুনতে পছন্দ করো? না।
 - নামাজ-তেলাওয়াত এসব ৩০মিনিট করলে কি তোমার ক্লান্তি লাগে? জ্বি 😕।
 - গান-সিনেমা-নাটক-সিরিয়াল ঘন্টার পর ঘন্টা দেখলেও কি তোমার ক্লান্তি লাগে? না 😶😣😥
 - তুমি কি ছোট থেকে আজ পর্যন্ত কোন কিছুর পরিবর্তন করেছ? হ্যাঁ অবশ্যই, অনেক কিছুই। - খারাপ কাজ ত্যাগ করে ভাল কাজ গ্রহণ এই স্বভাবটা কতটুকু পরিবর্তন করেছ? 😶😣

  🌀●● ‘আল্লাহ ন্যায় নিষ্ঠদের ভালোবাসেন।’ 
 (সূরা মায়েদা:৪২)

 🌀●● আল্লাহকে ভয় কর, এতে আশা করা যায় তোমাদের উপর দয়া ও অনুগ্রহ করা হবে।’( সূরা হুজরাত:১০)। 

 🌀●●কুল্লু নাফসিন যাইক্বাতুল মাউত”  সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে। তাই যারা দোযখের আগুন থেকে মুক্ত হয়েছে এবং জান্নাতে প্রবেশ করেছে,তারা নিশ্চয়ই সফলকাম। আর দুনিয়ার জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয়। (আল-ইমরান ৩:১৮৫)

 ___________________

 পরিশেষঃ
  তুমি যেমন পাপ করে ক্লান্ত হও না, মহান আল্লাহও ক্ষমা করে ক্লান্ত হন না। এত পাপের মধ্য দিয়ে তোমার বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রমাণ। সুতরাং হতাশ না হয়ে Change হও, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আর আল্লাহ পাকের প্রিয় হাবিব (ﷺ) যিনি আমাদের মত কোটি কোটি গুনাহগার উম্মাতের সুপারিশকারী হবেন, হাশরের ময়দানে জামিন হবেন, যেই রাসূল (ﷺ) কে প্রাণের চেয়েও বেশি ভালবাসা ইমান তাঁকে আজ কি করে ভুলে গেলে? তার শানে যারা বেয়াদবীমূলক শব্দ চয়ন করে তুমি তাদেরকে মাথায় তোলে নাচো, তাদেরকেই তুমি ভক্তি করো, অনুসরণ করো। তোমাকে পরকালে কে মুক্ত করবে? ঐসব গোমরাহী বক্তা নাকি আল্লাহর রাসূল (ﷺ)❓বোধ কবে উদিত হবে তোমার?

  প্রতিদিন কত মানুষকে মৃত্যুবরণ করতে দেখ, কত কাফনের কাপড় আর কত কবরস্থান দেখ। কতকিছু দেখ-শিখ, কিন্তু সবকিছুই ভুলে যাও, কোনকিছুই আমলে নাও না। অপেক্ষা কর শীঘ্রই চূর্ণ-বিচুর্ণ হবে তোমার এই নমনীয় দেহ, তোমার পাপাচারের কারণে তোমারই দেহ জ্বাহান্নামের জ্বালানী হবে। 
 দিন যায়, রাত যায় সবকিছুর পরিবর্তন হয় কিন্তু শুধু বদলায় না তোমাদের পাপাচার,  আমল-আখলাক আর দৈনন্দিন রুটিন। আজ তো বেঁচে আছ, ভাল আছ কাল যখন মারা যাবে কি গতি হবে তোমার? এই ফ্যাশনের জিন্দেগী নিয়ে কি কবরে যাবে? বাঁচার দায়িত্ব তোমার, সুতরাং কিভাবে বাঁচবে নিজেই ভেবে দেখো।


 ==========================


  
 
Top