"মাওলা আলী মুজতাবা"
[লেখক:: আরিফ ওয়াকিজ]

২১শে রমজান ইসলামের চতুর্থ খলিফা সৈয়্যদুনা মাওলা আলী শের-এ খোদা (রাঃ)'র শাহাদাত দিবস,

শের-এ খোদা মুশকিল কুশা
মাওলা আলী মুজতাবা,
ধরার বুকে তাশরিফ তাঁহার
হয়েছে চাদর কাবা।

মুখে তাঁহার মধু হয়েছে
লাওয়াবে পাক মুস্তাফা,
করেছে দিদার জগতে এসে
পহেলা সুরতে মুস্তাফা।

তাঁহার পানে গেলেই মুনিবের
দরবারের যাত্রী হয়,
নবী এলমের শহর তাঁহার
দরজা আলীরে কয়।

হায়দার মাওলা আলী মাওলা
তিনি পান্জেতনের মান,
চার খলিফার আলীও একজন
কি মহান তাঁহার শান।

তাঁহার প্রেমেই ঈমান পাবে
পাক খোদাই ফরমান,
জিকির তাহার মুখে জপিলে
দুঃখে মিলে পরিত্রাণ।

বেহেশতের দুই সর্দার হাসনাইন
তাঁহার নয়ন দুলারা,
নবী নন্দীনি মহিয়সী নারী
তাঁহার বিবি জাহারা।

ওয়াক্ত গেলো তাঁহার পানে
সূর্য তুলে পয়গাম্বার,
রাসুলের পর তিনি মাওলা
তিনি শাহে খায়বার।

খোদার নূরে নবীর সৃজন
আলী নূরে নবীতে,
এবাদত হইবে জিকির আলী
থাকিলেও তাঁহারে দেখিতে।

প্রেম কহিয়া আলীরে জুদা
করিও না নাদান ভাই,
আলী তোমার আলী আমার
আলী সকলের চাই।

ওয়াকিজ শতবার জন্ম লইয়া
কোরবান নামে আলীতে,
নারায়ে হায়দারীর ধ্বনি সদা,
থাকিবে মুখে বলিতে।
 
Top