"দুখু মিয়া তাঁহার নাম"
[লেখক:: আরিফ ওয়াকিজ]
১১ জ্যৈষ্ঠ সুফি কবি,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্ম বার্ষিকী

ছন্দে তাঁহার মাতে হৃদয়,
প্রেম আগুনে পুড়ে।
প্রতিবাদী হয়ে উঠে মন,
তাঁহার প্রীতি সুরে।

আল্লাহ্ রাসূল আছেন সদা,
তাঁহার চিন্তা জুড়ে।
দ্বীনও ইসলাম ধর্ম কর্মে,
আবেগে গর্ত খুঁড়ে।

চল্ চল্ বলিয়া মোর,
উচ্চ করিলা শির।
বলো বীর ধ্বনি কানে শুনি,
দেহ্ করে গীর গীর।

বিদ্রোহ তাহার দেহ্ জুড়া,
টগবগে খুনে লাল।
এ কোন প্রেমে পুড়িয়া তাঁহার,
হইলো এমন হাল,?

কলম তাঁহার চলে যেমন,
ধূমকেতুর যাত্রা পাড়ি।
কোথায় থামিবে অচিন পথের,
এই প্রেমের রেলগাড়ি।

জন্ম তাঁহার ঐ চির চেনা,
দুর চুরুলিয়া গ্রাম।
জাতীয় কবি কাজী নজরুল,
দুখু মিয়া তাহার নাম।

ইসলাম আর নজরুল সদা,
ছিলো সাথে সাথে।
পেঁচার দলের জুদার কৌশল,
কি কাজ দিবে তাতে,?

তাঁহার সেই মহান বাণী মনে,
দোলা দিয়ে যায়।
ওয়াকিজও কয় মসজিদের পাশে,
আমায় কবর দিও ভাই।




















 
Top