মহামারীতে ইমান নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ
করোনা ভাইরাসকে নয়; আল্লাহ তায়ালাকে ভয় করুন!
🖋মোহাম্মদ জাকারিয়া বিন জালাল উদ্দিন


করোনা ভাইরাস মহামারী; হাদীসের ভাষ্যমতে মরামারীতে ইন্তেকাল করলে শহীদের মর্যাদা পাওয়া যাবে৷ সুতরাং, করোনাকে ভয় না পেয়ে শহীদের মর্যাদা কামনা করুন! সেই সাথে মহামারীতে সচেতন থাকাও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর হাদিসে পাওয়া যায়।  

عَنْ أَبِي هُرَيْرَةَ  رَضِيَ اللَّهُ تعالى عَنْهُ،  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " الشُّهَدَاءُ خَمْسَةٌ : الْمَطْعُونُ،  وَالْمَبْطُونُ، وَالْغَرِقُ، وَصَاحِبُ الْهَدْمِ ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ ".

( رواه البخاري، كِتَابُ الْجِهَادِ وَالسِّيَرِ، بَابٌ  الشَّهَادَة سَبْعٌ سِوَى الْقَتْلِ، رقم:٢٨٢٩  ومسلم، رقم: ١٩١٤  وموطأ مالك، رقم: ٣٤٦  ومسند أحمد، رقم: ٨٣٠٥، ١٠٨٩٧)

অর্থ: হযরত আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, পাঁচ প্রকার মৃত শহীদ:   মহামারীতে মৃত, পেটের পীড়ায় মৃত, পানিতে ডুবে মৃত, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত এবং যে আল্লাহর পথে শহীদ হলো।

(বুখারী শরীফ, হাদীস নং:2829, মুসলিম শরীফ, হাদীস নং:1914, মুয়াত্তা মালিক, হাদীস নং: 346, মুসনাদে আহমাদ, হাদীস নং: 8305, 10897)
 
Top