❏ প্রশ্ন-৩৬ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর ঘোড়াগুলোর নাম কি ছিল?


✍ উত্তরঃ হুযূর মোস্তফা (ﷺ) মদিনা মুনাওয়ারায় ফুযারা গোত্রের এক বেদঈন থেকে ‘সাকাব’ নামী একটি ঘোড়া দশ আউকিয়া মূল্যে ক্রয় করেছিলেন এবং উহুদ যুদ্ধে তিনি উক্ত ঘোড়ায় আরোহন করেছিলেন। হুযূর মুহাম্মদুর  রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ‘মালাদাহ’ নামক আরো একটি প্রসিদ্ধ ঘোড়া ছিল, যা প্রথমে আবু বুরদাহ ইবনে আবি নিয়ারের নিকট ছিল। হুযূর (ﷺ)-এর ‘আল-মুর্তাজিয্’ নামক আরো একটি ঘোড়া ছিল যা বনি মুর্রাহ গোত্রের এক বেদুঈন ক্রয় করেছিলেন। তাঁর   আরো তিনটি ঘোড়া ছিল। এগুলোর একটির নাম ছিল লায্যায্, দ্বিতীয়টির নাম ত্বারব এবং তৃতীয়টির নাম ছিল লুখাইফ।


❏ প্রশ্ন-৩৭ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর যুদ্ধাস্ত্রের নাম কি ছিল?


✍ উত্তরঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর একটি তরবারির নাম ছিল ‘যুল-ফিক্বার’। যা বদর যুদ্ধে পেয়েছিলেন। কাইনুকার যুদ্ধে তিনটি তরবারি পেয়েছিলেন। সেগুলো হচ্ছে ক্বিলাঈ, বতার ও হতফ। তাঁর নিকট আরো দু’টি তরবারি ছিল। একটি হচ্ছে মিহযাম, অপরটি রাসূব।


❏ প্রশ্ন-৩৮ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর ধনুকের সংখ্যা কত ছিল?


✍ উত্তরঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর তিনটি ধনুক ছিল। প্রথমটির নাম রাউহা, দ্বিতীয়টি বায়দা এবং তৃতীয়টির নাম সাফারা ছিল।


❏ প্রশ্ন-৩৯ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর যুদ্ধের পোশাক সংখ্যা কত ছিল?


✍ উত্তরঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর তিনটি যুদ্ধের পোশাক ছিল। তন্মধ্যে প্রথমটির নাম সা‘দিয়াহ, দ্বিতীয়টির নাম ফচ্ছাহ এবং তৃতীটির নাম যাতুল ফুযূল।

তাঁর   নিকট ঢালও ছিল (তলোয়ারের ফলা)। যার ওপর ছাগল এবং মূর্তি অংকিত ছবি ছিল। কিন্তু তা শেষ পর্যন্ত তাঁর   নিকট ছিল না।


 
Top