❏ প্রশ্ন-৪০ঃ হযরত যয়নব বিনতে জাহাশের নাম পরিবর্তন করার কারণ কি ছিল? 


✍ উত্তরঃ যয়নব বিনতে জাহাশ (رضى الله تعالي عنها) ছিলেন হুযূর (ﷺ)-এর আপন ফুফু হযরত উমাইয়া বিনতে আবদুল মুত্তালিবের কন্যা। তাঁর নাম প্রথমে ছিল বুর্রাহ। হুযূর (ﷺ) উক্ত নাম পরিবর্তন করে যয়নব রাখেন। কারণ ‘বুররাহ শব্দের অর্থ অতীব পবিত্র ও পূণ্যবতী মহিলা। যেহেতু উক্ত অর্থে অহংকার ও আত্মগরিমার গন্ধ পাওয়া যায়, তাই শরীয়তের দৃষ্টিতে তা নিষিদ্ধ।  

58. আহকামে শরীয়ত।


এমনকি উক্ত শব্দ ব্যবহারেও অনেক ক্ষেত্রে খারাপ অর্থের সৃষ্টি হয়। যেমন, যদি কেউ বলে ‘বুর্রাহ ঘরে নেই’। তখন বাহ্যিকভাবে এর অর্থ দাড়াবে, কোন পূণ্যবতী মহিলা ঘরে নেই। তাই হুযূর (ﷺ) তাঁর নাম পরিবর্তন করে দিয়েছেন। এ জাতীয় অন্যান্য নাম যেমন রহমত বরকত ইত্যাদি রাখাও সমীচীন নয়।

 فلا تزكوا انفسكم الخ ‘তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না’ আয়াত দ্বারা দলিল উপস্থাপন করেন।


 
Top