❏ প্রশ্ন-১৪৯: কোরআন মজিদ খোলার পূর্বে কিছু লোক তাতে চুমো খায়। এই কাজটি জায়েয বা সঠিক কিনা?


✍ উত্তর: আল্লাহই আমাদের সাহায্যকারী। কোরআন মজিদকে চুমো খাওয়া জায়েয।   


 روى عن عمر رضى الله عنهُ انه كان يأخذ المصحف كل غداة ويقبله الخ .


হযরত ওমর (رضى الله تعالي عنه) হতে বর্ণিত রয়েছে যে, তিনি প্রতিদিন সকালে কোরআন নিতেন এবং তাতে চুমো খেতেন। 

209. দুররে মুখতার আলাশ-শামী: খন্ড নং ৫, পৃষ্ঠা নং-২৪৬।


 
Top