কিতাবঃ 
আকায়েদে আহলে সুন্নাহ (১ম খন্ড)
(ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আক্বিদা)
গ্রন্থনা ও সংকলনে:
মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
প্রকাশক, সাকলাইন প্রকাশক, বাংলাদেশ।
সম্পাদনায়:
মুফতি মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী।

প্রকাশনীঃ 
সাকলাইন প্রকাশন, বাংলাদেশ।
টেক্সট রেডীঃ 
মাসুম বিল্লাহ সানি, সিরাজুম মুনির তানভির।

উৎসর্গ:
আমার শ্রদ্ধেয় দাদা মুহাম্মদ আব্দুল মাজিদ (رحمة الله)‘র মাগফিরাত কামনায়।

গ্রন্থস্বত্ব: লেখক কর্তৃক সংরক্ষিত।

নাম করণে: সৈয়দা হাবিবুন্নেছা দুলন।

প্রথম প্রকাশ:
২০ নভেম্বর, ২০১৫ ইং
দ্বিতীয় প্রকাশ:
৩১ ডিসেম্বর, ২০১৬ ইং

প্রকাশনায়: সাকলাইন প্রকাশন, বাংলাদেশ।

শুভেচ্ছা হাদিয়া ৫০/= টাকা মাত্র


যোগাযোগঃ দেশ-বিদেশের যে কোন স্থানে বিভিন্ন সার্ভিসের মাধ্যমে কিতাবটি সংগ্রহ করতে মোবাইল: ০১৮৪২- ৯৩৩৩৯৬
                                                   
সূচিপত্র

লেখকের ভূমিকা/৫
প্রথম অধ্যায়ঃ 
আক্বিদার পরিচিতি-
আক্বিদা বলতে কী বুঝায়/৬
সর্বপ্রথম ঈমানের জ্ঞান শিক্ষা করা ফরয/৬
আক্বিদা দুরস্ত করা কেন প্রয়োজন?/৭
এক মাত্র আক্বিাদা শুদ্ধ ঈমানদাররাই জান্নাতে প্রবেশ করবে/৮
দ্বিতীয় অধ্যায়ঃ 
আহলুস্ সুন্নাহ ওয়াল জা‘মাআতই একমাত্র নাযাত প্রাপ্ত দল/৯
পবিত্র কুরআনে আহলে সুন্নাহ ওয়াল জামাত/৯
হাদিসের আলোকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রমাণ/১২
প্রথম এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসদের অভিমত/১২
দ্বিতীয় হাদিসের বিষয়ে বিজ্ঞ উলামাদের ব্যাখ্যা/১৩
পঞ্চম হাদিসের ব্যাখ্যায় বিজ্ঞ উলামাদের ব্যাখ্যা/ ১৫
আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ/১৭
আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদের ইমাম কে?/১৮
মাযহাব অস্বীকারকারীরা কি আহলে সুন্নাহ ওয়াল জামা‘আতের অনুসারী?/২০
তৃতীয় অধ্যায়ঃ 
আল্লাহ সম্পর্কে কিছু গূরুত্বপূর্ণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আক্বিদা/২১
আল্লাহ তা‘য়ালার কী সৃষ্টির মত আকৃতি রয়েছে ?/২১
আল্লাহর আকৃতিতে আদম (عليه السلام) কে বানানো প্রসঙ্গ/২৪
আল্লাহকে স্বশরীরে সর্বত্র বিরাজমান আক্বিদা রাখা প্রসঙ্গ/২৫
আল্লাহকে আরশে সমাসীন বলা প্রসঙ্গ/২৯
আল্লাহ মিথ্যা বলতে পারেন ধারণা রাখা প্রসঙ্গ/২৯
মহান আল্লাহর কাছে কোন কিছু গোপন নেই/৩২
স্বপ্নে আল্লাহকে দেখা প্রসঙ্গ/৩২
চতুর্থ অধ্যায়ঃ 
নবিদের সম্পর্কে আক্বিদা/৩৩
এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ আক্বিদা/৩৩-৩৪
সমস্ত নবীগণ নিষ্পাপ ছিলেন/৩৪
এক নজরে তাদের সম্পর্কে আরও কিছু আক্বিদা/৩৪-৩৬
সমস্ত নবীরা তাদের কবরে জীবিত/৩৬-৩৭
পঞ্চম অধ্যায়ঃ 
রাসূল (ﷺ) সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আক্বিদা/৩৭
১.মহান আল্লাহ রাসূল (ﷺ) কে সর্বপ্রথম সৃষ্টি করেছেন/৩৭
এ বিষয়ে ইমামে আহলে সুন্নাতের অভিমত/৩৯
২. রাসূল (ﷺ) হযরত আদম (عليه السلام)‘র বহু আগেই সৃষ্টি, যদিও প্রেরিত হয়েছেন সকল নবির শেষে/৩৯
তিনি সৃষ্টির শুরুতে নবী ছিলেন/৪০
৩. তিনিই সৃষ্টির কেন্দ্রবিন্দু; তাঁর উসিলায় জগত সৃষ্টি/৪০
৪. রাসূল (ﷺ)‘র সৃষ্টি অন্যান্য সৃষ্টির মতো নয়/৪১
সমস্ত মানুষ মাটির তৈরী নয়/৪২
৫. রাসূল (ﷺ)‘র পিতামাতা মু‘মিন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন/৪২
৬. অন্যান্য নবিদের থেকে আল্লাহ আমাদের নবি হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তাফা (ﷺ) কে বেশী ইলমে গায়ব দান করেছেন/৪৪
৭. রাসূল (ﷺ) নিরক্ষর ছিলেন না/৪৬
৮. স্বয়ং আল্লাহ তা‘আলাই নিজেই রাসূল (ﷺ)কে কুরআন শিক্ষা দিয়েছেন/৪৭
৯. চাঁদ ও সূর্যের আলোতে রাসূল (ﷺ)‘র ছায়া জমিনে পড়তো না/৪৮
১০. রাসূল (ﷺ) এর মি‘রাজ জাগ্রত অবস্থায় হয়েছিল/৪৯
১১. মি’রাজের সময়ের বিষয়ে সঠিক আক্বিদা/৫১
১২. রাসূল (ﷺ) সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ তা‘য়ালা কে স্ব চক্ষে অবলোকন করেছেন/৫১-৫৩
১৩. রাসূল হায়াতুন্নবী (ﷺ) হিসেবে এখনও রওজা শরিফে আছেন/৫৩-৫৪
১৪. রাসূল (ﷺ) ওফাতের পরেও তেমন; যেমন হায়াতে ছিলেন/৫৪
১৫. রাসূল (ﷺ) যেখানে ইচ্ছা সেখানে পরিভ্রমণ করতে পারেন/৫৫
১৬. রাসূল (ﷺ) এর দৃষ্টিতে সব কিছু হাযির ও নাযির/৫৬
১৭. রাসূল (ﷺ) এর রওজা জিয়ারত একটি বরকতময় আমল/৫৬
১৮. রাসূল (ﷺ) এর শাফায়াত সত্য/৫৭
২০. রাসূল (ﷺ)‘র আগমনের দিনে ঈদ উদ্যাপন করা বৈধ/৫৭-৫৮
৬ষ্ঠ অধ্যায়ঃ 
খোলাফায়ে রাশেদীনের বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদা-৫৮
হযরত আবু বকর ও উমর (رضي الله عنه)‘র ব্যাপারে আহলে জামাআতের আক্বীদা/৫৮
হযরত উসমান (رضي الله عنه)‘র ব্যাপারে আহলে সুন্নাতের আক্বীদা/৫৯
হযরত আলী (رضي الله عنه)‘র ব্যাপারে আহলে সুন্নাতের আক্বীদা/৫৯
সমস্ত সাহাবিরা সত্যের মাপকাঠি বা ন্যায়পরায়ণ ছিলেন/৬০
সপ্তম অধ্যায়ঃ 
অন্যান্য গুরুত্বপূর্ণ আক্বিদার বিবরণ-
কবিরাহ গুনাহ এর দরুন কেই কাফের হবে না/৬০
আউলিয়ায়ে কেরামের প্রতি বিশ্বাস/৬১
সমস্ত বেলায়াত প্রাপ্ত ওলীরা তাদের স্বীয় কবরে জীবিত রয়েছেন/৬১
চার মাযহাবের ইমামদের প্রতি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আক্বিদা/৬২
ইয়াযিদ সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অভিমত/৬৩-৬৪

ভূমিকা

আল্লাহ তা’য়ালার মহান দরবারে অসংখ্য কৃতজ্ঞতাসহ সিজদা আদায়ের পর, সৃষ্টির শ্রেষ্ঠতম উপঢৌকন মহানবী হযরত মুহাম্মদ  এর পুণ্যময় চরণে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত পাঠকবৃন্দ! আমার এই পুস্তকে অতীব গুরুত্বপূর্ণ কিছু আক্বিদার বিষয়ের উপর আলোকপাত করছি, যে বিষয়গুলি যুগযুগ ধরে সমগ্র মুসলিম সম্প্রদায়ের মধ্যে সত্য বলে বিশ্বাস স্থাপিত হয়ে এসেছে, যা কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে সত্য আক্বিদার সপক্ষে যথেষ্ট প্রমাণাদী থাকায় সূর্যের আলোর ন্যায় পরিষ্কার ছিলো আম জনতার নিকট এ সব বিষয় যেমন, আল্লাহ তা‘য়ালা আকার-আকৃতি থেকে মুক্ত, নবিজির ইলম গায়ব ও নূরের সৃষ্টি হওয়া, তিনি হাযির-নাযির, হায়াতুন্নবী (ﷺ), আমাদের সব কিছু দেখেন, ওলীগণ জীবিত, তাঁদের কারামাত সত্য ইত্যাদি বিশ্বাস পোষণ। আধুনিক সভ্যতার এই যুগে এসে কিছু কথিত জ্ঞানপাপী এ সব দীপ্তমান আক্বিদার বিষয়গুলির প্রতি নানা অভিযোগ উত্থাপন করে সরলমনা মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে প্রতিনিয়ত। সেসব বিভ্রান্তি থেকে সহজ সরল মুসলমানদের সতর্কতার লক্ষ্যে আমার এই ক্ষুদ্র্র প্রয়াস। আমার শ্রদ্ধেয়া বড় বোন সৈয়দা হাবিবুন্নেছা দুলন এ পুস্তকের নামকরণ করেছে ‘‘আকায়েদে আহলে সুন্নাহ (ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আক্বিদা)’’। গ্রন্থাকারে রূপদেয়ার পর বইজুড়ে অনুপম নজর দিয়ে আমাকে চিরদিনের জন্য কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে রেখেছেন, জামানার মুফতিয়ে আযম, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ আল-কাদেরী ও আল্লামা মুফতি আলী আকবার (মা.জি.আ)। বইয়ের বাংলা বানান সংশোধনীতে কৃতার্থ করেছে, মাওলানা আবদুল আজিজ রজভী ও মুহাম্মদ মাহবুব আলম মজুমদার- এ দুই ভাই।
প্রিয় পাঠক! আশা করি, নাতিদীর্ঘ এই পুস্তকটি পরোপুরি পড়ে বিবেকের আদালতে মুখোমুখি হবেন। এতে আপনার অন্তর চক্ষু খোলে যাবে, ইনশাআল্লাহ! সফলতার মুখ দেখবে আমার পরিশ্রম।
                               
অধম রচয়িতা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
তারিখ.১৫.১০.১৫ইং
 
Top