স্টাফ রিপোর্টার: পটিয়া বড়লিয়া সালামিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে তরিক্বত মাওলানা সৈয়দ ওমর ফারুকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান দেশের শীর্ষ আলেম শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী, মহাসচিব আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম ফজলুল হক ও সাংগঠনিক সচিব অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী প্রমুখ।


দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-কন্ঠাকাকীর্ণ বৈশ্বিক এ চরম ক্রান্তিকালে তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত । সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিক রূপদানে তাঁর ত্যাগ এবং অবদান অনস্বীকার্য। বিশেষত বাতিল মুকাবিলায় ও দিশেহারা মুসলিম সমাজের মাঝে সুন্নীয়তের দাওয়াত পৌঁছাতে, সত্যিকার দ্বীন-মাযহাবকে তুলে ধরার ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন।

মরহুম ওমর ফারুক একজন সুন্নীয়তের পক্ষে বাতিল মোকাবিলায় নিরলস কর্মযোদ্ধা ছিলেন। তাঁর ইন্তেকালে চট্টগ্রামসহ দেশের সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নেতৃবৃন্দ মহান প্রভুর দরবারে ক্ষমা প্রাথর্নার পাশাপাশি উনাকে জান্নাতের আ’লা মাকাম কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।
 
Top