দান সদকাহ করার আদবঃ
১. হালাল সম্পদ থেকে দান করা।(সহীহ মুসলিমঃ২২৪)
২. প্রতিদিন সামান্য হলেও দান করা।
(সহীহ বুখারীঃ১৩৫১)
৩. নিকটাত্মীয়দের থেকে দান শুরু করা।
(সহীহ বুখারীঃ১৪২৬)
৪. এমন গোপনে দান করা যেন, ডান হাতে দান করলে বাম হাতে টের না পায়।(সহীহ বুখারীঃ ৬৬০)
৫. দান করে কাউকে খোঁটা না দেওয়া।
(সহীহ্ মুসলিমঃ১০৬)
 
Top