জিজ্ঞাসা–৯৪৪: আসসালামু আলাইকুম । আমার রুমমেট বা অনেক বন্ধু অন্য ধর্মের। ওদের বাসা থেকে কোন খাবার পাঠালে বা দাওয়াত গ্রহণ করে খাওয়া জায়েজ কিনা? ওদের কোনকিছু ব্যবহার করা যাবে কিনা? দয়া করে জানাবেনমুহাম্মদ জাহিদুর রহমান।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

বিধর্মীদের রান্না করা খাবার যেমন, মাছ, তরকারি ইত্যাদি খাওয়া জায়েয আছে, যদি সে খাদ্যটি হারাম না হয় এবং তাতে যদি হারাম কোন কিছুর সংমিশ্রণ না থাকে। যেহেতু রাসূলুল্লাহ ﷺ অমুসলিমদের দেয়া দাওয়াত খেয়েছেন এবং তাদের দেয়া হাদিয়াও গ্রহণ করেছেন। (বুখারী ২৬১৫-১৮ ‘মুশরিকদের নিকট থেকে হাদিয়া গ্রহণ’ অনুচ্ছেদ)

তবে তাদের দাওয়াতে অংশগ্রহণ করলে ঈমান-আমলের ক্ষতি হবার আশঙ্কা থাকলে অংশগ্রহণ করা জায়েয হবে না। (আহকামুযযিম্মাহ ১/৭২৩)

অনুরুপভাবে তাদের যবেহ করা পশুর গোশত খাওয়া যাবে না। (সূরা বাক্বারাহ ১৭৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
 
Top