জিজ্ঞাসা–৪১০: আসসালামু আলাইকুম। কোন ছেলে কি তার মায়ের খালার সাথে বিবাহ করতে পারবে?(মায়ের মা আর খালারা আলাদা মায়ের ঘরের কিন্তু একই বাবা)।– আমাতুল্লাহ

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

যদিও আমরা মায়ের খালাকে নানি বলে ডাকি। বস্তুতঃ প্রত্যেক ব্যক্তির খালা তার নিজের ও তার সন্তানসন্ততি সবার খালা। সুতরাং মায়ের খালাও নিজের খালার মত। আর মায়ের সৎ খালা তার আপন খালার মত। হাদীসে এসেছে, الْخَالَةُ بِمَنْزِلَةِ الأُمِّ ‘খালা মায়ের মর্যাদাসম্পন্ন’ (বুখারী ৬৯৯)। অতএব তিনি মাহরাম পর্যায়ভুক্ত বিধায় তাকে বিয়ে করা যাবে না। (নিসা ৪/২৩; ফিক্বহুস সুন্নাহ ২/৭৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
 
Top