⛔ রাসুলুল্লাহ (ﷺ) এর ওফাতের ৫০০ বছর পরও প্রকাশ্যে ওনার হাত মুবারক চুম্বনের সৌভাগ্য অর্জন করলেন যারা (পর্ব-১) #MUST_SHARE
লেখক, সংকলকঃ (মাসুম বিল্লাহ সানি)

♥ "তাফরিহুল খাতির ফী মানাকিবে শাইখ আবদিল কাদির" গ্রন্থে আছে,

````একদা হুজুর সায়্যিদুনা গাউছুল আজম (রহঃ) রওজা শরীফে উপস্থিত হয়ে এই কবিতাটি আবৃত্তি করলেনঃ

"কবিতাটির বঙ্গানুবাদঃ দূরে থাকা অবস্থায় আমি আমার স্বীয় রূহকে আপনার খিদমাতে প্রেরণ করতাম, যেন সে আমার প্রতিনিধি হয়ে আপনার কদম মুবারক চুম্বন করে যায়। এখন আমি স্বশরীরে হাজির হয়েছি, আপনার বরকতময় হাত মুবারক দিন, যেন আমার ওষ্ঠ (ঠোঁট) তা চুম্বনের সৌভাগ্য লাভ করে।"

এ কবিতা পাঠ করার পর রওজা মুবারক (কবর শরীফ) থেকে রাসুলুল্লাহ (ﷺ) এর বরকতম হাত মুবারক বের হলো। হুজুর সায়্যিদুনা গাউছুল আজম দস্তগীর (রহঃ) তখন মুসাফাহ করলেন, চুম্বন করলেন এবং স্বীয় মাথার উপর রাখলেন।"

Reference :

★ ইমাম আরবুলী (রহঃ) : "তাফরিহুল খাতির ফী মানাকিবে শাইখ আবদিল কাদির" : ৫৬-৫৭ পৃঃ
★ আ'লা হযরত ইমাম আহমদ রেজাখান বেরলভী (রহঃ) : গাউছুল আজম ও গাউছিয়াত : ১৯ পৃ

[ঘটনার সময়কাল ধারণা করা হয় ৫০৯ হিজরি, যখন বড়পীর (রহঃ) এর বয়স ৩৮ বছর। তখনই তিনি সর্বপ্রথম হজ্ব পালন করতে যান।]

Reference :

★ ইমাম শাতনুফী (রহঃ) : বাহযাতুল আসরার
★ ইমাম ইবনে খাল্লিকান (রহঃ) : ওয়াফিয়াতুল আ'ইয়ান ১/১৭২
★ ইমাম আ'লা হযরত আহমদ রেজা (রহঃ) : গাউসুল আজম ও গাউছিয়াত : ১৯ পৃ

 
Top