"হযরত কেবলার ভান্ডারে"
[লেখক :: আরিফ ওয়াকিজ]
১০'ই মাঘ উপমহাদেশের অন্যতম সুফি দার্শনিক হযরত আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী রাহঃ পবিত্র ওফাত দিবস,


১০'ই মাঘের সূর্য আজি
উদয় হলো ভান্ডারে,
ইশকের মেলা শুরু হলো
হযরত কেবলার ভান্ডারে।

আশেক ভক্ত সবাই চলো
ভান্ডারীর দুওয়ারে যাই,
বহু হইয়াছে তালবাহানা
বিলম্বের আর সময় নাই।

গাউছুল ওয়ারা বসে আছেন
প্রেম শারাব নিয়ে হাতে,
দুঃখি পাপী তরাতে সব
শান্তী দিতে ভান্ডারী পাতে।

রোজা নামাজ হালাল রিজিক
সদা সাথে থাকা চাই,
পবিত্র এই মহা মর্ম কথা
ভান্ডারীর তুলনা নাই।

হযরত কেবলা তরানে ওয়ালা
বাচানে ওয়ালা ভান্ডারী,
সুন্নাতে তোর জিবন সাজাও
তবেই হবেন কান্ডারী।

সেজদার দাগে কেনো নির্বোধ
কলংক করিস ভান্ডারে,
সেজদাহ হবে মালিক খোদার
রহমান প্রভুর দরবারে।

দুরুদ সালাম মিলাদ কেয়াম
ফুল চাদরও আতরে,
জেয়ারতে ফয়েজ দাতাঁ দিবেন
গাউছুল আজম ভান্ডারে।

রেজাঁখানী শুন মোর পরিচয়
সিরিকোটি দামান হাতে,
ভান্ডারীর গুন গাইবে ওয়াকিজ
তোর দুঃখ কেনো তাতে?
তোর দুঃখ কেনো তাতে?

 
Top