আগেকার যুগের একটি ঘটনা।এক বুজুর্গ একদিন এক যুবককে হাসতে দেখে জিজ্ঞেস করলেন,"তুমি কি নিশ্চিত যে তুমি পুলসিরাত অতিক্রম করে ফেলেছ?তুমি কি নিশ্চিত যে তুমি জান্নাত পেয়ে গেছ?"

যুবকটি বলল,"না"।তখন ওই বুজুর্গ বললেন,"তাহলে তুমি হাসলে কেন?"ওই বুজুর্গ ব্যক্তির কথা যুবকটির অন্তরে এমন প্রভাব ফেলল যে,তাকে আর কেউ জীবনে কোনদিন হাসতে দেখে নি।

প্রিয় ইসলামি ভাই ও বোনেরা!চিন্তা করুন আমাদের আগেকার যুগের মানুষরা বুজুর্গদের নসিহত কিভাবে গ্রহণ করত!সামান্য কথায় ওনাদের হেদায়েত হয়ে যেত।আর এখন আমরা কারও বয়ান/নসিহত কে গুরুত্ব সহকারে অনুধাবন করতেই রাজী নই।আসুন আমরা ওলামায়ে কেরামগণের বয়ান থেকে কিছু শিখতে চেষ্টা করি আর সাথে সাথে আমল করতেও চেষ্টা করি।আল্লাহ তাওফিক দান করুন।আমিন।

#ঘটনা_সংগৃহীত:
🎤উর্দূ বয়ান।মাওলানা ইমরান আত্তারী,পাকিস্তান।

-স্বাধীন আহমেদ ক্বাদরী
ব্লগার,ইসলামী-বিশ্বকোষ।
 
Top