হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাযিআল্লাহু আনহু মক্কা শরীফ যাওয়ার সময় একটি জঙ্গলের ঝােপ— যেখানে লাল রঙের বরই ছিলাে, এর ডালে নিজের পাগড়ী শরীফ জটলা লাগিয়ে কিছুদুর অগ্রসর হয়ে যেতেন! অতঃপর ফিরে আসতেন এবং পাগড়ী শরীফ ঝেড়ে নিয়ে অগ্রসর হতেন। লােকেরা জিজ্ঞাসা করলাে— এটা কি?

বললেন: রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাগড়ী শরীফ এতে জটলায় লেগে গিয়েছিলাে এবং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদূরে অগ্রসর হয়ে গিয়েছিলেন এবং ফিরে এসে পাগড়ী শরীফ ঝেড়ে ছিলেন। [১] সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম এর সুন্নাহর প্রতি ভালোবাসার ওপর কেন কুরবান হব না?

আমার রাসূলে পাকের এই— ইমাম শরীফ আটকে যাওয়ার সুন্নাতটাও ছাড়তে নারাজ ছিলেন তাঁরা। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পোশাক মোবারক এর অনুসরণ কেমন হবে? হুযুরের জুব্বা পরিধান সুন্নাহ নয়, এটা কোনো মুমিন কিভাবে ভাবতে পারে? যারা সাহাবায়ে কেরাম এর— রাহে চলছে!

শত মোবারকবাদ সেই আশেকে রাসূলদের কে— যারা এই ফিতনার সময়েও রাসূলে পাকের সুন্নতগুলোকে আঁকড়ে ধরে আছে। যারা হুযুরের লিবাস, খাওয়া-দাওয়া ইত্যাদি সুন্নাহর ওপর আমল করছে। যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করছে, যারা সাহাবায়ে কেরাম এর সুন্নাহর প্রতি ভালোবাসাকে অনুকরণ করছে। তারাই জান্নাতি কাফেলার মুসাফির। আল্লাহ তায়ালা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন।

Reference:
[১] নুরুল ঈমান বা'যিয়ারাতে আসারে হাবীবুর রহমান, ১৫ পৃষ্ঠা।
 
Top