❏ প্রশ্ন-১২১ঃ যিয়াফত বা ভোজ্যানুষ্ঠান কী? এবং কখন হতে এর প্রচলন শুরু হয়?


✍ উত্তরঃ هوالمستعان ‘মজমাউল বাহার’ গ্রন্থে উল্লেখ আছে যে, যিয়াফত হচ্ছে সে খাবার যা কোন কারণ ছাড়া কেবল যিয়াফত ও আতিথিয়েতার উদ্দেশ্যে তৈরী করা হয় এবং এটা মুস্তাহাব।


যিয়াফত আট প্রকারঃ

১.ওয়ালিমাঃ যা বিবাহ উপলক্ষে করা হয়।

২.খুর্সঃ যা নবজাত শিশুর জন্মের খুশিতে করা হয়।

৩.ই‘যার (اعذار)ঃ খৎনা বা মুসলমানী উপলক্ষে যে খাবার প্রস্তুত করা হয়।

৪.নতুন ঘর নির্মাণ উপলক্ষে তৈরীকৃত খাবার।

৫.নকী‘য়াহ (نقيعه)ঃ মুসাফির সফর থেকে ফিরে আসার পর তৈরীকৃত খাবার। যা মুসাফির নিজে তৈরী করুক বা অন্য কেউ তার আগমনে তৈরী করুক।

৬.ওযীমাহ (وضيمه)ঃ বিপদের সময় তৈরীকৃত কাঙ্গালীভোজ।

৭.আক্বীক্বা (عقيقة)ঃ নবজাত শিশুর নামকরণের সময় তৈরীকৃত খাবার।

৮.মা’দাবাহ (مأدبه)ঃ যা কোন উপলক্ষ ছাড়া শুধু মেহমানদারী আতিথিয়েতার জন্য তৈরীকৃত খাবার। 


উপরোক্ত সকল প্রকারের খাবারের ব্যবস্থা করা সুন্নাত। কারো মতে, ওয়ালিমা খাওয়ানো ওয়াজিব। তবে বিশুদ্ধ মতে ওয়ালিমা সুন্নাত। হুযূর মুহাম্মাদুর  রাসূলুল্লাহ্ (ﷺ)    এবং সকল সাহাবা-ই কিরাম তা করতেন।

কতেক ওলামার মতে, ওয়ালিমাতে যাওয়া ওয়াজিব। না গেলে গুণাহগার হবে। আবার কারো মতে, মুস্তাহাব। খাবার খাওয়া আবশ্যক নয়, অপারগ হলে না খেলেও অসুবিধা নেই।  

161. ইসলামী মা‘লুমাত, খন্ড-২, পৃষ্ঠা- ৭৯৮।

 
Top