সাত ভাগে কুরবানী দেয়ার বিষয়ে লা’মাযহাবীদের অনেক কথা বার্তা শুনলাম। তাদের বক্তব্য ৭ ভাগে কুরবানী দেয়ার কোন দলীল নাকি তারা খুঁজে পায়নি। এটাই স্বাভাবিক যেহেতু তারা লা’মাযহাবী সেকারনে তাদের পক্ষে দলীল খুঁজে পাওয়া সম্ভব হবে না।
৭ ভাগে কুরবানী করা যাবে না এমন হাস্যকর কথার জবাবের রুচিও হচ্ছিলো না তাই এ বিষয়ে কিছু লিখি নাই। বেশি কিছু দিবো না শুধু একটা হাদীছ শরীফ দলীল দিচ্ছি।
বিখ্যাত ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার “মুসনাদে আহমদ” কিতাবে একটা হাদীছ শরীফ এনেছেন,
عَنْ حُذَيْفَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشْرَكَ بَيْنَ الْمُسْلِمِينَ الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ
অর্থ: হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লাম মুসলমানদের মধ্যে গরুকে ৭ ভাগে (কুরবানী) নির্ধারন করে দিয়েছেন।” (মুসনাদে আহমদ ৩৮ খন্ড ৩৩৭ পৃষ্ঠা, হাদীছ নং  ২৩৪৪৬)

মুসনাদে আহমদের এই সংষ্করন তাহকীক করেছেন শুয়াইব আরনাউত। উক্ত হাদীছ সর্ম্পকে তিনি বলেছেন,
صحيح لغيره (সহীহ লি গাইরিহী)


সূতরাং যারা  ১৮ বছর গবেষনা করে ৭ ভাগে কুরবানীর দলীল খুঁজে পায় না, তারা তাদের স্বীকারোক্তির মাধ্যমেই প্রমাণ করলো তারা গন্ড মূর্খ।

 
Top