"হযরত মুসতাযিল ইবনে হুসাইন(রাদ্বিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন, নিশ্চয় আলী(রাদ্বিয়াল্লাহু আনহু)এক জানাজার নামায আদায় করেন অতঃপর আবার তার জন্যে দোয়া করেন।"

★ইমাম বায়হাকী,আস সুনানিল কোবরাঃ ৪/৭৪পৃঃ, হাদিসঃ ৬৯৯৬।





এ হাদিস থেকে বুঝা গেল খুলাফায়ে রাশেদীনগণ জানাজার পর দোয়া করতেন ও এটাকে উত্তম মনে করতেন এবং মৃত ব্যক্তির জন্য উপকারী মনে করতেন।

 
Top