"জাহারা বিনতে রাসুল"
[লেখক:: আরিফ ওয়াকিজ]

খাতুনে জান্নাত স্যায়্যেদুন নিসা,
জাহারা বিনতে রাসুল,
উম্মুল জাহান তৈয়্যবা তাহেরা
জগত জননী কূল।

যিকির তোমার করে মালায়েক
সকল সৃষ্টি কূল,
পান্জেতনের তুমি কুসুম কলি
কেহ নেই সমতুল।

দ্বীনের কাজে ক্লান্ত হয়ে
হুজরায় ফিরিয়া মুনিব,
তোমার দর্শন করিয়া আগে
শান্ত মদিনা মুনিব।

জান্নাতি যত রমনী হইবে
তুমি সকলের রানী,
তোমার স্বরণে দুর হয় মোর
সকল দুঃখ গ্লানি।

নফসির মাঠে সকলে যখন
ব্যস্ত বাঁচিবার তরে,
গমন করিবা জুলুস করিয়া
বাবে জান্নাতের পাড়ে।

খোদার ফরমান দৃষ্টি নত
করো হে বান্দারা,
করিবে গমন ফাতেমা মোর
হাবিবের নয়ন তারা।

সকল নারীর শিক্ষক তুমি
শ্রেষ্ঠ তুমি সবার,
যেজন করিবে তোমায় বরন
তাহারা হইবে পার।

মাতা তোমার চরণে মোদের
করো একটু ঠাই,
তুমি বিনে বাঁচিবার আর
মোদের উপায় নাই।

ওয়াকিজ তোর কি যোগ্যতা
তাহার তারিফ করিবার?
শান তাহার করিতে বয়ান
তোর কলম ধরিবার?

 
Top