ইমাম শাফেঈ (রহ:) ইমাম আবূ হানিফা (রহ:)-এর মাযারে নিজের অভিজ্ঞতা বর্ণনাকালে ইমাম শাফেঈ (রহ:) বলেন, “আমি ইমাম আবু হানিফা (রা:) হতে বরকত আদায় করি এবং তাঁর মাযার শরীফ প্রতিদিন যেয়ারত করি।আমি যখন কোনো সমস্যার মুখোমুখি হই, তখন-ই দুই রাকআতনফল নামায পড়ে তাঁর মাযার শরীফ যেয়ারত করি; আর(দাঁড়িয়ে) সমাধানের জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ করি।ওই স্থান ত্যাগ করার আগেই আমার সমস্যা সমাধানহয়ে যায় ।”

রেফারেন্স
* খতীব বাগদাদী সহীহ সনদে এই ঘটনা বর্ণনা করেন তাঁরকৃত ‘তারিখে বাগদাদ’ গ্রন্থে (১:১২৩)

* ইবনে হাজর হায়তামী প্রণীত ‘আল-খায়রাত আল-হিসান ফী মানাক্কিবিল ইমাম আল-আ’যম আবূ হানিফা’ (৯৪ পৃষ্ঠা)

* মোহাম্মদ যাহেদ কাওসারী, ‘মাক্কালাত’ (৩৮১ পৃষ্ঠা)

* ইবনে আবেদীন শামী, ‘রাদ্দুল মোহতার আ’লা দুররুল মোখতার’ (১:৪১)
জ্ঞাতব্য : এটি সমর্থনকারী দালিলিক প্রমাণ
হিসেবে পেশকৃত এবং এটি একটি ’হুজ্জাহ’, কেননা চার
মযহাবের অনেক ফুকাহা একে দলিল হিসেবে গ্রহণ
করেছেন।

 
Top