মে’রাজের বর্ণনা
✍ কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]

❏ মাসয়ালা: (২৭৮)
যারা ইসরা ও মিরাজকে অস্বীকার করবে তাদের কি হুকুম? 
যারা ইসরা ও মেরাজকে অস্বীকার করবে তারা কাফির এবং যারা মেরাজকে অস্বীকার করবে তারা ফাসিক। আর ইসরা হল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যা কোরআন ও হাদিস ও ইজমা দ্বারা প্রমাণিত। তাই যারা তা অস্বীকার করবে তারা কাফির এবং মেরাজ হল, মসজিদে আকসা থেকে সাত আসমান পর্যন্ত যা প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তা অস্বীকার কারী ফাসিক।  
➥ [জাওহারাতুত তাওহীদ, ১৪২]

❏ মাসয়ালা: (২৭৯)
আরশের উপরে মেরাজে যাওয়া কি প্রমাণিত? 
হ্যাঁ এ ব্যাপারে সীরাত কিতাবে রয়েছে যে,  আরশের উপরে তাশরীফ নেওয়ার কথা রয়েছে। তবে মুহাক্কিকীনগণ বলেন, এ ব্যাপারে বিশুদ্ধ প্রমাণ নেই।  
➥ [জাওহারাতুত তাওহীদ, ১৪২]

ইমাম ইবনে আসাকির বলেন, হাদিসের ভাষা দ্বারা বুঝা যায়, আল্লাহর নিকবর্তী হওয়া তা আরশের উপরে। তাই তার নিকবর্তী হওয়া দ্বারা আরশের উপরে বুঝা যায়।  
➥ [শরহে সালাম রেযা, ১০১]

➠শরহে সালাম রেযাতে ইবেন খেফাযীর বরাত দিয়ে এসেছে, হযরত জিব্রাইল (عليه السلام) রফরফ নিয়ে উপস্থিত হন। তখন তিনি তাকে আরশে নিয়ে যাওয়া হল। তাই তা হাদিস দ্বারা প্রমাণিত।  
➥ [শায়খ মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, মাদারেজুন নবুয়্যাহ, ১০২]
 
Top