সর্বপ্রকার ব্যথা ও বিপদের দোয়া


হজরত সাব্বান ইবনে ওছমান (رضي الله عنه) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী করীম (ﷺ) কে এরশাদ করতে শুনেছি, সন্ধ্যায় তিনবার নিুের দোয়াটি পাঠ করলে সকাল পর্যন্ত সব ধরনের বালা মুসিবত থেকে নিরাপদে থাকা যায়।


ﺑِﺴْﻢِ اﷲِ اﻟﱠﺬِيْ ﻟَﺎ ﯾَﻀُﺮﱡ ﻣَﻊَ اﺳْﻤِﮫ ﺷَﺊٌْ ﻓِﻲ اﻟْﺎَرْضِ وَﻟَﺎ ﻓِﻲ اﻟﺴﱠﻤَﺎءِ

وَھُﻮَ اﻟﺴﱠﻤِﯿْ ٌﻊ اﻟْﻌَﻠِﯿْﻢٌ –

 

আর সকাল বেলা পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ হওয়া যায়। বর্ণনাকারী আব্বাস  ইবনে ওছমান (رضي الله عنه) বলেন, যেদিন আমার শরীরে অসাড়তা নেমে এসেছিলো, সেই দিন আমার কাছ থেকে এই হাদীছ শুনেছিলো এমন এক ব্যক্তি যার মধ্যে ছিলো বিস্ময় আর অবিশ্বাস। বুঝতে পেরে আমি বললাম, আমার দিকে তাকিয়ে কী ভাবছো? আল্লাহর কসম! আমি আমার পিতার নামে মিথ্যা অপবাদ দেইনি। আমার পিতাও রসুলেপাক (ﷺ) এর নামে মিথ্যা বলেননি। তবে যেদিন আমার দেহে এ অসাড়তা আক্রমণ করেছিলো সেইদিন আমি অপরাধ করেছিলাম। অর্থাৎ  এই দোয়া পড়তে ভুলে গিয়েছিলাম। এই হাদীছখানা আবু দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন এবং তাকে হাসান ও সহীহ বলে স্বীকৃতি দিয়েছেন।


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 





© | সেনানী এপ্স |

 
Top