লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ্


হজরত  ইবনে আব্বাস  (رضي الله عنه)  থেকে বর্ণিত আছে,  নবী করীম (ﷺ) এরশাদ করেছেন,  নানা ধরনের চিন্তা ফিকির যাকে গ্রাস করেছে, সে যেনো লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লাহ্ বিলা­ হ্ বেশী করে পড়ে। বোখারী ও মুসলিম শরীফে এই দোয়া  সম্পর্কে বলা হয়েছে, এই আমলটি হচ্ছে জান্নাতের সম্পদসমূহের মধ্যে অন্যতম সম্পদ। তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে, এটি জান্নাতের দরজাসমূহ থেকে  একটি দরজা। এক বর্ণনায় এসেছে, এই দোয়া পাঠ করলে প্রতিবারে একেকটি ফেরেশতা নাযিল হয় এবং তার জন্য সুখশান্তি নিয়ে আসে। মাশায়েখগণ বলেছেন, এই আমলের চেয়ে অধিক সাহায্যকারী আর কিছুই নেই।


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 





© | সেনানী এপ্স |

 
Top