হজরত আবদুর রহমান ইবনে আবী বকর (رضي الله عنه) এর হাদীছ


হজরত আবদুর রহমান ইবনে আবী বকরের হাদীছে এসেছে, একবার আমরা একশ’ তিরিশ জন নবী করীম (ﷺ) এর সঙ্গে ছিলাম। প্রায় সাড়ে চার সের আটার খামির বানানো হয়েছিলো। আর একটি বকরীর গোশত পাক করা হয়েছিলো। তারপর বকরীর কলিজা, গোর্দা ইত্যাদি ভূনা করা হয়েছিলো। আল্লাহ্তায়ালার কসম! একশত তিরিশ জনের মধ্যে এমন একজনও ছিলো না, যাকে রসুলেপাক (ﷺ) গোশতের টুকরা প্রদান করেননি। গোশতের তরকারী দু’টি বড় বড় বরতনে 

রাখা হয়েছিলো। সকলেই অত্যন্ত তৃপ্তি সহকারে খাওয়ার পর বেঁচে যাওয়া গোশত নিজের বরতনে ভরে উটের পিঠে তুলে দিয়েছিলেন।


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 





© | সেনানী এপ্স |

 
Top