হজরত জাবের (رضي الله عنه) এর হাদীছ


হজরত জাবের থেকে বর্ণিত আছে, উম্মে মালেক নামের জনৈকা আনসারী মহিলা মাঝে মাঝে রসুলেপাক (ﷺ) এর খেদমতে এক পেয়ালা ঘি পাঠাতেন। তিনি সর্বদাই পেয়ালা ভর্তি ঘি দেখতে পেতেন। একদিন উম্মে মালেকের সন্তানেরা খাওয়ার জন্য সালুন চাইলো। কিন্তু ঘরে সে সময় কোনো সালুন ছিলো না। মহিলা সেই পেয়ালাটির কাছে গেলেন, যার মধ্যে দৈনিক তিনি ঘি জমা করতেন। সেদিন তিনি সেই পেয়ালা থেকে সবটুকু ঘি ঢেলে সন্তানদেরকে দিয়ে দিলেন। কিন্তু পরে আর তাতে ঘি জমা করতে পারলেন না। তিনি রসুলেপাক (ﷺ) এর খেদমতে যেয়ে সব কথা খুলে বললেন। রসুলেপাক (ﷺ) বললেন, তুমি তো সমস্ত ঘি নিংড়িয়ে ঢেলে নিয়েছিলে, তাই এমন অবস্থা হয়েছে। সামান্য কিছু রেখে দিলে সর্বদাই ঘি থাকতো। 


বান্দা মিসকীন (শায়েখ আবদুল হক মোহাদ্দেছে দেহলভী) বলেন, বর্ণিত হাদীছ দ্বারা এটাই বুঝা যায় যে, রসুলেপাক (ﷺ) এর মহব্বতে যা কিছু খরচ করা হয়েছে, আল্লাহ্তায়ালা তাঁর রিযিকের ভা-ার থেকে তাতে দান করেছেন বরকত আর বরকত। 


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 





© | সেনানী এপ্স |

 
Top